
Scarcity of Public Toilet and the Women
২০১৪ সালে ভারতে ১১০০০ ধর্ষণ কম হতো যদি তাদের টয়লেট থাকতো
“এখানে প্রশ্রাব করবেন না” নোটিশের সংখ্যার তুলনায়, পাবলিক টয়লেটের সংখ্যা কত ?
এইযে এখানে প্রশ্রাব করবেন না, করলে জরিমানা বা আবালীয় উদ্ভাবন আরবী হরফে দেওয়াল লিখনে প্রশ্রাব করা ঠেকানো – এগুলো কেন প্রয়োজন হয় ? বাংলাদেশ, ভারতের আপামর মানুষ কাঁচা/পাকা টয়লেট ব্যবহার শিখেছে এইতো সেদিন। কিন্তু মানুষের তো এই প্রাকৃতিক চাপ আসবেই। কি করবে মানুষ শহরে ? কোথায় যাবে ? বিশেষ করে নারীরা কি করবে ?
আমাদের দেশে ঢাকার কথাই যদি বলি, মেয়েদের প্রেশার চেপে রাখতে হয় প্রায় সারাদিন যদি বাইরে বের হয়। অনেক দূরে দূরে পাবলিক টয়লেট আছে যদিও, সেগুলো এত নোংরা ও দূর্গন্ধযুক্ত থাকে যে সেখানে কেউ যেতে চায় না। এই এক কারনে আমাদের দেশের অনেক কর্মজীবী নারী শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রস্রাবে ইনফেকশান, কিডনি, মূত্রথলিতে পাথর সহ আরো অনেক রোগে আক্রান্ত হয়ে পড়েন শুধু প্রয়োজনমতো পরিচ্ছন্ন ও নিরাপদ পাবলিক টয়লেট না থাকার কারনে। অনেক প্রতিষ্ঠানে ২/৪ টা টয়লেট থাকলেও তার ১ টা বাদে বাকীগুলো কর্মচারীরা নিজেদের জন্য তালাবদ্ধ করে রাখেন। আবার সাধারন মানুষও মনে করেন তিনিই শেষ মানুষ যিনি টয়লেটে যাচ্ছেন, এর পরে আর কেউ যাবেনা, এতটাই নোংরা অবস্থায় রেখে যান।
ভিডিওর মতো এই প্রতিবাদগুলো অনেকে অশোভন মনে করতে পারেন কিন্তু কর্তৃপক্ষ নামের চিরঘুমে আচ্ছন্নদের জাগানোর জন্য এগুলোর প্রয়োজন।
Related Posts

How much longer will the Muslim extremists in Bangladesh continue to oppress Hindus?
Ever since I became aware of the world around me in Bangladesh, I’ve witnessed violenceRead More

বাংলাদেশের মুসলিম উগ্রবাদীরা হিন্দুদের উপর আর কতো অত্যাচার চালাবে?
বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি, ইসলাম ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের নবীকে অবমাননারRead More

এই ধর্মীয় উন্মাদনা এখনি থামাতে হবে, সভ্যতার পথে হাঁটুন
বাংলাদেশের সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে বিগত ২০/৩০ বছরে। এই পরিবর্তনের সবচেয়ে জঘন্য অনুঘটক ছিলRead More
Comments are Closed