Is Capital Punishment the Solution

Is Capital Punishment the Solution ?

মৃত্যুদন্ড কি বড় অপরাধ কমাতে পারে ? তথ্য-উপাত্ত-প্রমান কি বলে এই ক্ষেত্রে ?

আমরা হরহামেশা কোন অপরাধের জন্য ফাঁসি, মৃত্যুদন্ড এসবের দাবী জানাই বা আইনের বইতে শাস্তি হিসাবে এসব লেখার দাবী জানাই। এই ক্যাপিটাল পানিশমেন্ট কি অপরাধ কমায় ? তথ্য, পরিসংখ্যান কিন্তু তা বলে না। ১০৫ টা দেশ শাস্তি হিসাবে মৃত্যুদন্ড বাদ দিয়েছে। ১৮৬৩ সালে ভেনেজুয়েলা এটা শুরু করেছিল, মালয়েশিয়াকেও হয়ত দেখা যাবে এ বছর। আপনি যদি উপাত্ত দেখেন বিশ্বে এই দেশগুলোতেই অপরাধের মাত্রা কম। যেসব দেশে মৃত্যুদন্ড প্রচলিত আছে অপরাধের পরিমানও সেসব দেশে বেশী। ২০১৬ সালের তথ্য বলছে নর্থ কোরিয়া, সাউথ সুদান ও ভিয়েৎনামের তথ্য পাওয়া যায় না। মৃত্যুদন্ড প্রদানে শীর্ষে চীন, তারা মৃত্যুদন্ড দিয়েছে ১০০০+, এরপর আছে ইরান ৫৬৭+, সৌদি আরব ১৫৪+, ইরাক ৮৮+, পাকিস্তান ৮৭ …

তবে আপনি যদি তুলনা করেন জনসংখ্যার সঙ্গে তবে চীনের প্রায় ১৪০ কোটি মানুষের মধ্যে মৃত্যুদন্ড হয়েছে ১০০০ জনের, সেখানে ৮ কোটি মানুষের ইরানে হয়েছে ৫৬৭ জনের, ৩ কোটি মানুষের দেশ সৌদি আরবে ১৫৪ জনের, ২০ কোটি লোকের পাকিস্তানে হয়েছে ৮৭ জনের। ইরাক, পাকিস্তান কে বাদ দেই। চীনের সাপেক্ষে ঐকিক নিয়মে ইরানের মৃত্যুদন্ড পাওয়া লোকের সংখ্যা দাঁড়ায় ৫৭ জন। কিন্তু বাস্তবে হয়েছে ৫৬৭ জনের, মানে দাঁড়ালো চীনের সাপেক্ষে প্রায় ১০ গুণ ভয়ংকর অপরাধ বেশী ইরানে। এই হিসাবে চীনের সাপেক্ষে সৌদি আরবের সংখ্যা হয় ২১, কিন্তু বাস্তবে সেটা ১৫৪। মানে দাঁড়ালো চীনের সাপেক্ষে সৌদি আরবে ভয়ংকর অপরাধ ৭ গুণ বেশী। তাহলে চীনের ১০০০ সংখ্যাটি ইরান ও সৌদির কাছে কিছুই না। ইরানের সমান হতে গেলে চীনের দরকার ছিল প্রায় ১০০০০ আর সৌদির সমান হতে চীনের দরকার ছিল প্রায় ৭০০০।

এবার আপনি যদি খুন, ধর্ষণ, অপহরন এমন আরো সব ভয়ংকর অপরাধের পরিসংখ্যান দেখেন তবে যে ১০৫ দেশে মৃত্যুদন্ড একেবারেই নেই সেসব দেশগুলোতে খুবই কম এই সংখ্যা। তাহলে সারাংশ কি দাঁড়ালো ? মৃত্যুদন্ড বা বড় শাস্তিই শুধুমাত্র অপরাধ কমাতে পারেনা। একটি জতি, একটি সমাজ, একটি দেশকে প্রথমে অপরাধ কমানোর পরিবেশ তৈরি করতে হয়, মানবিকতা, মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য যার যার স্থান থেকে কাজ করতে হয়। আমি জানিনা বাংলাদেশে সেই পরিবেশ কিভাবে আসবে। বড় শাস্তির পক্ষে যুক্তি হলো অপরাধীদের মাঝে চরম শাস্তির ভীতি তৈরী করা। যাতে শাস্তির ভয়ে তারা এইসব অপরাধ সংঘটিত করার সাহস না পায়। কিন্তু এটা কি আদৌ কার্যকরী হয়েছে আমাদের দেশে ? সেই ২০০২/৩ সাল থেকেই তো নিয়মিত ক্রসফায়ার চলছে। কিন্তু অপরাধীদের পরিমান কি কমেছে ? বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী সাধারনত অর্থবিত্তের ভাগবাটোয়ারার মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ে থাকে বা রাজনৈতিক লোকজন তাকে অপরাধের পর আশ্রয় দেয়। এটাই সবচেয়ে বড় বাঁধা আপরাধ কমানোর ক্ষেত্রে।

[ July 13, 2019 ]

Related Posts

No Profession is Small

Do not belittle anyone’s profession – ensure their rights instead

Look at the narrative pushed by the so-called elite Bangu media and society! This isRead More

No Profession is Small

কারো পেশাকে ছোট করবেন না, বরং তার অধিকার নিশ্চিত করুন

বাঙ্গু সুশীল মিডিয়া ও সমাজের ন্যারেটিভ দেখেন! এটা বাংলাদেশের মানুষের খুব বড় একটি দৈন্য। এরাRead More

attacks over blasphemy claim in Bangladesh

How much longer will the Muslim extremists in Bangladesh continue to oppress Hindus?

Ever since I became aware of the world around me in Bangladesh, I’ve witnessed violenceRead More

Comments are Closed