
Gratefulness of Life !
মানুষ মানুষের জন্য ভাবে বা কারো স্বপ্নের পাশে দাঁড়ায় এটাই তো মানুষের সৌন্দর্য্য
প্রায় ১০ বছর আগের কথা। আমার তখন কোন ক্রেডিট কার্ড ছিল না, এখনো নেই। একটি ডেবিট কার্ড থাকলেও সেটা দিয়ে ইন্টারন্যাশনালি ডলারে পেমেন্ট করা যেতো না, এখনো যায় না। বাংলাদেশ থেকে বিদেশে এই সমস্ত টুকটাক পেমেন্ট করা যে কত কঠিন তা যারা ভুক্তভোগী তারা জানেন, বাংলাদেশ ব্যাংকের কিছু উদ্ভট নিয়ম-নীতি আছে।
আমার কিছু আইডিয়া বাস্তবায়ন করার জন্য একটি/দুইটি ডোমেইন কেনা প্রয়োজন। হোস্টিংও। কিন্তু কিভাবে কিনব ? আমার যে ডলারে পেমেন্ট করার কোন উপায় নেই। হোস্টিং নয়, সরাসরি আমেরিকার ফ্লোরিডার এক ডাটাসেন্টারে ই-মেইল করলাম। একটা ভিপিএস চেয়ে বসলাম, পেমেন্ট নিয়ে আমার অক্ষমতার কথা তাকে জানালাম, আমি যে এই ভিপিএস টুকটাক কিছু সোস্যাল কাজেও ব্যবহার করবো সেটাও জানালাম। তারা খুশিমনে আমাকে একটি ভিপিএস দিলেন। সেই ভিপিএস এর মাসিক প্রাইস ৫৪ ডলার। সেই থেকে এখন পর্যন্ত সেটা আমাকে ফ্রি’তেই দিয়েছেন। গতবছর নভেম্বরে একটা ই-মেইল দিয়ে আমাকে জানান, সেন্ট ওএস ৬ এ চলা তাদের লিগাসি ভিপিএসগুলো তারা ক্লোজ করে দিবে এ বছরের নভেম্বরের ৩০ তারিখে।
ভিপিএসটির সঙ্গে আমার একটা প্রেম তৈরি হয়েছিল। ৩০ তারিখ পার হয়ে গেছে, তারা ডাটা সরিয়ে নেয়ার জন্য ১২ তারিখ পর্যন্ত চালু রেখেছে। এই ক’বছরে আমি অনেক ডেডিকেটেড সার্ভার ব্যবহার করেছি প্রতি মাসে ২০০/৩০০ ডলার খরচ করে কিন্তু ঐ ভিপিএস টা আমার কাছে এক বড় আবেগের জায়গা। সময়ের কন্ঠস্বসর তার ৩০০ ভিজিটর থেকে প্রতিদিন ৮০,০০০/১০০,০০০ হওয়ার সময়টাতে দীর্ঘদিন ছিল এই ভিপিএস এ। কলারোয়া নিউজ, আওয়ার নিউজ, হোম সাতক্ষীরা, ডি ফাইভ ক্রিয়েশান এমন অনেক সাইটও এই ভিপিএস দিয়ে শুরু করে চমক দেখিয়েছে। যাইহোক, কিছুই করার নেই। অসীম কৃতজ্ঞতা জানাই আমেরিকার সেই কোম্পানির প্রতি যারা আমাকে এই এতোদিন পর্যন্ত প্রতিমাসে ৫৪ ডলারের সার্ভিস একেবারে ফ্রি’তে দিয়েছে।
ঠিক একই সময়ে একই পরিস্থিতি লিখে কানাডার এক কোম্পানির কাছে একটা সফটওয়্যার চেয়েছিলাম লাইফটাইমের জন্য, সার্ভার কন্ট্রোল প্যানেল। তারাও আমাকে ঐটা দিয়েছিলেন। সেটা আমি আজীবন ব্যবহার করতে পারবো। সেই সময়ে লাইফটাইম প্রাইস ছিল ৩০০ ডলার। এখন মাসে প্রায় ৩৫ ডলার প্রাইস সেটার। তাদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই আমার।
আমি দেশেও যে ২/৩ টি প্রতিষ্ঠানে জব করেছি, বিশেষ করে শেষের দিকে দীর্ঘদিন যে প্রতিষ্ঠানে ছিলাম তারাও আমাকে অশেষ ভালবাসা ও সুবিধা দিয়েছেন। কিছু কিছু কৃতজ্ঞতার ভার সারাজীবন বয়ে বেড়াতে হয়। তবে সেটা আনন্দের, গর্বের। মানুষ মানুষের জন্য ভাবে বা কারো স্বপ্নের পাশে দাঁড়ায় এটাই তো মানুষের সৌন্দর্য্য।
Related Posts

কোরান কি আসলেই নির্ভুল? বৈজ্ঞানিকরা কি কোরান নিয়ে গবেষণা করেন?
পাকিস্তানের এক তথাকথিত স্কলার একবার জীন দিয়ে বিদ্যূৎ উৎপাদন নিয়ে গবেষণা করেছিলেন নাকি! মোল্লা তারিকRead More

ইসলামের স্বার্থে মিথ্যা, প্রতারনা তথা তাকিয়াবাজি বৈধ !
গবাদিকূল পারেও। জান্নাত জুবাইর নামের এই মেয়ে নাকি বলিউডে অভিনয় করে, আমি জানিনা। ধূর্ত গবাদগুলোRead More

“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে”
“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে” তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।Read More
Comments are Closed