 
						Rural and Urban People
গ্রাম ও শহরের মানুষঃ গ্রামের মানুষ কি এখনো সেই সহজ-সরল আছেন ?
বাংলাদেশের এই গ্রাম আর সেই গ্রাম নেই। প্রকৃতি হয়তো একই আছে কিন্তু মানুষগুলো অনেক বদলে যাচ্ছে। কারন যাই হোক, এককালের সহজ সরল গ্রামের মানুষ এখন অনেক স্বার্থপর। ভিলেজ পলিটিক্স তো বরাবরই খুব ভয়ংকর, আগেও, এখনও। এর সঙ্গে যোগ হয়েছে স্বার্থপরতা !
আমি গ্রামে মানুষ হলেও এখন আর গ্রাম আমাকে টানে না, ৩ বছর হয়ে গেল গ্রামে যাই না, বাড়িঘর সব ফেলানো। আমার বাবা-মা, বোন ও তার পরিবার থাকেন দেশের বাইরে। এক চাচা ও তার পরিবার ঘরবাড়ি ও অন্য যা আছে তা দেখাশোনা করেন। তারা যেতে বলেন সবসময়, তাও যাওয়ার ইচ্ছা হয়না গ্রামের মানুষদের কারনে।
গ্রামের মানুষ এখন কেমন ? যাদের অভিজ্ঞতা নেই তাদের ধারনা হয়তো ভিন্ন, একদিন গিয়ে তারা উচ্চাশা পোষণ করতে পারেন। কিন্তু বাস্তবতা অন্যরকম। ধরেন আপনার কাছে একজন টাকা চাইলো, আপনি তাকে জানালেন আপনার পকেটে মাত্র ৫০ টাকা আছে দুপুরে খাওয়ার জন্য, উনি ঐ টাকাটাও পেতে চাইবেন। টাকা দিলে দোয়া করবে, না দিলে অভিশাপ, দূর্নাম ! এমন মানুষ গ্রামে এখন ভরপুর, শহরেও আছে অবশ্য।
আমার এক দূরসম্পর্কের আত্মীয় (আত্মীয়া) কিছুদিন আগে (লকডাউনেরও বেশ আগে) একটা বড় অংকের নির্দিষ্ট টাকা উল্লেখ করে সাহায্য দাবী করেছিলেন যা আমার পক্ষে দেয়াও সম্ভব না, কম দিলেও কপালে জুটবে দূর্নাম। আজ আবার কল দিলেন। আমরা জানালাম আমরা সবাই অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থ হইনি, বিশেষ করে আমি এতো অসুস্থ ছিলাম যে কয়েকবার অজ্ঞান হয়ে পড়েও ছিলাম। কয়েকদিন আগে অভিভাবকতূল্য এক নিকট আত্মীয়কে হারালাম করোনায়, আমাদেরকে ছায়া দিয়ে আগলে রাখেন এমন একজন এখনো হাসপাতালে ক্রিটিকাল সিচুয়েশানে আছেন। আমরা বাইরে যেতে পারছি না। এগুলো তাকে বোঝানোর চেষ্টা করলাম, উনার এগুলোতে আগ্রহই নেই, উনি একবার জানতেও চাইলেন না আমাদের কি হয়েছিল বা এখন কেমন আছি আমরা ! উনি জানালেন একটু সুস্থ হয়ে যেনো উনার দাবীকৃত টাকাটা দেই। টাকা দিলে উনি দোয়া করবেন যেনো আমরা সুস্থ হয়ে যাই।
দূর্ভাগ্যজনক হলেও সত্য এই হলো বর্তমান গ্রামের মানুষ। অনেকের ধারনা গ্রামের মানুষ সহজ-সরল, শহরের মানুষ জটিল। গ্রামে প্রায় ১৭ বছর ও বাকী জীবন শহরে থেকে আমার কাছে এই ধারনাটি এখন মেলে না। হয়তো অন্যদের গ্রামগুলো এমন নাও হতে পারে।
Related Posts
 
 
								In the Shadow of Famine: Bengali Food Habits – History, Practice, and Bodily Burden
About 10-12 days ago.I went to a large wholesale store, where products are usually soldRead More
 
 
								দূর্ভিক্ষের ছায়ায় বাঙালির খাদ্যাভ্যাসঃ ইতিহাস, অভ্যাস ও শরীরের দায়
প্রায় ১০-১২ দিন আগের ঘটনা। একটি বড় বিপণিবিতানে গিয়েছিলাম, যেখানে সাধারণত বক্স ধরে পণ্য কিনতেRead More
 
 
								Are religion, country, race, patriotism, and nationalism all racist concepts?
The only uncontacted human tribe left in the world today are the Sentinelese of NorthRead More

Comments are Closed