Happy Women's Day 2021

Happy Women's Day 2021

আমাদের দেশে মানুষের গায়ে হাত তোলা মানুষ শেখে তার বাবা-মা ও শিক্ষকের কাছে

গতকাল গেল বিশ্ব নারী দিবস। এক বাক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো। ভাড়া দিতে না পারায় ‘এন মল্লিক’ নামের এক গাড়ি থেকে ছুড়ে ফেলা হয় ঐ নারীকে, পড়ে যাওয়ার কারণে তিনি মাথা এবং কোমরে প্রচন্ড আঘাত পান। তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না এবং মাথায় আঘাত পাওয়াতে প্রচন্ড ব্যথা অনুভব করছিলেন। ঐ বাসের কোন এক কর্মকর্তা তাকে বিনা ভাড়ায় যাতায়াতের অনুমতি দিয়েছেন, যার ফলে তিনি ঐ বাসে চড়েছিলেন।

ভাবছেন বাসের হেলপাররা অশিক্ষিত, অসচেতন, মূর্খ ? না, শুধু তারাই নয়, আপনি আমিও ঠিক এমন। আমরাও সুযোগ পেলে রিক্সাওয়ালা, বাসের হেলপার, বাড়ির কর্মচারী, চোর, বাটপাড়ের গায়ে হাত তুলি যার অধিকার আমাদের কারোর নেই। এই গায়ে হাত তোলার বা আঘাত করার বা অন্যকে অসম্মান করার প্রবনতা কমবেশী আমাদের সবার মধ্যে বহমান। কারন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গায়ে বাবা-মা, শিক্ষক, আত্মীয়-স্বজন হাত তোলে তাদের কথার অবাধ্য হলে বা তাদের প্রত্যাশামতো কাজ না দেখাতে পারলে। এটা শুধু অমানবিকই না, রীতিমতো অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। শিশুরা ছোট থেকেই শেখে অন্যের কোন কিছু তার ভাল না মনে হলে তাকে মারতে হবে ! গনপিটুনি, এই নারীর গায়ে হাত তোলা, বাড়ির ছোট গৃহকর্মীর গায়ে হাত তোলার প্রথম পাঠ এ দেশের প্রায় সবাই নেয় তার নিজের বাবা-মা ও শিক্ষকের কাছে।

Background vector created by starline – www.freepik.com

Related Posts

Take this actions during Covid Pandemic

কোভিড করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আপনাকে যা করতে হবে –

কোভিড-১৯ রোগের অনেক কিছুই এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ভাইরাসটিও সময়, পরিবেশ, ও স্থানভেদে নিজেকে পরিবর্তনRead More

Is Capital Punishment the Solution

মৃত্যুদন্ড কি বড় অপরাধ কমাতে পারে ? তথ্য-উপাত্ত-প্রমান কি বলে এই ক্ষেত্রে ?

আমরা হরহামেশা কোন অপরাধের জন্য ফাঁসি, মৃত্যুদন্ড এসবের দাবী জানাই বা আইনের বইতে শাস্তি হিসাবেRead More

Why don't people want to pay Tax

বাংলাদেশের মানুষ অনেকটা বাধ্য হয়েই কর দেয়, কর দেয়ার পক্ষে মটিভেশন খুব কম

বাংলাদেশের মানুষ অনেকটা বাধ্য হয়েই কর দেয়, এখানে কর দেয়ার পক্ষে মটিভেশন খুব কম। টিনRead More

Comments are Closed