
Rural and Urban People
গ্রাম ও শহরের মানুষঃ গ্রামের মানুষ কি এখনো সেই সহজ-সরল আছেন ?
বাংলাদেশের এই গ্রাম আর সেই গ্রাম নেই। প্রকৃতি হয়তো একই আছে কিন্তু মানুষগুলো অনেক বদলে যাচ্ছে। কারন যাই হোক, এককালের সহজ সরল গ্রামের মানুষ এখন অনেক স্বার্থপর। ভিলেজ পলিটিক্স তো বরাবরই খুব ভয়ংকর, আগেও, এখনও। এর সঙ্গে যোগ হয়েছে স্বার্থপরতা !
আমি গ্রামে মানুষ হলেও এখন আর গ্রাম আমাকে টানে না, ৩ বছর হয়ে গেল গ্রামে যাই না, বাড়িঘর সব ফেলানো। আমার বাবা-মা, বোন ও তার পরিবার থাকেন দেশের বাইরে। এক চাচা ও তার পরিবার ঘরবাড়ি ও অন্য যা আছে তা দেখাশোনা করেন। তারা যেতে বলেন সবসময়, তাও যাওয়ার ইচ্ছা হয়না গ্রামের মানুষদের কারনে।
গ্রামের মানুষ এখন কেমন ? যাদের অভিজ্ঞতা নেই তাদের ধারনা হয়তো ভিন্ন, একদিন গিয়ে তারা উচ্চাশা পোষণ করতে পারেন। কিন্তু বাস্তবতা অন্যরকম। ধরেন আপনার কাছে একজন টাকা চাইলো, আপনি তাকে জানালেন আপনার পকেটে মাত্র ৫০ টাকা আছে দুপুরে খাওয়ার জন্য, উনি ঐ টাকাটাও পেতে চাইবেন। টাকা দিলে দোয়া করবে, না দিলে অভিশাপ, দূর্নাম ! এমন মানুষ গ্রামে এখন ভরপুর, শহরেও আছে অবশ্য।
আমার এক দূরসম্পর্কের আত্মীয় (আত্মীয়া) কিছুদিন আগে (লকডাউনেরও বেশ আগে) একটা বড় অংকের নির্দিষ্ট টাকা উল্লেখ করে সাহায্য দাবী করেছিলেন যা আমার পক্ষে দেয়াও সম্ভব না, কম দিলেও কপালে জুটবে দূর্নাম। আজ আবার কল দিলেন। আমরা জানালাম আমরা সবাই অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ হইনি, বিশেষ করে আমি এতো অসুস্থ ছিলাম যে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েও ছিলাম। কয়েকদিন আগে অভিভাবকতূল্য এক নিকট আত্মীয়কে হারালাম করোনায়, আমাদেরকে ছায়া দিয়ে আগলে রাখেন এমন একজন এখনো হাসপাতালে ক্রিটিকাল সিচুয়েশানে আছেন। আমরা বাইরে যেতে পারছি না। এগুলো তাকে বোঝানোর চেষ্টা করলাম, উনার এগুলোতে আগ্রহই নেই, উনি একবার জানতেও চাইলেন না আমাদের কি হয়েছিল বা এখন কেমন আছি আমরা ! উনি জানালেন একটু সুস্থ হয়ে যেনো উনার দাবীকৃত টাকাটা দেই। টাকা দিলে উনি দোয়া করবেন যেনো আমরা সুস্থ হয়ে যাই।
দূর্ভাগ্যজনক হলেও সত্য এই হলো বর্তমান গ্রামের মানুষ। অনেকের ধারনা গ্রামের মানুষ সহজ-সরল, শহরের মানুষ জটিল। গ্রামে প্রায় ১৭ বছর ও বাকী জীবন শহরে থেকে আমার কাছে এই ধারনাটি এখন মেলে না। হয়তো অন্যদের গ্রামগুলো এমন নাও হতে পারে।
Related Posts

বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র! উন্নয়নের বুলিতে তা ঢাকা যাবে না
বিশ্বের কোন জাতি কতটা সভ্য তা নির্নয়ের একটা মাপকাঠি হলো তারা তাদের প্রতিবন্ধী ও দুর্বলRead More

A Hero Alom: A Real Bangladeshi Hero
A Hero Alom: One Man’s Dream-Fulfilling Power Can Be an Inspiration for All While theRead More

হিরো আলমঃ এক উনমানবের স্বপ্ন পূরনের শক্তি সবার জন্য অনুপ্রেরনা হতে পারে
সেবার যখন সাউথ এশিয়ায় বলিউডের শীর্ষ নায়ক সালমান খানের নাম পিছনে ফেলে নেটিজেনরা হিরো আলমেরRead More
Comments are Closed