People
Rural and Urban People

Rural and Urban People

গ্রাম ও শহরের মানুষঃ গ্রামের মানুষ কি এখনো সেই সহজ-সরল আছেন ?

বাংলাদেশের এই গ্রাম আর সেই গ্রাম নেই। প্রকৃতি হয়তো একই আছে কিন্তু মানুষগুলো অনেক বদলে যাচ্ছে। কারন যাই হোক, এককালের সহজ সরল গ্রামের মানুষ এখন অনেক স্বার্থপর। ভিলেজ পলিটিক্স তো বরাবরই খুব ভয়ংকর, আগেও, এখনও। এর সঙ্গে যোগ হয়েছে স্বার্থপরতা !

আমি গ্রামে মানুষ হলেও এখন আর গ্রাম আমাকে টানে না, ৩ বছর হয়ে গেল গ্রামে যাই না, বাড়িঘর সব ফেলানো। আমার বাবা-মা, বোন ও তার পরিবার থাকেন দেশের বাইরে। এক চাচা ও তার পরিবার ঘরবাড়ি ও অন্য যা আছে তা দেখাশোনা করেন। তারা যেতে বলেন সবসময়, তাও যাওয়ার ইচ্ছা হয়না গ্রামের মানুষদের কারনে।

গ্রামের মানুষ এখন কেমন ? যাদের অভিজ্ঞতা নেই তাদের ধারনা হয়তো ভিন্ন, একদিন গিয়ে তারা উচ্চাশা পোষণ করতে পারেন। কিন্তু বাস্তবতা অন্যরকম। ধরেন আপনার কাছে একজন টাকা চাইলো, আপনি তাকে জানালেন আপনার পকেটে মাত্র ৫০ টাকা আছে দুপুরে খাওয়ার জন্য, উনি ঐ টাকাটাও পেতে চাইবেন। টাকা দিলে দোয়া করবে, না দিলে অভিশাপ, দূর্নাম ! এমন মানুষ গ্রামে এখন ভরপুর, শহরেও আছে অবশ্য।

আমার এক দূরসম্পর্কের আত্মীয় (আত্মীয়া) কিছুদিন আগে (লকডাউনেরও বেশ আগে) একটা বড় অংকের নির্দিষ্ট টাকা উল্লেখ করে সাহায্য দাবী করেছিলেন যা আমার পক্ষে দেয়াও সম্ভব না, কম দিলেও কপালে জুটবে দূর্নাম। আজ আবার কল দিলেন। আমরা জানালাম আমরা সবাই অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ হইনি, বিশেষ করে আমি এতো অসুস্থ ছিলাম যে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েও ছিলাম। কয়েকদিন আগে অভিভাবকতূল্য এক নিকট আত্মীয়কে হারালাম করোনায়, আমাদেরকে ছায়া দিয়ে আগলে রাখেন এমন একজন এখনো হাসপাতালে ক্রিটিকাল সিচুয়েশানে আছেন। আমরা বাইরে যেতে পারছি না। এগুলো তাকে বোঝানোর চেষ্টা করলাম, উনার এগুলোতে আগ্রহই নেই, উনি একবার জানতেও চাইলেন না আমাদের কি হয়েছিল বা এখন কেমন আছি আমরা ! উনি জানালেন একটু সুস্থ হয়ে যেনো উনার দাবীকৃত টাকাটা দেই। টাকা দিলে উনি দোয়া করবেন যেনো আমরা সুস্থ হয়ে যাই।

দূর্ভাগ্যজনক হলেও সত্য এই হলো বর্তমান গ্রামের মানুষ। অনেকের ধারনা গ্রামের মানুষ সহজ-সরল, শহরের মানুষ জটিল। গ্রামে প্রায় ১৭ বছর ও বাকী জীবন শহরে থেকে আমার কাছে এই ধারনাটি এখন মেলে না। হয়তো অন্যদের গ্রামগুলো এমন নাও হতে পারে।

Related Posts

Islamic Injustice to Women

শরীয়া আইনের এক মর্মান্তিক দৃষ্টান্ত, নারীর প্রতি ইসলামের অবিচার!

মর্মান্তিক আর হৃদয়বিদারক একটা ঘটনা ২০০৪ সালের, এবং এটা ঘটেছিল ইরানে। ১৯৭৯ সালে ইরানে ইসলামীRead More

Meaning of Life

মানুষের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি ?

অনেক মানুষই এই প্রশ্নে ঘুরপাক খায়। এই ঘুরপাক খাওয়ার দোলাচলে তারা একপর্যায়ে তাদের মাথায় পরিবারRead More

LGTBQIA2S+ Rights

Thinking about that evening still gives me goosebumps

From the beginning of this month, metro trains are full of passengers after 10/11 pm.Read More

Comments are Closed