Public Toilet and the Women

Scarcity of Public Toilet and the Women

২০১৪ সালে ভারতে ১১০০০ ধর্ষণ কম হতো যদি তাদের টয়লেট থাকতো

“এখানে প্রশ্রাব করবেন না” নোটিশের সংখ্যার তুলনায়, পাবলিক টয়লেটের সংখ্যা কত ?

এইযে এখানে প্রশ্রাব করবেন না, করলে জরিমানা বা আবালীয় উদ্ভাবন আরবী হরফে দেওয়াল লিখনে প্রশ্রাব করা ঠেকানো – এগুলো কেন প্রয়োজন হয় ? বাংলাদেশ, ভারতের আপামর মানুষ কাঁচা/পাকা টয়লেট ব্যবহার শিখেছে এইতো সেদিন। কিন্তু মানুষের তো এই প্রাকৃতিক চাপ আসবেই। কি করবে মানুষ শহরে ? কোথায় যাবে ? বিশেষ করে নারীরা কি করবে ?

আমাদের দেশে ঢাকার কথাই যদি বলি, মেয়েদের প্রেশার চেপে রাখতে হয় প্রায় সারাদিন যদি বাইরে বের হয়। অনেক দূরে দূরে পাবলিক টয়লেট আছে যদিও, সেগুলো এত নোংরা ও দূর্গন্ধযুক্ত থাকে যে সেখানে কেউ যেতে চায় না। এই এক কারনে আমাদের দেশের অনেক কর্মজীবী নারী শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রস্রাবে ইনফেকশান, কিডনি, মূত্রথলিতে পাথর সহ আরো অনেক রোগে আক্রান্ত হয়ে পড়েন শুধু প্রয়োজনমতো পরিচ্ছন্ন ও নিরাপদ পাবলিক টয়লেট না থাকার কারনে। অনেক প্রতিষ্ঠানে ২/৪ টা টয়লেট থাকলেও তার ১ টা বাদে বাকীগুলো কর্মচারীরা নিজেদের জন্য তালাবদ্ধ করে রাখেন। আবার সাধারন মানুষও মনে করেন তিনিই শেষ মানুষ যিনি টয়লেটে যাচ্ছেন, এর পরে আর কেউ যাবেনা, এতটাই নোংরা অবস্থায় রেখে যান।

ভিডিওর মতো এই প্রতিবাদগুলো অনেকে অশোভন মনে করতে পারেন কিন্তু কর্তৃপক্ষ নামের চিরঘুমে আচ্ছন্নদের জাগানোর জন্য এগুলোর প্রয়োজন।

Related Posts

Is Bangladesh a Failed State

বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র! উন্নয়নের বুলিতে তা ঢাকা যাবে না

বিশ্বের কোন জাতি কতটা সভ্য তা নির্নয়ের একটা মাপকাঠি হলো তারা তাদের প্রতিবন্ধী ও দুর্বলRead More

Hero Alom

A Hero Alom: A Real Bangladeshi Hero

A Hero Alom: One Man’s Dream-Fulfilling Power Can Be an Inspiration for All While theRead More

Hero Alom

হিরো আলমঃ এক উনমানবের স্বপ্ন পূরনের শক্তি সবার জন্য অনুপ্রেরনা হতে পারে

সেবার যখন সাউথ এশিয়ায় বলিউডের শীর্ষ নায়ক সালমান খানের নাম পিছনে ফেলে নেটিজেনরা হিরো আলমেরRead More

Comments are Closed