
Why EID is not for me ?
কি করবো বলেন ? এত না পাওয়ার ভীড়ে ঈদ মোবারক আমার আসে না ভাই !
সকল মৃত মানুষকে ঈদের শুভেচ্ছা।
বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা, ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষেরা, স্যালাইন নেয়া বৃদ্ধরা, এ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গোরস্থানে যাওয়া পরিবার গুলোকে কেমন করে ঈদের শুভেচ্ছা দেই ? করোনার সঙ্গে লড়াই করতে করতে যে মানুষগুলো পৃথিবীর শেষ অক্সিজেনটুকু নেয়ার জন্য জীবনের সর্বশক্তি প্রয়োগ করছে, যাদের পরিবারের কেউ হাসপাতালে জায়গা না পেয়ে গাছতলায় পেতেছে শয্যা তাদের জন্য ঈদ কোন বার্তাই নিয়ে আসবে ? যারা প্রিয়জন হারিয়েছেন, যাদের প্রিয়জন পৃথিবীতে টিকে থাকার জন্য নিজের হৃদপিন্ডকে কয়েকগুণ বেশী শক্তিতে চালিত করতে চাইছেন তারা কিভাবে ঈদের শুভেচ্ছা নিবে ? যে শিশুটি অপরিনত বয়সে জন্মে আইসিইউ বেডে কাতরাচ্ছে, তার কাছে এই পৃথিবীর কোন ঈদ আসবে কিনা তার কোন ঠিক নেই, তাকে কিভাবে ঈদের শুভেচ্ছা দেই ?
আজ একটু আগে যারা ফেরীতে পার হতে গিয়ে গাদাগাদি ভীড়ের মাঝে চ্যাপ্টা হয়ে বা অক্সিজেন স্বল্পতায় প্রাণ হারিয়েছেন, জ্ঞান হারিয়েছেন; তাদের জন্য বা তাদের পরিবারের জন্য কিভাবে খুশির বার্তা ছড়াই ? সেটা কি সম্ভব ? আজ রাতে বা কাল সকালে যাদের পরিবার থেকে কেউ চিরতরে বিদায় নিবে সেই পরিবারগুলোকে কেমন করে ঈদের শুভেচ্ছা দেই ?

কারাগারে থাকার অপরাধে যে বাবা দশ বছর ধরে তার ছেলেকে নিয়ে নামাজ পড়তে পারছে না, আদরের মেয়েকে একটি জামা কিনে দিতে পারছে না সেই পরিবারকে কেমন করে আমি ঈদের শুভেচ্ছা দেই ?
ঈদের দিন আনন্দ করলে, ঈদের পরের দিন যেসব দিনমজুরের পরিবারকে না খেয়ে থাকতে হবে, সেই পরিবারকে কেমন করে আমি ঈদের শুভেচ্ছা দেই ?
আপনার স্বজন ও জনপদকে সুস্থ ও সুন্দর রাখার জন্য যেসব ডাক্তার, নার্স, পুলিশ, আনসার, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট প্রভৃতির সেবাকর্মীরা সারাদিন ব্যস্ত থাকবে তাদের কি বলে ঈদের খুশির কথা জানাবো ?
কাবুলে যে পরিবারগুলো তাদের স্কুলফেরৎ ফুটফুটে কন্যাশিশুদের হারিয়েছে, যে শিশুরা হাসপাতালে কাতরাচ্ছে, যে শিশুগুলোর প্রাণ নিভে গেছে তাদের কি বলে ঈদ মোবারক বলবো ?
ভারতের যে হতভাগ্য মানুষগুলোর শেষকৃত্য একটু আবেগ দিয়ে না করে নদীতে ফেলে দেয়া হয়েছে পৃথিবীর উচ্ছিষ্ট মনে করে, তাদের এই শেষ অসম্মানকে মাথায় নিয়ে কিভাবে মানবজাতি সুখের উৎসব করবে ?
ইসরায়েলের আঘাতে যারা ফিলিস্তিনে আহত ও নিহত হচ্ছে প্রতিনিয়ত, হামাসের রকেট হামলায় ইসরায়েলের শহরগুলোর যে নিরীহ মানুষগুলো আহত, নিহত হলো তাদের কাছে খুশির বার্তা পৌঁছানোর কোন মাধ্যম আমার জানা নেই।
যে নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানটি নিজে লেখাপড়ার খরচ জোগাড় করে পরিবারের সবার জন্য কিছু না কিছু কিনে বাড়ি ফিরছে তার নিজের পুরানো পাঞ্জাবিটা পরে সে যখন খুশি বিলাতে যাবে তখন তার মলিন মুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্ট-কান্নার ফোঁটা আমার ঈদের খুশিকে ধুয়ে সাফ করে দেয়।
কি করবো বলেন ? ঈদ মোবারক আমার আসে না ভাই !
Related Posts

কোরান কি আসলেই নির্ভুল? বৈজ্ঞানিকরা কি কোরান নিয়ে গবেষণা করেন?
পাকিস্তানের এক তথাকথিত স্কলার একবার জীন দিয়ে বিদ্যূৎ উৎপাদন নিয়ে গবেষণা করেছিলেন নাকি! মোল্লা তারিকRead More

ইসলামের স্বার্থে মিথ্যা, প্রতারনা তথা তাকিয়াবাজি বৈধ !
গবাদিকূল পারেও। জান্নাত জুবাইর নামের এই মেয়ে নাকি বলিউডে অভিনয় করে, আমি জানিনা। ধূর্ত গবাদগুলোRead More

“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে”
“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে” তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।Read More
Comments are Closed