
Satire: Mr Katemul
লাঠিয়াল সরদার কাতেমুল সাহেবের সব স্ত্রীর একটাই নাম মাহিমা খাইয়েতা
লাঠিয়াল সরদার কাতেমুল সাহেবের আজ জেল থেকে মুক্তির দিন।
জেলার জিজ্ঞেস করলেন ‘যিনি আপনাকে রিসিভ করতে আসবেন তার নাম কি ?’
কাতেমুল সাহেব জবাব দিলেন ‘আমার স্ত্রী মাহিমা খাইয়েতা।’
এর কিছুক্ষন পরে দেখা গেল একে একে ৫/৬ নারী এসে হাজির। জেলার সবার নাম জিজ্ঞেস করলেন। কেউ নাম বলে সানি লিওনি, কেউ বলে মিয়া খলিফা, অন্যরাও যার যার নাম বলে। সবাই কাতেমুল সাহেব কে নিতে এসেছেন।
জেলার পড়ে গেল মহা ধান্ধায়। জেলার কাতেমুল সাহেবের কাছে ফিরে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন ‘আপনি তো বললেন আপনাকে রিসিভ করতে আপনার স্ত্রী মাহিমা খাইয়েতা আসবেন। এই নামে তো কেউ আসেনি, যারা এসেছেন তাদের ভিন্ন ভিন্ন নাম, ৫/৬ জন এসেছেন মোট।’
কাতেমুল সাহেব একটু হেসে জবাব দেন ‘আমার সব স্ত্রীরই প্রকৃত নাম মাহিমা খাইয়েতা, আদর করে সবাইকে আলাদা আলাদা নামে ডাকি, ওরা মনে হয় সেগুলো বলেছে।’
এমন সময় বাইরে শোরগোলের শব্দ পাওয়া গেল। সহকারী জেলার ছুটে এসে জানালেন ‘এইমাত্র এক মধ্যবয়স্কা নারী এসে জানিয়েছিলেন তার নাম মাহিমা খাইয়েতা, কিন্তু কাতেমুল সাহেব কে রিসিভ করতে আসা ৫/৬ জন অন্য নারীকে দেখে উনি জ্ঞান হারিয়েছেন।’
কাতেমুল সাহেব জেলার সাহেব কে বললেন ‘দয়া করে তার কানের কাছে মুখ নিয়ে একটু বলবেন মাঝখান দিয়ে অন্য কিছু মনে না করতে, এগুলো সব অন্যদের স্ত্রী, তাহলে জ্ঞান ফিরতে পারে।’
[ Pic, CC BY-SA 2.0 ]
Related Posts

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়
গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

বাংলাদেশের ১০০% মানুষই কি দুর্নীতিবাজ ? এও কি সম্ভব ?
বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা আমার মতো সততার সঙ্গে বুকে হাত দিয়ে বলতে পারবেRead More
Comments are Closed