
Coronavirus Issue !
ধর্মব্যবসায়ী গার্বেজ নয়, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলুন
বাংলাদেশ, ভারত ধর্মব্যবসায়ী গার্বেজে ভরপুর। কোটি কোটি মানুষের উপরে এই গার্বেজগুলোর অনেক প্রভাব। দয়া করে এই সময়ে এদের কথায় কান দিবেন না। বিশেষজ্ঞ, ডাক্তার, বিজ্ঞানীদের উপদেশমতো চলুন, নিজেকে নিরাপদ রাখুন, অন্যদেরকেও নিরাপদে থাকতে দিন। বাংলাদেশের অন্যান্য গার্বেজ রাজনীতিবিদদের সব কাথাকেও পাত্তা দিবেন না, নিজে সচেতন হয়ে নিজেকে, পরিবারকে, মানুষকে বাঁচান। ভাইরাস কিন্তু মানুষকে আলাদা করে দেখবে না। ভাইরাসের কাছে মানুষের শরীর শুধুই তার টিকে থাকার অবলম্বন। অনেকে বলছেন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে একই কক্ষে এদের রাখতে। আমরা তা চাইনা। উনাদেরও সুস্থ থেকে বাঁচার অধিকার আছে। উনারা বিধর্মী, কাফেরদের মৃত্যু, দূর্ভোগ কামনা করলেও; ইতালি, চীনে মৃত্যুতে উল্লাস করলেও আমরা তাদের সুস্থ শরীর কামনা করি।
ভাইরাস কিন্তু দ্রুত নিজের রুপ পরিবর্তন করতে পারে। করোনা ভাইরাস ক্রমশ নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, টিকে থাকার স্বার্থে। তারা টিকে থাকতে চায়। শুধু টিকে থাকার জন্য তাদের জীবন যুদ্ধ। এর রুপ পরিবর্তনে বিজ্ঞানীরা পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। আমাদের যুদ্ধ ভাইরাসকে পরাজিত করে সৃষ্টির সেরা (!) বলে দাবীদার মানুষকে বাঁচাতে। নিজে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। নিজে সংক্রমিত না হলে অন্যরাও বাঁচবে।
এই ভাইরাস চক্রবৃদ্ধি হারে ছড়িয়ে পড়বে ৷ এই ভাইরাসের ক্ষমতা কমিয়ে দেয়ার একমাত্র উপায় হচ্ছে, এর সংক্রামণ ছড়ানোর ধারাবাহিকতায় একটু একটু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আর এই কাজ এক হয়ে আমাদের করতে হবে৷ ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এই লম্বা লাইনে একজনও যদি এখানে বোকার মত কাজ করে, এই ভাইরাস সংক্রামণের হার শতগুণ বেড়ে যাবে৷ একজনের বোকামির কাফফারা দিতে হবে হাজার হাজার মানুষকে। ইতিমধ্যে আমরা অনেক অমার্জনীয় ভুল করে ফেলেছি, গতকালও বাস, ট্রেনে যে কান্ডটা করলাম আমরা তাতে এই মহামারি কোথায় গিয়ে ঠেকে বলা মুশকিল।
ঘরে বসে বই পড়তে পারেন। Scribd তাদের সমস্ত বই একমাসের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছে। যতখুশি ডাউনলোড করুন এবং পড়ুন।
Related Posts

বনের পশু ধরবেন আর খাবেন, এতটা বণ্য কি এখনো আছেন আপনারা ?
গহীন বনে পাথুরে নদীতে স্যামন মাছ পায়ের কাছ দিয়ে উপরে উঠছে। আপনি চাইলেই ১০/২০ টাRead More

২১ শে ফেব্রুয়ারি ২০২১, বাংলা ভাষা ও ভাষার বিশুদ্ধতা এবং পরিবর্তন নিয়ে কিছু কথা
আজ শহিদ মিনারে যাওয়ার সময় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ফটকে একটা ব্যানার ঝুলানো। সেখানেRead More

কারো জন্য হুমকির কারন না হলে বা ক্ষতিকর না হলে সব মানুষের সবাধীনভাবে চলার অধিকার আছে
মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্প্রতি সিলেটে আক্রান্ত হয়েছেন, তাকে বহন করা গাড়ি ভাংচুর করাRead More
Comments are Closed