Covid-India
Pakistan's Support to India during Corona Outbreak

Pakistan's Support to India during Corona Outbreak

এগিয়ে যাক মানবতা, জয় হোক ভালবাসার; ঘৃনা, বিদ্বেষ, হিংসার চাষ নিপাত যাক

পাকিস্তান ও ভারত সরকার আজন্ম একে অন্যকে শত্রু জ্ঞান করেছে, অকারনে অনেক যুদ্ধ করে অনেক মানুষ হত্যা করেছে, ঘৃনা, বিদ্বেষ ছড়িয়েছে। দুই দেশের সরকার এবং কিছু মানুষও একে অপরকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়।

কিন্তু একটা অসাধারন জিনিস ঘটছে এখন পাকিস্তানে। করোনার দুর্যোগে ইন্ডিয়া যখন নাস্তানাবুদ তখন পাকিস্তানের সর্বোচ্চ টুইটার ট্রেন্ড হচ্ছে- “পাকিস্তান ইন্ডিয়ার পাশে আছে”- #PakistanstandswithIndia. এই ট্রেন্ড এখন টুইটার ছাড়িয়ে ফেসবুকেও চলে এসেছে। পাকিস্তানের টুইটারে এখন সর্বোচ্চ ট্রেন্ড এটাই। যদিও করার ক্ষমতা বা সামর্থ্য নেই, কিন্ত ইতিহাস বিবেচনা করলে এটা অনেক মাইল হাঁটার সমান।

পাকিস্তানের অনেক সংস্থা এগিয়ে আসতে চেয়েছে ভারতকে অক্সিজেন দিয়ে সাহায্য করার আর্জি নিয়ে। #IndiaNeedsOxygen #PakistanstandswithIndia #IndianLivesMatter লিখে টুইটার, ফেসবুকে সার্চ করলেই বুঝবেন। তাদের বিভিন্ন সমাজসেবী সংগঠনও ভারত সরকারকে এ্যাম্বুলেন্স আর ভলান্টিয়ার দিয়ে সাহায্য করতে ইচ্ছুক বলে চিঠি লিখেছে। সীমান্তের গুলি-গোলা, জঙ্গী হামলা বা পূর্বের বিভিন্ন যুদ্ধকে বাদ দিয়েও যে দুই দেশের মানুষের মধ্যে সখ্যতা আছে, মানুষের মধ্যে মানবিকতা যে আজও বিদ্যমান এর থেকে ভালো নজির আর হতেই পারেনা।

India-Pakistan Twitter Trends Covid 2021

এমনকি ভারতের নিজদের যখন ট্রেন্ডিং টপিক তাদের ক্রিকেট ঈশ্বরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তখন পাকিস্তানের ট্রেন্ডিং টপিক ভারতের পাশে থাকা, ভারতের জন্য অক্সিজেন দেওয়া। এগিয়ে যাক মানবতা, জয় হোক ভালবাসার; ঘৃনা, বিদ্বেষ, হিংসার চাষ নিপাত যাক।

ধন্যবাদ পাকিস্তান ❤️
বাংলাদেশের ঘৃনা চাষীরা অবশ্য ভারতের মানুষের এমন নাস্তানাবুদ হতে দেখে ও মৃত্যু দেখে খুশি হচ্ছে ! কিন্তু এরা কখনোই বোঝেনা নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না।

বাংলাদেশের মানুষ তো টুইটার তেমন ব্যবহার করে না, আর ফেসবুকেও যারা আছে তাদের বেশীরভাগেরই মান, মনন, মানবিকতা উঁচু নয়।

Related Posts

Extreme Poverty in Bangladesh

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার

বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

All Works are Honorable

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন

আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

The War on Ukraine

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়

গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

Comments are Closed