Don't interfere in other people's relationships

Don't interfere in other people's relationships !

তাদের নিয়ে ফেসবুকে এতো অসভ্য ট্রল করার কি আছে ?

আমার টাইমলাইনে জ্বালাময়ী ও প্রচ্ছন্ন হুমকি/সমালোচনা/শিক্ষা দেওয়া কিছু আইডি’র ফেসবুক টাইমলাইন ঘুরে দেখলাম তাদের প্রায় সকলেই একটি জায়গায় একান্নবর্তী পরিবারের সদস্য। ধর্ম ও অনুভূতি নিয়ে তাদের প্রচন্ড মাথাব্যাথা থাকলেও মিস্টার ও মিসেস টম ইমামের ছবি নিয়ে ট্রল করেছেন সকলেই। কয়েকদিন ধরে ছবিগুলো ফেসবুকে ঘুরতে দেখছি। আজ ইমেজ সার্চ দিয়ে দেখলাম প্রায় সব বাংলা ফেসবুক কমিউনিটির ট্রল, কিছুদিনের ভিতরে ভারত, পাকিস্তানেও যাবে। টম ইমাম বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান। তার হয়তো জীবন সংগ্রাম ও সফলতার নজির আছে। তার সন্তানেরাও সবাই প্রাপ্তবয়স্ক। তিনি বিয়ে করেছেন এক অল্পবয়স্ক সুন্দরী মেয়েকে। তার বয়স যাই হোক, মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় ও তার সম্মতিতে বিয়ে হয় বা বিয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাতে অন্যদের কি যায় আসে ? এগুলো নিয়ে ট্রল করার যৌক্তিকতা কি ? মানুষের ব্যক্তিজীবন নিয়ে ট্রল করা বর্তমানে একটা জনপ্রিয় ট্রেন্ড হয়ে গেছে যা খুবই অসভ্য ধরনের কাজ।

বলা হচ্ছে মেয়েটি টাকার জন্য বিয়ে করেছেন। তাতে আপনার সমস্যা কি ? আপনিও সামর্থ্য থাকলে বেশী বয়সে অল্পবয়সী কিন্তু প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করুন যদি তার সম্মতি থাকে। সৎভাবে টাকা আয় করে ধনী হওয়াটাও একটা যোগ্যতা। ব্যাপারটা মনে হচ্ছে এমন, এই ভদ্রলোক বেশী বয়সে একজন সুন্দরী নারীকে বিয়ে করে অপরাধ করেছেন আর তারা সবাই হিমালয় থেকে নেমে আসা দুধে ধোয়া নাগ সন্যাসী।

Tom Imam

বাংলাদেশে কি গ্রামের মাতব্বররা বৃদ্ধ বয়সে গরীব পরিবারের অল্পবয়সী মেয়ে বিয়ে করে না যেখানে মেয়ের তো সম্মতিই থাকে না কোন। সেখানে এই টম ইমাম সাহেবের ক্ষেত্রে মেয়েটি যে কারনেই হোক সম্মতি দিয়েছেন নিশ্চয়। বেশী বয়সী নারী, অল্পবয়সী পুরুষের অনেক বিয়ের উদাহরনও তো আছে দেশে। যেমন, একজন জনপ্রিয় অভিনেত্রী ও একজন পরিচালক। খলিফাদের জীবনীগুলো পড়ে দেখবেন, তারা কতগুলো বিয়ে করেছেন জীবনে, তারা কোন বয়সে কত বয়সের মেয়ে বিয়ে করেছিলেন, সেগুলোও একটু জানার চেষ্টা করবেন দয়া করে।

মিস্টার টম ইমাম ফেসবুকে তার বিবাহ বার্ষিকীর ছবি দিয়েছেন। এবং সেটা ভাইরাল হয়েছে। বেশিরভাগ ছেলেরা বলছে মেয়েটা বুড়া লোকটার টাকা দেখে বিয়ে করছে। মেয়েরা টাকার এই করে সেই করে। মেয়েরা সব পারে। আপনারা কি করেন ? ছেলেরা টাকা দেখে বিয়ে করে না ? সবাই নাগ সন্যাসী ? ছেলেরা মেয়ের বাপের টাকা দেখে বিয়ে করেনা ? মেয়ের বাপের গাড়ী, বাড়ি, সামাজিক অবস্থান, ক্ষমতা এসব দেখেনা ? মেয়ের বাপের বাড়ি থেকে গা ভর্তি গয়না, জমি, ফ্ল্যাট, বাড়ি ভর্তি ফার্নিচার নেয়না ? কোন আমেরিকান বৃদ্ধ মহিলা বিয়ে করার অভিপ্রায় দেখালে বাংলাদেশের হাজার হাজার যুবক লাইন দিবে, সন্দেহ নেই।

Tom Imam Status

সবচেয়ে বড় কথা প্রাপ্তবয়স্ক কেউ তার নিজের জীবনসঙ্গীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তার নিজের অধিকার। তাদের অধিকার ক্ষুন্ন না হলে বা কেউ একজন অত্যাচারের শিকার না হলে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে রাষ্ট্র, সমাজ কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই যে হাজার হাজার মানুষ ট্রল করছে, তারা জানে তাদের অক্ষমতা সম্পর্কে। তাদের মতো এমন অপদার্থদের বাদ দিয়ে মেয়েটি কেন অন্যকে বিয়ে করলো, সব মেয়েরা যদি এমন করতে থাকে তবে তাদের কপালে কি হবে – এসব হতাশা থেকেই ট্রলে ব্যস্ত সবাই।

মেয়েটি কাউকে ভালবেসে/বিয়ে করে খারাপ হয়ে গেল আর তাকে নিয়ে স্বপ্নদোষ হওয়া তুমি হিমালয় থেকে ফিরে আসা নাগাসন্যাসী, তাইনা চুদিরভাই ?

প্লিজ তাদেরকে তাদের মতো করে ভাল থাকতে দিন।

Related Posts

Extreme Poverty in Bangladesh

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার

বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

All Works are Honorable

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন

আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

The War on Ukraine

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়

গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

Comments are Closed