
Keep away from Fraud Business !
সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে, এখনো খাচ্ছে, আগামীতেও খেতে থাকবে
আপনি ১০০ জনের কাছ থেকে কোন একটি পণ্যের জন্য ১,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা নিলেন । নিয়ে ৫ জনকে পন্যটি দিলেন। আপনার কাছে থেকে গেল বাকি ৯৫,০০০ টাকা । এই ৯৫ জন বসে রইলেন পন্যের আশায়। বাকি ৫ জনের কাছে শুনে আরও ১০০ জন পণ্যের জন্য ১,০০০ টাকা করে আরও ১,০০,০০০ টাকা দিলো। এখন আপনার কাছে মোট ১,৯৫,০০০ টাকা রইল। এভাবে কয়েক রাউন্ড চালাতে পারলেই আপনার কাছে উড়াল দেয়ার মত যথেষ্ট টাকা জমে যাবে। আপনারা যারা অর্ডার করে জিনিস পেয়েছেন তারা এই ৫ জনের মধ্যে পড়েন। বাকি ৯৫ জন কিন্তু প্রতারিত হয়েছেন বা হতে যাচ্ছেন।
পণ্যের দাম যখন বেশী কম বা অস্বাভাবিক অফার থাকবে তখন বুঝতে হবে “ডাল মে কুছ কালা হ্যায়”। স্বল্প সময়ের জন্য হলে কথা ছিল না কিন্তু দিনের পর দিন অসংখ্য অস্বাভাবিক মূল্যছাড় সম্ভব না। এখানে অবশ্যই কোন ঘাপলা আছে। আজ না হলেও তা কাল বা পরশু বের হবে। সময় থাকতে সাবধান হওয়াই ভালো। আপনার টাকা মেরে একদিন ঠিকই বিদেশ উড়াল দিলে অবাক হবেন না। শুধু বিদেশ উড়াল দেবার রাস্তা প্রস্তুতিতে যতটা সময় দরকার !
সবসময় দেখা যায় এ সমস্ত অস্বাভাবিক লোভের ফাঁদে পড়ে অনেক তথাকথিত শিক্ষিত মানুষ। তাদের কিছু কিছু আবার সাময়িক সুবিধা পেয়ে ওদের পক্ষে সাফাই গেয়ে গলা ফাটায়। ডেসটিনির এমন মূর্খ দালাল যেমন দেখেছি, দেখেছি ডোল্যান্সার নামক ক্লিক সাইটের দালালও। ২০১১ সালে আইটি’র নামে ফ্রড ব্যবসা শুরু করলে আমি ও আমরা অনেক লিখতাম। তখন কিছু কিছু ছাগল এই বলে প্রচার চালাতো, আমরা ডোল্যান্সার থেকে অনৈতিক সুবিধা চেয়ে পাইনি বলে তাদের বিরুদ্ধে প্রচার চালাই। বর্তমানে মালয়েশিয়া প্রবাসী এক কামলা ছাগল ছিল একজন, ত্রিদিব পাল না কি বাল যেনো নাম।
সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে। এখনো খাচ্ছে। আগামীতেও খেতে থাকবে। এই চক্র শেষ হবে না।
Related Posts

অপেশাদার মানুষের মাধ্যমে তৈরি অরক্ষিত বিদ্যুৎ লাইনের জন্য আর কত প্রাণ যাবে ?
সাম্প্রতিক সময়ের কয়েকটি সংবাদ শিরোনামঃ “ভাত খেতে রান্নাঘরে ঢুকতেই বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু”“চাটমোহরে ফ্যান চালুRead More

বজ্র আঁটুনি, ফস্কা গেরো ! এই দেশের সেকেলে সিস্টেম ‘শক্তের ভক্ত, নরমের জম’
আমার ইস্টার্ণ ব্যাংকের একটা প্রিপেইড এ্যাকোয়া মাস্টারকার্ড আছে যেটা দিয়ে একজন মানুষের বছরে ভ্রমনের জন্যRead More

চারপাশে দুর্নীতির মেলা বসছে – তা নিয়ে ওনাদের সমস্যা নাই, যতো সমস্যা মেয়েদের ড্রেস নিয়ে
কে কি পোশাক পরবে, কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে বিয়ে করবে, কার সঙ্গে শোবে এগুলোRead More
Comments are Closed