
Men and Women - All are Human Being
একজন নারী বা পুরুষ ২ জনের সঙ্গে হ্যান্ডশেক আসলে কোন পার্থক্য করার বিষয় নয়
জার্মান আদালত তার রায়ে লেবানিজ এক ডাক্তারের নাগরিকত্বের দাবী প্রত্যাখ্যান করেছেন। ঐ ডাক্তারের নাগরিকত্বের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল। একদিন তার ডাক পড়ে অফিস থেকে। জার্মানদের রেওয়াজ হলো কাউকে অভ্যর্থনা জানাতে ও বিদায় দিতে হ্যান্ডশেক করা হয়। কিন্তু ঐ গোঁড়া ডাক্তার ভদ্রলোক নারী অফিসারের সঙ্গে হ্যান্ডশেক করে নাগরিকত্বের সার্টিফিকেট নিতে রাজী ছিলেন না। পরে বিষয়টি আদালতে গড়ায়। আদালত তার পর্যবেক্ষনে বলেন, জার্মানিতে নাগরিক হতে গেলে বা সেখানে বসবাস করতে হলে নারী-পুরুষ সবাইকে মানুষ হিসাবে বিবেচনা করতে হবে। একজন নারী বা পুরুষ ২ জনের সঙ্গে হ্যান্ডশেক আসলে কোন পার্থক্য করার বিষয় নয়। এই পার্থক্য করার অর্থ হলো নারীকে যৌনযন্ত্র দৃষ্টিভঙ্গিতে দেখা।
The Administrative Court of Baden-Württemberg (VGH) ruled that someone who rejects a handshake due to a “fundamentalist conception of culture and values” because they see women as “a danger of sexual temptation” was thereby rejecting “integration into German living conditions.”
German Court
————–
শোনা যায় জার্মানিতে যারা শরনার্থী হয়ে গিয়ে জার্মানদের দয়ায় বেঁচে আছে তাদের অনেকে আবার জার্মান নারীদের পোশাকের সবক দেয়। বাসে, ট্রেনে, পার্কে ছেলে-মেয়েদের অন্তরঙ্গ বসাকে টিপ্পনি কাটে। শরনার্থী শিবিরে যাওয়া সাহায্যকর্মী নারীদেরকেও ভাল পোশাক পরে যাওয়ার পরামর্শ দেয়। আসলে যাদের মনে যা থাকে সেটা ফাল দিয়ে উঠবেই। নারীকে একজন মানুষ হিসাবে না দেখে তারা দেখে চলন্ত একটা যৌনবস্তু হিসাবে, তাদের বিবেচনায় সঠিক পোশাক না পরলে সেই নারীকে যৌন হেনস্থা করাকে তারা অধিকার মনে করে। স্যাড বাট ট্রু। মডারেটরা যে বালই বলুক, যত ত্যানা প্যাঁচাক এটা সত্য।
Related Posts

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার
বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়
গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More
Comments are Closed