
Players or Scientists ?
খেলোয়ার, সিনেমা স্টার নাকি রিজ্ঞানী গবেষকেরা ? মানুষের রিয়েল হিরো কারা ?
ফুটবলার ত্রিস্টিয়ানো রোনালদো ঘরে থেকে বিরক্ত হয়ে ৯০ কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন। তাহলে তার আয় কতটাকা ভেবে দেখুন একবার। এই টাকা দিয়ে একটা দেশে মানুষের জীবন বাঁচানো ২৫০ টি ভেন্টিলেটর কেনা যেতো। যে বিজ্ঞানী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করছেন তার সারাজীবনের আয় হয়তো ৯০ কোটি টাকা হবেনা। কিন্তু বিপদের দিনে তিনি আপনার কাজে লাগছেন। এই ক্রিস্টিয়ানো রোনালদো, শহরুখ খান, বিরাট কোহলি এদের এত টাকা কারা দিয়েছে ? ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আমরা দিয়েছি। ঘন্টা দু’ঘন্টা বিনোদনের জন্য আসলে আপনারা কত খরচ করবেন সেটা ভেবে দেখেন। এই খেলোয়ার, বিনোদন দূনিয়ার তারকারা আপনাকে বাঁচাতে কিছু করতে পারছে না, অথচ আপনাদের মাথায় তারা থাকে সবসময়। আপনারা যদি একজন গবেষককে, একজন শিক্ষককে, একজন ডাক্তারকে এমন হিরো বানিয়ে রাখতেন, তার পরিবারের দায়িত্ব নিতেন, তাকে একটু বেশী সম্মান দিতেন, তাকে যদি মাথায় তুলে রাখতেন তাহলে তারা বিজ্ঞান গবেষণায় আরো মনোনিবেশ করতে পারতেন, অন্যরাও উৎসাহিত হতেন বিজ্ঞান গবেষণায়। বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু তার জন্য বেশী মূল্য দিবেন নাকি বিজ্ঞান গবেষণায় বেশী মূল্য দিবেন সেটা ভেবে দেখুন। আপনার রিয়েল হিরো আসলে কারা ?
যে এসি কারেন্টের দুনিয়ায় আপনি বাস করেন, যে বিদ্যুৎ না হলে আপনার জীবন অচল হয়ে যাবে, কোটি কোটি মানুষকে বাঁচানো যাবে না সেই এসি বিদ্যুতের আবিষ্কারক নিকোলা টেসলার কথা আপনারা জানেন ? তার জীবনের নিদারুন অসম্মান, অবহেলা, অনাদরের গল্পগুলো আপনারা জানেন ? না জানলে গুগল করে জেনে নিবেন। টেসলা কিন্তু কারো হিরো হয়নি, তার নিজের জীবদ্দশাতেও মানুষের সম্মান, ভালবাসা পায়নি।
Related Posts

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়
গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

বাংলাদেশের ১০০% মানুষই কি দুর্নীতিবাজ ? এও কি সম্ভব ?
বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা আমার মতো সততার সঙ্গে বুকে হাত দিয়ে বলতে পারবেRead More
Comments are Closed