Homosexuality and Biology
সমকামীতা কি বিকৃত মানসিকতার মানুষের কাজ ? বিজ্ঞান কি বলে ?
হোমোসেক্সুয়ালিটি নিয়ে অনেকের এক ধরনের চুলকানি দেখা যায়। যারা হোমোসেক্সুয়াল তারাও আমাদের সমাজের মানুষ, তাদেরও পরিপূর্ণ অধিকার আছে আমদের মতো সব সুযোগ, সুবিধা, সম্মান নিয়ে সমাজে বসবাস করার। সমকামী ব্যাপারটা প্রায় পুরোটাই বায়োলজিক্যাল। শুধু যে মানুষের ভিতরে এমন দেখা যায় তা নয়। অনেক প্রাণীর ভিতরেও এটি দেখা যায়। সমকামী যারা তারা একজন পুরুষ অন্য একজন পুরুষের প্রতি আকর্ষন বোধ করে ও তাদের যৌনতা মেটায়। তেমনি একজন সমকামী নারী অন্য একজন নারীর প্রতি আকর্ষন বোধ করবে। যারা উভয়কামী তারা একই সঙ্গে পুরুষ ও নারীর প্রতি আকর্ষন বোধ করে। শরীরের কিছু হরমোন ও তার ক্রিয়া প্রতিক্রিয়ায় এটা ঘটে এবং এরা জন্ম থেকেই এই বৈশিষ্ট্য ধারন করে। অনেকেরই ধারনা এটা মানুষের বিকৃত রুচি বা খারাপ অভ্যাসের কারনে হয়। আপনি আমি না মেনে নিলেও মানুষের সেক্সুয়াল অরিয়েন্টেশান এর জন্য প্রায় সব ক্ষেত্রেই দায়ী শারিরীক ডিএনএ বা অন্য কথায় বায়োলজিক্যাল ফ্যাক্ট। ১-২% মানসিক বিকার থেকেও হতে পারে। আমরা মেনে নেয়া না নেয়ায় সায়েন্টিফিক সত্যতার কিছু আসে যায় না। আমরা বাঙালিরা যেমন এই যুগে বাস করে আধুনিক বিজ্ঞানের সকল সুবিধা ভোগ করেও বিজ্ঞানের গবেষনালব্ধ সত্যগুলোকে মানিনা সেটাও আমাদের জেনেটিক্সের কোন দূর্বলতা। বিবর্তনীয় মনোজগতে অথবা বায়োলজিক্যালি আমাদের মস্তিষ্ক এখনো এই সত্যগুলো গ্রহন করার উপযোগী হয়নি।
প্রাণীজগতে হামেশাই সমকামী বা উভয়কামী সম্পর্ক পাওয়া যায়। বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষের উচিত এটাকে স্বাভাবিকভাবে নেয়া এবং সমকামীদের, বা যাদের যৌনতা সংখ্যাগরিষ্ঠদের সাথে মেলে না, তাদের অপমান বা অত্যাচার না করা।
এইসব প্রাণীতে সমকামী যৌনতা প্রকৃতিতে প্রতক্ষ্য দেখা গেছে, প্রতক্ষ্য প্রমান আছে। এই লিস্টের বাইরেও আরো অনেক প্রাণীদের ভিতরেও এটা দেখা গেছে। এটা নিয়ে বিজ্ঞানীদের একাধিক গবেষনা আছে।
স্তন্যপায়ী:
১. ডলফিন (৩ থেকে ৫টি বিভিন্ন লিঙ্গের ডলফিন একসাথে যৌনতা করে, উভকামী)
২. বাইসন, এক ধরণের বন্য মহিষ (পুরুষ ও স্ত্রী সমকামিতা)
৩. বাদুড় (২০টি প্রজাতির মধ্যে পুরুষ সমকামিতা দেখা গেছে)
৪. হাতি (পুরুষ সমকামিতা এশিয়া ও আফ্রিকার হাতি, দুটির মধ্যেই পাওয়া গিয়েছে)
৫. জিরাফ (পুরুষ ও নারী সমকামিতা, ৩০% সমকামী )
৬. মারমোট, এক প্রজাতির কাঠবিড়ালি (নারী সমকামিতা)
৭. সিংহ (পুরুষ ও নারী সমকামিতা, ৮%)
৮. পোল্কাট (ক্ষুদ্র কুকুরের কাছাকাছি প্রজাতির ইউরোপের একটি প্রাণী, পুরুষ সমকামিতা)
৯. ভেড়া – (১৮-২২% ভেড়া উভয়কামী )
১০. হায়েনা (নারী সমকামিতা)
পাখি:
১. কালো রাজহাঁস (২৫% পুরুষ সমকামী),
২. আলবাট্রস, একটি সামুদ্রিক পাখি (৩১% নারী সমকামী),
৩. ইবিস, বক বা সারসের মতো একটি পাখি (পুরুষ সমকামিতা),
৪. মালার্ড (এক ধরণের হাঁস, ১৯% পুরুষ সমকামী)
৫. পেংগুইন (সমকামী পাখিগুলি অন্য পেঙ্গুইনের ডিম্ ফুটিয়ে তাদের বাচ্চাদের বাবা মার্ মতো মানুষ করেছে)
৬. শকুন (সমকামিতা ও উভয়কামিতা দেখা গেছে)
৭. পায়রা (নারী সমকামিতা, সমকামী নারীরা ডিমও দেয় কিন্তু সেটা থেকে বাচ্চা হয়না)
বানর প্রজাতির স্তন্যপায়ী:
১. বনোবো – এক ধরণের ছোট শিম্পাঞ্জি, (নারীতান্ত্রিক সমাজব্যবস্থা, ৬০% নারী সমকামী)
২. ম্যাকাউ – ছোট্ট বানর (২৫% নারী সমকামী, পুরুষ সমকামিতাও লক্ষ্য করা যায়)
৩. ওরাংওটাং – (পুরুষ সমকামিতা )
সরীসৃপ:
১. টিকটিকি – নারী সমকামিতা
২. কচ্ছপ – পুরুষ সমকামিতা
পোকা:
১. ঘাসফড়িং – (২০% পুরুষ সমকামী )
২. ফ্রুটফ্লাই
৩. ছারপোকা – পুরুষ সমকামী
Related Posts
What is the main purpose of people coming to Earth?
Many people are confused by this question. In the swing of this wandering, they tryRead More
নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ?
Is Prophet Muhammad the Best Person in the World? কিছু মুমিন দাবী করে বিধর্মী বড়Read More
কোরান কি আসলেই নির্ভুল? বৈজ্ঞানিকরা কি কোরান নিয়ে গবেষণা করেন?
পাকিস্তানের এক তথাকথিত স্কলার একবার জীন দিয়ে বিদ্যূৎ উৎপাদন নিয়ে গবেষণা করেছিলেন নাকি! মোল্লা তারিকRead More
Comments are Closed