
Human and Dog Friendship
এই প্রাণীটাকে ব্যাখ্যা করা সহজ, মানুষকে ব্যাখ্যা করা সম্ভব না
মানব সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্ব। ভাই, বোন, আত্মীয়, স্বজন, পাড়া, প্রতিবেশী, স্বধর্মী, বিধর্মী, দেশী, বিদেশী সব মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আপনার কুকুর কখনো আপনাকে ছেড়ে যাবে না। সে তার নিজের জীবন দিয়েও আপনাকে রক্ষা করবে। অথচ আমাদের ছোট থেকে শেখানো হয় কুকুর একটি নোংরা, উচ্ছিষ্টভোগী, নিকৃষ্ট প্রাণী। কুকুর দেখলেই মারতে চায় বেশীরভাগ মানুষ ও শিশু। কুকুরকে অপবিত্র ও অমঙ্গলের প্রতীকও ভেবে থাকেন কেউ কেউ।
এবার আসুন একটি গল্প শোনাই। সত্য গল্প। ৯/১১ এ টুইন টাওয়ার ধ্বংস করে মানুষ, সেখানে ৩/৪ হাজার মানুষ মারা যায়। এক মর্মান্তিক মানবতার ক্রান্তিকাল শুরু হয়। উদ্ধারে অংশ নেয় অনেক প্রশিক্ষিত কুকুর। মানুষ উদ্ধারকারী কুকুরগুলো প্রচন্ড ডিপ্রেশানে ভুগতে শুরু করে কারণ তারা জীবিত কোন মানুষকে উদ্ধার করতে পারছিল না। যাকেই স্পট করে সেইই মৃত। শেষে কুকুরগুলোর কথা ভেবে, তাদের ডিপ্রেশান কমানোর জন্য, তাদের চাঙ্গা রাখার জন্য উদ্ধারকারীরা নিজেরা ধ্বংসস্তূপ এর ভিতর ঢুকে শুয়ে থাকতো যেন কুকুরগুলো অন্তত কিছু জীবিত মানুষ উদ্ধার করছে এটা বুঝে।
এই প্রাণীটাকে ব্যাখ্যা করা সহজ, মানুষকে ব্যাখ্যা করা সম্ভব না। মানুষ অন্য মানুষকে মারে, কুকুর মানুষকে মারে না। কুকুর মানুষকে বাঁচায়, কিন্তু মানুষ মানুষকে বাঁচায় না।
Related Posts

কোরান কি আসলেই নির্ভুল? বৈজ্ঞানিকরা কি কোরান নিয়ে গবেষণা করেন?
পাকিস্তানের এক তথাকথিত স্কলার একবার জীন দিয়ে বিদ্যূৎ উৎপাদন নিয়ে গবেষণা করেছিলেন নাকি! মোল্লা তারিকRead More

ইসলামের স্বার্থে মিথ্যা, প্রতারনা তথা তাকিয়াবাজি বৈধ !
গবাদিকূল পারেও। জান্নাত জুবাইর নামের এই মেয়ে নাকি বলিউডে অভিনয় করে, আমি জানিনা। ধূর্ত গবাদগুলোRead More

“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে”
“লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে” তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।Read More
Comments are Closed