
You're only responsible for being honest
মানুষ দাবী করলে সমান্তরালে মানুষ পরিচয় দেয়ার যোগ্যতাটাও অর্জন করতে হয়
ব্যাগভর্তি টাকা কুড়িয়ে পেয়ে ফেরৎ দিলেন সৎ পুলিশ অফিসার
আমেরিকায় বাংলাদেশী ড্রাইভারের সততাঃ গাড়িতে ফেলে যাওয়া হীরা মালিককে খুঁজে ফেরৎ দিলেন
পুলিশ অফিসার বৃদ্ধকে রেস্টুরেন্টে পেট ভরে ভাত খাওয়ালেন
আমরা প্রায় সবাই গদগদ হই আমাদের দেশের মানুষের নিয়ে এই সমস্ত সংবাদ প্রকাশে। সুস্বপ্ন দেখে ঢেকুর তুলি। কিন্তু এই সংবাদগুলো জাতি হিসাবে, মানুষ হিসাবে আমাদের দৈন্যতাই প্রকাশ করে। আমরা বলি শুধু সমালোচনা হয় পুলিশ বা অন্য সরকারী অফিসার, রাস্তার গাড়িচালক, রিক্সাওয়ালাদের। তাদের ভাল কাজের প্রশংসা হয় না। কিন্তু বুঝুন, মানুষ ভাল কাজ করবে এটাই স্বাভাবিক। মানুষের ভিতরে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়নতা, পরিশ্রম থাকবে এটাই নিয়ম। না হলে মানুষে পার্থক্য আর কোথায় রাস্তায় এক টুকরা হাড়ের জন্য কামড়াকামড়ি করা কুত্তাগুলোর সঙ্গে ? আমাদের ভিতরে বদ্ধমূল ধারনা জন্মেছে পুলিশ মানেই ঘুষখোর, সরকারী অফিস, হাসপাতাল মানেই দূর্ণীতি, অদক্ষতার আখড়া। এজন্য মাঝে মাঝে যখন এমন ২/৪ টি সংবাদ দেখি তখন আশা জাগে, না কেউ কেউ এখনো অন্ধকারে হারিয়ে যায়নি। যখন কেউ ইভটিজিং এর প্রতিবাদ করে আমরা বাহবা দেই। যখন কেউ ক্ষুধার্থ কে খাওয়ায় আমরা খুশি হই।
You’re only responsible for being honest, not for someone else’s reaction to your honesty
এগুলোর প্রশংসা হোক। তবে সরকারী কর্মচারী, শ্রমিক, মানুষ, ফেসবুক স্যাট্যাস ওয়ালারা, টুইটমারানিরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই ভাল কাজ করবে এটাই সভ্য সমাজের নিয়ম। কারন ভাল কাজ করা তার দায়িত্ব। কেউ যখন দায়িত্বের বাইরে গিয়ে আরো ভাল ভাল কাজ করবে তখন তাকেই মাথায় নিয়ে নাচতে হবে। যখন এই নিয়মের কেউ ব্যত্যয় ঘটিয়ে ৫/১০ টাকারও ঘুষ খাবে, দূর্নীতি করবে, স্বজনপ্রীতি করবে সেটাই বরং সংবাদ হতে পারে যদি মানুষ নিজেকে সভ্য দাবী করে। মানুষ মানেই চোখ বন্ধ করে অন্যকে বিশ্বাস করতে হবে, কেউ কোটি টাকা পেলেও সেটা যে তার নিজের নয় সেই ধারনা থাকতে হবে, অফিসগুলোতে মানুষ সেবা পাবে। যদি নিজেকে মানুষ বলেই আমরা দাবী করি তবে একেবারে সমান্তরালে মানুষ পরিচয় দেয়ার যোগ্যতাটাও অর্জন করতে হয়।
Related Posts

A Hero Alom: A Real Bangladeshi Hero
A Hero Alom: One Man’s Dream-Fulfilling Power Can Be an Inspiration for All While theRead More

হিরো আলমঃ এক উনমানবের স্বপ্ন পূরনের শক্তি সবার জন্য অনুপ্রেরনা হতে পারে
সেবার যখন সাউথ এশিয়ায় বলিউডের শীর্ষ নায়ক সালমান খানের নাম পিছনে ফেলে নেটিজেনরা হিরো আলমেরRead More

মুক্ত জীবনে আপনাকে স্বাগতম, শিশুদের নিরপেক্ষ শিক্ষা নিশ্চিত করুন
অভিনন্দন! আপনি জন্ম থেকে শুনে আসা, জেনে আসা বিশ্বাসের বাইরে চিন্তা করতে পেরেছেন। এটা খুবRead More
Comments are Closed