
Good Luck - Bad Luck
শুভ, অশুভ দিন, তারিখ, ভাগ্যের লিখন বলে কিছু নেই। এগুলো স্রেফ মানুষের কল্পনা প্রসূত বিষয় !
আজ অনেকেই দেখছি বসন্ত শুরু করতে চাচ্ছেন। মানুষের মনের রঙ বাতাসে ভেসে বেড়ানো ভাল লক্ষন। কিন্তু আজ, ৩০ শে মাঘ, এখনো শীতকাল। বসন্ত শুরু হবে আগামীকাল। মানুষের জীবনে উৎসবের উপলক্ষ আসে খুব কম। তেমনই ২ টা উপলক্ষ বসন্ত বরণ ও ভালবাসা দিবস। অন্যবার একদিন আগে পরে হলেও এবার একই দিনে।
আমরা অনেকে ভাবি মাসের কোন নির্দিষ্ট দিন শুভ বা অশুভ। আবার ভাবি সপ্তাহের কোন দিন বেশী কল্যানকর। এগুলো মানুষের কল্পনা ছাড়া কিছু নয়। মহাকালের অমোঘ নিয়মে ঋতু আসে, যায়, পৃথিবী সূর্যকে প্রদক্ষিন করে। মানুষ তার প্রয়োজনে দিন, তারিখ, মাস সৃষ্টি করে নিয়েছে। যে গ্রীক বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন বিশ্বজনীন তাও নানান পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। একসময় সপ্তাহের দিন ছিল ৪/৫, শীতকালকে গননায়ই ধরা হতো না। আবার আরব, চীনের চন্দ্র মাস সৌরজগতের সঙ্গে মেলে না। মানুষের হিসাবের সঙ্গে মহাবিশ্বের কিছুই যায় আসে না। মানুষ তার জীবনের সুবিধার্থে কোন দিনকে শুক্র, কোনটিকে রবিবার ধরে নিয়েছে। এর অন্য কোন নাম যেমন ‘হেরন’ হতে পারতো, সপ্তাহ ৭ দিনে না হয় ১০ দিনেও হতে পারতো। তখন আরো ৩ টা বেশী বারের কথা মানুষ মনে রাখতো।
এই যেমন দেখেন উৎসব প্রিয় বাঙালিদের অনেকেই ধরে রেখেছেন আজ পহেলা ফাল্গুন। স্বাভাবিক নিয়মে তাই হওয়ার কথা। কিন্তু লিপ-ইয়ার, বাংলা একাডেমির পরিবর্তন, পরিমার্জনের কারনে আজ ৩০ শে মাঘ। পহেলা ফাল্গুন আগামীকাল। এখন আপনি যদি এই দিনটিকে শুভ বা অশুভ ধরে বসে থাকতেন তবে কি হতো ? দিন, তারিখ তো নির্দিষ্ট করে দিল বাংলা একাডেমি।
একসময় দেখতাম শনিবার, মঙ্গলবার বাচ্চাদের চুল কাটতে দেয়া হতো না। সবার নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি এই নিয়ম ভেঙ্গেছিলাম সেই ছোটবেলা। এখনো দেখি আমাদের এলাকার সর্বোচ্চ শিক্ষিত অনেকে এই নিয়ম কঠিনভাবে মেনে চলে। মাত্র ক্লাস থি পর্যন্ত পড়াশুনা করা বাংলাদেশের অন্যতম সেরা দার্শনিক আরজ আলী মাতুব্বর তার বইতে এই বার/দিনের শুভ অশুভ নিয়ে বিস্তর লিখেছেন। অনুসন্ধিৎসু পাঠক পড়ে দেখতে পারেন তার বইগুলো। এই যে বার/দিনের শুভ অশুভ নিয়ে, ভাগ্যের লিখন নিয়ে আমি সেই প্রাইমারীতে পড়া অবস্থায় প্রশ্ন করা শুরু করেছি। শুভ/অশুভ যে স্রেফ মানুষের কল্পনার বিষয় এটাও বুঝেছিলাম সেই বয়সেই।
এখন বলতে পারেন, তাহলে আমরা যে বলি ‘শুভ বসন্ত’ বা ‘শুভ নববর্ষ’ এগুলো বলি। এই শুভ কি বলা ঠিক না, বা আমরা বলি ‘আপনার জন্য শুভকামনা’ এটা কি বলা যাবে না ? কেন যাবে না ? এগুলো শুধু একটা সম্বোধন, যা আমি আপনার কল্যান কামনা করি, আপনার সময়, দিনটি ভাল যাক সেটি আমি চাই। আমার চাওয়াতে আপনার কিছুর পরিবর্তন হবে না। তবুও চাই, কারন আমি আপনার একজন শুভাকাংখী, আমি আপনার ভাল হোক সেটা দেখতে চাই, আপনার দিনটি উৎসবে কাটুক সেটা দেখতে চাই।
পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর এর হেডকোয়ার্টার হলো বাংলাদেশ। এটা আমাদের গর্বের বিষয়, তাইনা ?
Related Posts

Are religion, country, race, patriotism, and nationalism all racist concepts?
The only uncontacted human tribe left in the world today are the Sentinelese of NorthRead More

ধর্ম, দেশ, জাতি, দেশপ্রেম, জাতীয়তাবাদ সবই কি বর্ণবাদী কনসেপ্ট?
পৃথিবীতে এখন পর্যন্ত একমাত্র আন কন্টাক্টেড মনুষ্য প্রজাতি আমাদের বঙ্গোপসাগরের নর্থ সেন্টিনেল দ্বীপের সেন্টিনেলীরা। তারাRead More

Durga or Mahishasura – who is the true hero of the mythological legend?
Bhagura (Indian extremist goat – Indian Shit) have, in 2025, created a Mahishasura effigy inRead More
Comments are Closed