
Why Planes don't Fly Over Kaaba ?
কেন মক্কা ও কাবা শরীফের উপর দিয়ে কোন পাখি ও বিমান উড়ে না ?
পৃথিবীর এমন কিছু শহর, স্থান আছে যার উপর দিয়ে কোন এরোপ্লেন উড়ে না। অনেকে কিছু নিজস্ব আরোপিত ব্যাখ্যা দাঁড় করায়, যেগুলো সত্য নয়। কিন্তু এর একটি কারন হলো সেই শহর/অঞ্চলের পাশে কোন এয়ারপোর্ট নেই, অর্থনৈতিক কারনে এরোপ্লেন সেই স্থান দিয়ে যায় না। আর সবচেয়ে বড় কারন হলো সেই দেশের কর্তৃপক্ষ সেই সমস্ত শহর বা অঞ্চল কে কমার্শিয়াল প্লেনের জন্য এয়ারওয়ের বাইরে রেখেছে আইন করে। এর মানে এই না যে জরুরী প্লেন বা হেলিকপ্টার সেই স্থানের উপর দিয়ে যায় না। মানুষ কত কিছুই কল্পনায় বানিয়ে দেখে ! উপর দিয়ে প্লেন যাওয়া নিষিদ্ধ এমন গুরুত্বপূর্ণ কিছু শহর/অঞ্চলের লিস্ট পাবেন এখানেঃ
কোন প্লেন চাইলেই যে কোন স্থান দিয়ে যায় না বা যেতে পারে না। পৃথিবীর সমস্ত প্লেন রুট ম্যাপ প্ল্যানড, আগে থেকেই নির্ধারিত। এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, উচ্চতার স্তর থাকে। একে এয়ারওয়ে বলে। কিছু কানেকটিং পয়েন্ট থাকে। যেমন ধরুন ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সর্বনিম্ন দূরত্বের রুট যদি বিজি থাকে তবে প্লেনকে অন্য এক বা একাধিক কানেকটিং পয়েন্ট চাট করে বেশী দূরত্ব দিয়ে যেতে হবে, পাইলট চাইলেই তার ইচ্ছামত এঁকে বেঁকে বা ইচ্ছামত উচ্চতায় চলতে পারবেন না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য এই এয়ারওয়ে অপরিহার্য। বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া এয়ারওয়েগুলো এই ডকুমেন্টে দেখতে পারেনঃ http://caab.gov.bd/aip/enr/enr3.pdf
মক্কা শহরে কোন অমুসলিমের প্রবেশ নিষেধ। কোন প্লেন মক্কা নগরীর উপর দিয়ে গেলে এই নিষেধাজ্ঞা তথা পবিত্রতা বিঘ্নিত হবে ! সেজন্য সৌদি সরকার মক্কা নগরীর উপর দিয়ে প্লেন যাতায়াত নিষেধ রেখেছে, অন্য কোন কারন নেই। জরুরী প্লেন, হেলিকপ্টার এই শহরের উপর দিয়ে ঠিকই যাতায়াত করে। বাংলদেশী এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছেলেটির ভিডিও ব্যাখ্যাটি দেখতে পারেনঃ
মক্কার উপর দিয়ে শত শত পাখিও উড়ে বেড়ায় সবসময়, হাগু/মুতুও করে অন্য সব স্থানের মতো খুব স্বাভাবিক ভাবে।
Related Posts

Evolution through mutation: Nature’s perfect strategy
Evolution is the gradual process of change in the living world through which species adaptRead More

মিউটেশনের মাধ্যমেই বিবর্তন: প্রকৃতির নিখুঁত কৌশল
বিবর্তন (Evolution) হলো জীবজগতের ধাপে ধাপে পরিবর্তনের প্রক্রিয়া, যার মাধ্যমে প্রজাতিগুলো সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজিতRead More

What can be the problem if someone takes blood from his family member?
This is a frequently asked and very important question about blood donation. If you wantRead More
Comments are Closed