
Happy Women's Day 2021
আমাদের দেশে মানুষের গায়ে হাত তোলা মানুষ শেখে তার বাবা-মা ও শিক্ষকের কাছে
গতকাল গেল বিশ্ব নারী দিবস। এক বাক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো। ভাড়া দিতে না পারায় ‘এন মল্লিক’ নামের এক গাড়ি থেকে ছুড়ে ফেলা হয় ঐ নারীকে, পড়ে যাওয়ার কারণে তিনি মাথা এবং কোমরে প্রচন্ড আঘাত পান। তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না এবং মাথায় আঘাত পাওয়াতে প্রচন্ড ব্যথা অনুভব করছিলেন। ঐ বাসের কোন এক কর্মকর্তা তাকে বিনা ভাড়ায় যাতায়াতের অনুমতি দিয়েছেন, যার ফলে তিনি ঐ বাসে চড়েছিলেন।
ভাবছেন বাসের হেলপাররা অশিক্ষিত, অসচেতন, মূর্খ ? না, শুধু তারাই নয়, আপনি আমিও ঠিক এমন। আমরাও সুযোগ পেলে রিক্সাওয়ালা, বাসের হেলপার, বাড়ির কর্মচারী, চোর, বাটপাড়ের গায়ে হাত তুলি যার অধিকার আমাদের কারোর নেই। এই গায়ে হাত তোলার বা আঘাত করার বা অন্যকে অসম্মান করার প্রবনতা কমবেশী আমাদের সবার মধ্যে বহমান। কারন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের গায়ে বাবা-মা, শিক্ষক, আত্মীয়-স্বজন হাত তোলে তাদের কথার অবাধ্য হলে বা তাদের প্রত্যাশামতো কাজ না দেখাতে পারলে। এটা শুধু অমানবিকই না, রীতিমতো অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। শিশুরা ছোট থেকেই শেখে অন্যের কোন কিছু তার ভাল না মনে হলে তাকে মারতে হবে ! গনপিটুনি, এই নারীর গায়ে হাত তোলা, বাড়ির ছোট গৃহকর্মীর গায়ে হাত তোলার প্রথম পাঠ এ দেশের প্রায় সবাই নেয় তার নিজের বাবা-মা ও শিক্ষকের কাছে।
Related Posts

A Hero Alom: A Real Bangladeshi Hero
A Hero Alom: One Man’s Dream-Fulfilling Power Can Be an Inspiration for All While theRead More

হিরো আলমঃ এক উনমানবের স্বপ্ন পূরনের শক্তি সবার জন্য অনুপ্রেরনা হতে পারে
সেবার যখন সাউথ এশিয়ায় বলিউডের শীর্ষ নায়ক সালমান খানের নাম পিছনে ফেলে নেটিজেনরা হিরো আলমেরRead More

মুক্ত জীবনে আপনাকে স্বাগতম, শিশুদের নিরপেক্ষ শিক্ষা নিশ্চিত করুন
অভিনন্দন! আপনি জন্ম থেকে শুনে আসা, জেনে আসা বিশ্বাসের বাইরে চিন্তা করতে পেরেছেন। এটা খুবRead More
Comments are Closed