Keep away from Fraud Business !
সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে, এখনো খাচ্ছে, আগামীতেও খেতে থাকবে
আপনি ১০০ জনের কাছ থেকে কোন একটি পণ্যের জন্য ১,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা নিলেন । নিয়ে ৫ জনকে পন্যটি দিলেন। আপনার কাছে থেকে গেল বাকি ৯৫,০০০ টাকা । এই ৯৫ জন বসে রইলেন পন্যের আশায়। বাকি ৫ জনের কাছে শুনে আরও ১০০ জন পণ্যের জন্য ১,০০০ টাকা করে আরও ১,০০,০০০ টাকা দিলো। এখন আপনার কাছে মোট ১,৯৫,০০০ টাকা রইল। এভাবে কয়েক রাউন্ড চালাতে পারলেই আপনার কাছে উড়াল দেয়ার মত যথেষ্ট টাকা জমে যাবে। আপনারা যারা অর্ডার করে জিনিস পেয়েছেন তারা এই ৫ জনের মধ্যে পড়েন। বাকি ৯৫ জন কিন্তু প্রতারিত হয়েছেন বা হতে যাচ্ছেন।
পণ্যের দাম যখন বেশী কম বা অস্বাভাবিক অফার থাকবে তখন বুঝতে হবে “ডাল মে কুছ কালা হ্যায়”। স্বল্প সময়ের জন্য হলে কথা ছিল না কিন্তু দিনের পর দিন অসংখ্য অস্বাভাবিক মূল্যছাড় সম্ভব না। এখানে অবশ্যই কোন ঘাপলা আছে। আজ না হলেও তা কাল বা পরশু বের হবে। সময় থাকতে সাবধান হওয়াই ভালো। আপনার টাকা মেরে একদিন ঠিকই বিদেশ উড়াল দিলে অবাক হবেন না। শুধু বিদেশ উড়াল দেবার রাস্তা প্রস্তুতিতে যতটা সময় দরকার !
সবসময় দেখা যায় এ সমস্ত অস্বাভাবিক লোভের ফাঁদে পড়ে অনেক তথাকথিত শিক্ষিত মানুষ। তাদের কিছু কিছু আবার সাময়িক সুবিধা পেয়ে ওদের পক্ষে সাফাই গেয়ে গলা ফাটায়। ডেসটিনির এমন মূর্খ দালাল যেমন দেখেছি, দেখেছি ডোল্যান্সার নামক ক্লিক সাইটের দালালও। ২০১১ সালে আইটি’র নামে ফ্রড ব্যবসা শুরু করলে আমি ও আমরা অনেক লিখতাম। তখন কিছু কিছু ছাগল এই বলে প্রচার চালাতো, আমরা ডোল্যান্সার থেকে অনৈতিক সুবিধা চেয়ে পাইনি বলে তাদের বিরুদ্ধে প্রচার চালাই। বর্তমানে মালয়েশিয়া প্রবাসী এক কামলা ছাগল ছিল একজন, ত্রিদিব পাল না কি বাল যেনো নাম।
সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে। এখনো খাচ্ছে। আগামীতেও খেতে থাকবে। এই চক্র শেষ হবে না।
Related Posts
What is the main purpose of people coming to Earth?
Many people are confused by this question. In the swing of this wandering, they tryRead More
নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ?
Is Prophet Muhammad the Best Person in the World? কিছু মুমিন দাবী করে বিধর্মী বড়Read More
কোরান কি আসলেই নির্ভুল? বৈজ্ঞানিকরা কি কোরান নিয়ে গবেষণা করেন?
পাকিস্তানের এক তথাকথিত স্কলার একবার জীন দিয়ে বিদ্যূৎ উৎপাদন নিয়ে গবেষণা করেছিলেন নাকি! মোল্লা তারিকRead More
Comments are Closed