
Corona Vaccination and Bangladesh
ছাগুদের প্রিয় খাবার কাঁঠালপাতা, বার্গার, চিজকেক যাই দেখান তার সামনে, সে খাবে না
ছাগল নিয়ে ব্যবসা বাংলাদেশ খুব জনপ্রিয়। গ্রামের এক গ্রহস্ত কৃষকের একপাল ছাগল আছে। শহর থেকে তার বাড়িতে বেড়াতে গেছে এক আত্মীয়, যার আবার ফড়িয়া ব্যবসায়ী হিসাবে বেশ নামডাক। বেড়ানোর বাহানা হলেও ফড়িয়া আত্মীয়ের টার্গেট ছাগলগুলোর প্রতি। কৃষকের বড় সম্পদই হলো ছাগলগুলো। ঐগুলো কম দামে হাত করতে হবে, তাহলে এক ধাক্কায় কয়েক লাখ টাকা পকেটে ঢুকবে ফড়িয়ার।
ফড়িয়া ভালই জানে ছাগল বার্গার বা চিজকেক খাবে না, তার দরকার কাঁঠালপাতা। সে গাছ থেকে কাঁঠালপাতা পেড়ে খাওয়ানো শুরু করলো। কয়েকদিনেই ছাগলগুলো তার খুব ভক্ত হয়ে গেল, এতই ঘনিষ্ট যে মালিক কৃষকের ডাকে সাড়া না দিয়ে ফড়িয়ার কাছে ছুটে যায় ছাগলগুলো। এই সময়ের অপেক্ষায়ই ছিল ফড়িয়া, ছাগলগুলো একদিন তার পিছু নিবে।
তো বাংলাদেশের কিছু ফড়িয়াও এখন বিদেশ থেকে ছাগল বা ছাগুদের কাঠালপাতা খাওয়ায়। ফেসবুক, ইউটিউবে একের পর এক কাঠালপাতা দেখায়। ছাগলগুলো হামলে পড়ে সেখানে, ভাগে-যোগে, শেয়ার করে সবাই মিলে খায়, ডেকুর তোলে, পাঁদে। সরকার যত ভাল কাজই করুক সমালোচনার সুযোগ না থাকলেও আওয়ামীলীগের সমালোচনা করা, কারন না থাকলেও ভারতের বিরোধীতা করা, ধর্ম ব্যবসায়ীদের অবৈজ্ঞানিক ও অমানবিক কথা ও কাজকে সমর্থন দেয়া এগুলো হলো কাঁঠালপাতা। ছাগুরা সেই কাঁঠালপাতা খায়। ফেসবুক, ইউটিউব সেই কাঁঠালপাতার মাঝে একটু করে বিজ্ঞাপন ঢুকিয়ে দেয়, ফড়িয়ারা লাভের গুড় খায় চেটে চেটে।
এই তরিকা এখন প্রবাসী ফড়িয়াদের গন্ডি ছাড়িয়ে বিদেশী মিডিয়াগুলোও লুফে নিয়েছে। তারাও জেনে গেছে এখান থেকে চেটেপুটে গুড় খেতে গেলে কোটি কোটি ছাগলকে কাঁঠালপাতা খাওয়ায়ে ঠান্ডা রাখতে হবে। এই দেখেন বিবিসি ক্যাপশনে কি লিখেছে ! আবার এই পোস্ট ফেসবুকে টাকা খরচ করে বুস্টও করেছে। অন্য শত গুরুত্বপূর্ণ পোস্ট বা এই পোস্টও ভিন্ন ক্যাপশনে বুস্ট করেনি। বুস্ট করেছে ছাগুদের টার্গেট করে। কারন তারা জানে ভ্যাকসিন ও ভারতের বিরোধীতা করলে ছাগুরা ছুটে এসে ভীড় জমাবে। লিংকের ভিতরে গিয়ে মূল লেখায় কি আছে না আছে সেটা তারা পড়বে না, ক্যাপশনে কি লেখা সেটাকে তারা রেফারেন্স হিসাবে বলবে, ধর্ম ব্যবসায়ী, ছাগু সর্দারদের কথায় সুর মিলিয়ে বলবে ভারতের ভ্যাকসিন থেকে সাবধান !
এরা তো ছাগু ওরফে ছাগল। এরা কি এই হিসাব কষবে যে একটা ভ্যাকসিন সব রকমের প্রচলিত বৈজ্ঞানিক পরীক্ষার ধাপ পেরিয়ে এসেছে, লক্ষ লক্ষ মানুষের মাঝে ২/৪ জন মানুষের একটু পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে, এমনকি লাখে ১ জন মারাও যেতে পারে। সেটা যে ভ্যাকিসিনের কারনে হচ্ছে, তাও না হতে পারে। কিন্তু ছাগুদের সামনে সেগুলো তুলে ধরলে তা তো খাবে না। ছাগুরা খাবে কাঁঠালপাতা, আওয়ামীলীগের বিরোধীতা, ভ্যাকসিনের বিরোধীতা, ভারতের বিরোধীতা।
Related Posts

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার
বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়
গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More
Comments are Closed