Why Planes don't Fly Over Kaaba

Why Planes don't Fly Over Kaaba ?

কেন মক্কা ও কাবা শরীফের উপর দিয়ে কোন পাখি ও বিমান উড়ে না ?

পৃথিবীর এমন কিছু শহর, স্থান আছে যার উপর দিয়ে কোন এরোপ্লেন উড়ে না। অনেকে কিছু নিজস্ব আরোপিত ব্যাখ্যা দাঁড় করায়, যেগুলো সত্য নয়। কিন্তু এর একটি কারন হলো সেই শহর/অঞ্চলের পাশে কোন এয়ারপোর্ট নেই, অর্থনৈতিক কারনে এরোপ্লেন সেই স্থান দিয়ে যায় না। আর সবচেয়ে বড় কারন হলো সেই দেশের কর্তৃপক্ষ সেই সমস্ত শহর বা অঞ্চল কে কমার্শিয়াল প্লেনের জন্য এয়ারওয়ের বাইরে রেখেছে আইন করে। এর মানে এই না যে জরুরী প্লেন বা হেলিকপ্টার সেই স্থানের উপর দিয়ে যায় না। মানুষ কত কিছুই কল্পনায় বানিয়ে দেখে ! উপর দিয়ে প্লেন যাওয়া নিষিদ্ধ এমন গুরুত্বপূর্ণ কিছু শহর/অঞ্চলের লিস্ট পাবেন এখানেঃ

কোন প্লেন চাইলেই যে কোন স্থান দিয়ে যায় না বা যেতে পারে না। পৃথিবীর সমস্ত প্লেন রুট ম্যাপ প্ল্যানড, আগে থেকেই নির্ধারিত। এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, উচ্চতার স্তর থাকে। একে এয়ারওয়ে বলে। কিছু কানেকটিং পয়েন্ট থাকে। যেমন ধরুন ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সর্বনিম্ন দূরত্বের রুট যদি বিজি থাকে তবে প্লেনকে অন্য এক বা একাধিক কানেকটিং পয়েন্ট চাট করে বেশী দূরত্ব দিয়ে যেতে হবে, পাইলট চাইলেই তার ইচ্ছামত এঁকে বেঁকে বা ইচ্ছামত উচ্চতায় চলতে পারবেন না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এই এয়ারওয়ে অপরিহার্য। বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া এয়ারওয়েগুলো এই ডকুমেন্টে দেখতে পারেনঃ http://caab.gov.bd/aip/enr/enr3.pdf

মক্কা শহরে কোন অমুসলিমের প্রবেশ নিষেধ। কোন প্লেন মক্কা নগরীর উপর দিয়ে গেলে এই নিষেধাজ্ঞা তথা পবিত্রতা বিঘ্নিত হবে ! সেজন্য সৌদি সরকার মক্কা নগরীর উপর দিয়ে প্লেন যাতায়াত নিষেধ রেখেছে, অন্য কোন কারন নেই। জরুরী প্লেন, হেলিকপ্টার এই শহরের উপর দিয়ে ঠিকই যাতায়াত করে। বাংলদেশী এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেটির ভিডিও ব্যাখ্যাটি দেখতে পারেনঃ

মক্কার উপর দিয়ে শত শত পাখিও উড়ে বেড়ায় সবসময়, হাগু/মুতুও করে অন্য সব স্থানের মতো খুব স্বাভাবিক ভাবে।

Related Posts

Splitting of the Moon and Islamic Myth

ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !

ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More

Religious Sentiments and Science Education in Bangladesh

ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার পশ্চাৎযাত্রা

বাংলাদেশে সাইন্সের স্টুডেন্টদের অবস্থা খুবই শোচনীয়। সারাবছর বিজ্ঞানের জাহাজ মাথায় নিয়ে ঘুরবে, কিন্তু বিশ্বাস করবেRead More

C-Section and Evolution

সি সেকশান বা সিজারিয়ান প্রক্রিয়ায় বাচ্চা জন্মদানে বিবর্তন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে

বিবর্তনবাদ তত্ত্ব বলছে যে, মানুষ আর পথিবীর বুকে চরে বেড়ানো অন্যান্য বাদঁর কিংবা বন-মানুষেরা অনেকRead More

Comments are Closed