
Satire: Mr Katemul
লাঠিয়াল সরদার কাতেমুল সাহেবের সব স্ত্রীর একটাই নাম মাহিমা খাইয়েতা
লাঠিয়াল সরদার কাতেমুল সাহেবের আজ জেল থেকে মুক্তির দিন।
জেলার জিজ্ঞেস করলেন ‘যিনি আপনাকে রিসিভ করতে আসবেন তার নাম কি ?’
কাতেমুল সাহেব জবাব দিলেন ‘আমার স্ত্রী মাহিমা খাইয়েতা।’
এর কিছুক্ষন পরে দেখা গেল একে একে ৫/৬ নারী এসে হাজির। জেলার সবার নাম জিজ্ঞেস করলেন। কেউ নাম বলে সানি লিওনি, কেউ বলে মিয়া খলিফা, অন্যরাও যার যার নাম বলে। সবাই কাতেমুল সাহেব কে নিতে এসেছেন।
জেলার পড়ে গেল মহা ধান্ধায়। জেলার কাতেমুল সাহেবের কাছে ফিরে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন ‘আপনি তো বললেন আপনাকে রিসিভ করতে আপনার স্ত্রী মাহিমা খাইয়েতা আসবেন। এই নামে তো কেউ আসেনি, যারা এসেছেন তাদের ভিন্ন ভিন্ন নাম, ৫/৬ জন এসেছেন মোট।’
কাতেমুল সাহেব একটু হেসে জবাব দেন ‘আমার সব স্ত্রীরই প্রকৃত নাম মাহিমা খাইয়েতা, আদর করে সবাইকে আলাদা আলাদা নামে ডাকি, ওরা মনে হয় সেগুলো বলেছে।’
এমন সময় বাইরে শোরগোলের শব্দ পাওয়া গেল। সহকারী জেলার ছুটে এসে জানালেন ‘এইমাত্র এক মধ্যবয়স্কা নারী এসে জানিয়েছিলেন তার নাম মাহিমা খাইয়েতা, কিন্তু কাতেমুল সাহেব কে রিসিভ করতে আসা ৫/৬ জন অন্য নারীকে দেখে উনি জ্ঞান হারিয়েছেন।’
কাতেমুল সাহেব জেলার সাহেব কে বললেন ‘দয়া করে তার কানের কাছে মুখ নিয়ে একটু বলবেন মাঝখান দিয়ে অন্য কিছু মনে না করতে, এগুলো সব অন্যদের স্ত্রী, তাহলে জ্ঞান ফিরতে পারে।’
[ Pic, CC BY-SA 2.0 ]
Related Posts

Was this unexpected victory of Shibir in the DUCSU election actually expected?
At Dhaka University, Shibir is winning simply by securing votes – that’s the reality. AcrossRead More

ডাকসু নির্বাচনে শিবিরের এই অপ্রত্যাশিত বিজয় কি প্রত্যাশিতই ছিল?
ঢাকা ইউনিভার্সিটিতে শিবির ভোট পেয়েই জিতছে, এটাই বাস্তবতা। বাংলাদেশের সবক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু না কিছু ভুলRead More

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল
২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More
Comments are Closed