
Source of Covid 19 (Coronavirus)
মানুষের যৌন শক্তি বাড়ানোর আগ্রহ থেকেই কি আজ বিশ্বের এই ভয়াবহ অবস্থা ?
এটা প্যাঙ্গোলিন, একটা নিরীহ প্রাণী। অন্য অনেক কীটপতঙ্গের লার্ভা খেয়ে বেঁচে থাকে তারা। ধারনা করা হয় পৃথিবীব্যাপী এখন যে অতিমারী (প্যান্ডামিক), যার জন্য দায়ী করোনাভাইরাস সেটি এই প্রাণীর মাধ্যমেই ছড়িয়েছে মানুষের মাঝে। বাঁদুড়ের দেহ ভাইরাসের খনি, কোন এক ক্ষুদ্র বাঁদুড় থেকে এই করোনাভাইরাস প্যাঙ্গোলিনের দেহে গিয়েছিল। সেই প্যাঙ্গোলিন চায়নার এক বণ্যপ্রাণীর মার্কেট থেকে মানুষের শরীরে, এবং এখন যা সারা পৃথিবীর মানুষের জন্য এক সাক্ষাত মৃত্যুকূপ।
চায়না ও ভিয়েৎনামে প্যাঙ্গোলিনের মাংস ১২০০০-১৫০০০ টাকা কেজিতে বিক্রি হয়। মনে করবেন না ভোজনরসিক মানুষ তার খাদ্যের জন্য এই প্যাঙ্গোলিনের মাংস খায়। তারা বিশ্বাস করে এর মাংস কিডনীর জন্য খুব উপকারী। তবে তাও মূল কারন নয়, মূল কারন তারা মনে করে এই মাংস তাদের যৌন ক্ষমতা বাড়ায় অনেক। এই একটু বেশী সময় ধরে যৌনতা করার লোভে মানুষ সারা পৃথিবীকে বিপদে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়েছে ও নিচ্ছে।
করোনাভাইরাস এরই মধ্যে নিজের শরীরে হাজার হাজার বিবর্তন ঘটিয়েছে। দূর্বল ভ্যারিয়েন্টগুলো হারিয়ে গেছে আর শক্তিশালীগুলো টিকে আছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একের পর এক। যেমন এখন দক্ষিন আফ্রিকান স্ট্রেইন ! মারাত্মক সংক্রামক। ভারতীয় ভ্যারিয়েন্টও এখন খুব ভয়ংকর।
বর্ডার এলাকার মানুষ সাবধান! কোনভাবে যদি ভারতীয় ভ্যারিয়েন্ট একবার বাংলাদেশে ঢোকে তবে কিন্তু একেবারে ডিজাস্টার হয়ে যাবে। ভারতে এখন প্রতিদিন প্রায় তিন লক্ষের কাছাকাছি রোগী সনাক্ত হচ্ছে। বাংলাদেশে এই রেশিওতে টেস্ট করার ক্যাপাসিটিও নেই। সুতরাং বুঝতেই পারছেন নিজেদের সতর্ক হওয়া ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই। বিশেষ করে এখন নিজেদের স্বার্থেই ইন্ডিয়া-বাংলাদেশ বর্ডারের এপার-ওপার করা বাদ দেয়া উচিৎ কঠোরভাবে। কেউ যদি অবৈধভাবে ভারত-বাংলাদেশ যাতায়াত করে এখন তাকে সমাজচ্যূত করে নির্জন এলাকায় নির্বাসন দেয়া ছাড়া কোন বিকল্প নেই।
গৃহপালিত নয় এমন বণ্যপ্রাণী ধরে খাওয়া, পোষা মানুষদের শ্যূট করা ছাড়া পৃথিবীর মানুষ নিরাপদ হবে না আগামীতেও। চায়না এলাকার মানুষেরা তাদের যৌন শক্তি বাড়ানোর জন্য এর আগে বাঘসহ অনেক প্রজাতির প্রাণী একেবারেই ধ্বংস করেছে। এখনো বিশ্বে বণ্যপ্রাণী পাচার হয় তাদের এই আগ্রহের জন্য।
Related Posts

ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !
ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More

ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার পশ্চাৎযাত্রা
বাংলাদেশে সাইন্সের স্টুডেন্টদের অবস্থা খুবই শোচনীয়। সারাবছর বিজ্ঞানের জাহাজ মাথায় নিয়ে ঘুরবে, কিন্তু বিশ্বাস করবেRead More

সি সেকশান বা সিজারিয়ান প্রক্রিয়ায় বাচ্চা জন্মদানে বিবর্তন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে
বিবর্তনবাদ তত্ত্ব বলছে যে, মানুষ আর পথিবীর বুকে চরে বেড়ানো অন্যান্য বাদঁর কিংবা বন-মানুষেরা অনেকRead More
Comments are Closed