
Inhumanity in the name or religion
মানুষ কতটা নিকৃষ্ট হলে অন্য মানুষদের আর্তনাদে আনন্দ পায়, মৃত্যুতে খুশি হয় !
ভারতে আজ ৩ লক্ষ ১৫ হাজার কোভিড রোগী সনাক্ত হয়েছে যেটা ভারত এবং বিশ্বের রেকর্ড। এর চেয়ে বেশী করোনা রোগী আগে কোন দেশে সনাক্ত হয়নি একদিনে। আমি এই নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। ভারত রাষ্ট্র হিসাবে আমাদের সঙ্গে বৈষম্য করলেও সেখানকার মানুষও আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তাদের দেশেও আমাদের মতো কোটি কোটি অভাবী গরীব মানুষ কষ্টে আছে। কোভিডে মৃত্যু তাদের সবার জন্য হৃদয় বিদারক। আক্রান্ত, এবং বিশেষ করে অক্সিজেন ও আইসিইউ এর অভাবে যারা ভুগছে, একটু শ্বাস নিতে যাদের জীবন বেরিয়ে যাচ্ছে তাদের প্রতি আমার ও সমস্ত মানবিক মানুষের কান্না চলে আসার কথা। দেশ, কাল, জাতি, ধর্ম, গোত্র বড় কথা নয়; তারাও আমাদের মতো মানুষ, সাধারন মানুষ।
তো ভারতের এই ৩ লক্ষ ১৫ হাজার আক্রান্তের খবর অনেক শুয়/রের বাচ্চার কাছে আনন্দের উপলক্ষ্য হয়েছে। এক ভদ্রলোক আছেন আমার লিস্টে, তার আমলনামা আমি জানি। জেহাদী জোশ নিয়ে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে আমার স্ট্যাটাসটি শেয়ার দিয়েছেন বিধর্মী দেশে করোনার বিস্তার বেড়ে যাওয়ায়। তার নীচে এই ভদ্রলোক কমেন্ট করেছেন এটা। নামটা ব্লার করে দিলাম। তাদের স্তরে নেমে তাদের প্রাইভেসীকে তো উন্মুক্ত করা আমার সাজে না।
মানুষ কতটা নিকৃষ্ট হলে অন্য মানুষদের আর্তনাদে আনন্দ পায়, খুশি হয়। মানুষ কতটা নীচে নামলে অন্য সাধারন মানুষের মৃত্যুতে আনন্দিত হয় ! বিধর্মীদের রোগে আক্রান্ত হওয়া, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া এদের কাছে উৎসবের মতো। ভারতে করোনা রোগী ও মৃত্যু বাড়া তাদের কাছে খুব খুশির খবর। এই বরাহ শাবকগুলো জানে না প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরও রক্ষা পায় না। এই সমস্ত মানুষ কি দিয়ে তৈরি ? এদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা নীচ হলে এই সমস্ত ইতর পয়দা করতে পারে ? আপনার শিশুকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছেন, আপনার ফিতরা, জাকাত, দানের টাকা কোথায় দিচ্ছেন এবং সেখানে কি তৈরি হচ্ছে সেটা ভেবে দেখবেন ! আপনার সন্তান কোন সর্বনাশা রাজনৈতিক মতাদর্শের সংস্পর্শে যাচ্ছে সেটাও এখন দেখাটা খুব জরুরী। এই সমস্ত ইতরদের সংস্পর্শে গেলে অন্যরাও ব্রেইন ওয়াশড হয়ে যেতে পারে।
এরা কিন্তু এক দুইজন নয়, লক্ষ লক্ষ এমন ইতর আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে !
Related Posts

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার
বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়
গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More
Comments are Closed