Corruption
Corruption and the People

Corruption and the People

বাংলাদেশের ১০০% মানুষই কি দুর্নীতিবাজ ? এও কি সম্ভব ?

বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা আমার মতো সততার সঙ্গে বুকে হাত দিয়ে বলতে পারবে তারা কোন দুর্নীতি করে না, অসততা করে না। দুর্নীতি যে শুধু সরকারের লোকজন করে, ব্যপারটা এমন নয়। আপনি অন্য একজনকে বঞ্চিত করে আপনার আপনজনকে কোন সুযোগ করে দিলে সেটাও দুর্নীতি, আবার আপনার কাজের সময়ে অন্য কাজ করলেও সেটা দুর্নীতি। এমন হিসাব করলে দেখবেন এই দেশের ৯০% মানুষই দুর্নীতিবাজ। যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু দুর্নীতি করে। যার সাধ্য আছে পাড়ার অভাবী লোকটিকে বঞ্চিত করে নিজের চাচাকে লিস্টে ঢুকিয়ে দেওয়ার, সে তাই করে। আপনার এলাকার নেতা অন্য জেলার একটা ব্রীজের টাকা কেটে নিয়ে আপনার এলাকায় ব্রীজ করছে, আপনি বাহবা দিচ্ছেন, এটাও দুর্নীতি। সন্তানের বা নিজের বয়স কমিয়ে দেখানো একটা দুর্নীতি যেটাতে কমবেশী সবাই জড়িত।

যার যতটুক ক্ষমতা সে ততটুক দুর্নীতি করে।ধরুন, যার এক বিঘা জমি আছে, সে যখন জমি চাষ করতে যায় তখন আইল কেটে অন্যের জমির ভিতরে ২ ইঞ্চি ঢুকিয়ে জমি চাষ করে, ফসল বুনে। তার ক্ষমতা ঐটুকু। যার আরেকটু বেশি ক্ষমতা সে আবার বোকা বানিয়ে, মিষ্টি খাইয়ে জমি লিখে নেয়, ভাই তার বোনকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করে। এভাবে সার্কেলে, অবস্থান ভেদে দুর্নীতির আকার বাড়ে। অর্থাৎ দেশের প্রায় ৯০% মানুষ কোন না কোন ভাবে দুর্নীতির সাথে জড়িত। বাকিদেরও বড় অংশ সুযোগের অভাবে ভাল।

ইঞ্জিনিয়ার, ডাক্তার, রিক্সাওয়ালা, মুদি দোকানি, ফেরিওয়ালা, ব্যাবসায়ী যে যার জায়গা থেকে তার ক্ষমতা অনুযায়ী দুর্নীতি করে।

এসব বন্ধ করার জন্য দরকার মানুষের সামাজিক, আর্থিক নিরাপত্তা, সুচিকিৎসা নিশ্চিত ও সম্পদের নিরাপত্তা প্রদান করা। এরপর দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা।সামাজিকভাবে দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে না উঠলে শুধু আইন করে দুর্নীতি দূর করা যাবে না। কারন যারা দুর্নীতি দূর করার দায়িত্ব পায় তারাও দুর্নীতির সুবিধাভোগী। যে লোভীগুলো দুর্নীতি করে প্রচুর টাকা উপার্জন করছে সবাই নিজে ও তার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন ধারনের জন্য করছে।

Related Posts

Extreme Poverty in Bangladesh

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার

বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

All Works are Honorable

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন

আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

The War on Ukraine

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়

গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

Comments are Closed