
No more child labor
শিশুশ্রম চিরতরে বন্ধ হোক
মাথায় তিন থেকে আটটি করে ইট। আর সেগুলো নিয়ে কয়েকজন শিশু পৌঁছে দিচ্ছেন কয়েকজন ব্যক্তির কাছে। আর ওই ব্যক্তিরা ইটগুলো বিছিয়ে তৈরি করছিলেন রাস্তা। সরকারিভাবে সড়কের কাজ না করায় চাঁদা তুলে রাজমিস্ত্রি ও শ্রমিক ছাড়াই এ শিশুদের দিয়ে সড়কের নির্মাণকাজ করছেন ভুক্তভোগী ব্যক্তিরা। ( বাউফল, পটুয়াখালী )
যারা শিশুদের দিয়ে এ স্বেচ্ছাশ্রমের কাজ দেখে হতাশ হবেন তাদের বলি, এদেশে শিশুদের দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় যেখানে বড়রা জীবনের চিন্তা করে কাজ করে না। যদি দেখতে চান তবে আপনাকে যেতে হবে জাহাজ ভাঙ্গা শিল্প এলাকায়, যেতে হবে নারায়নগঞ্জ, পুরাতন ঢাকায়। জীবন্ত আগুনের শিখার পাশে কাজ করছে হাজারো শিশু যেখানে মূহুর্ত্তের ভুল ডেকে আনতে পারে তার মৃত্যু। আমাদের সমাজে এমন একজন শিশুর ভরন পোষন ও লেখাপড়ার দায়িত্ব নেয়ার মত সামর্থ্য অনেকেরই আছে। কয়জন সেই চিন্তা ও তার বাস্তবায়ন করে ?
Related Posts

বনের পশু ধরবেন আর খাবেন, এতটা বণ্য কি এখনো আছেন আপনারা ?
গহীন বনে পাথুরে নদীতে স্যামন মাছ পায়ের কাছ দিয়ে উপরে উঠছে। আপনি চাইলেই ১০/২০ টাRead More

২১ শে ফেব্রুয়ারি ২০২১, বাংলা ভাষা ও ভাষার বিশুদ্ধতা এবং পরিবর্তন নিয়ে কিছু কথা
আজ শহিদ মিনারে যাওয়ার সময় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ফটকে একটা ব্যানার ঝুলানো। সেখানেRead More

কারো জন্য হুমকির কারন না হলে বা ক্ষতিকর না হলে সব মানুষের সবাধীনভাবে চলার অধিকার আছে
মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্প্রতি সিলেটে আক্রান্ত হয়েছেন, তাকে বহন করা গাড়ি ভাংচুর করাRead More
Comments are Closed