
India Needs Oxygen
বেঁচে থাক মানুষ, জয় হোক ভালবাসার। ইন্ডিয়ার মানুষের জন্য সমবেদনা
বেঁধে দেয়া সীমান্ত ভুলে যাও, কাঁটাতার ভেঙ্গে ফেল, হিংসা-বিদ্বেষ ভুলে মানুষ ভালবাসো মানুষকে! এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারেনা। ভারতের আহবানে সাড়া দিয়ে ব্রিটেন, ফ্ল্রান্স, সৌদি আরব, আরব আমিরাত সেখানে অক্সিজেন পাঠাচ্ছে। প্রতিবেশী পাকিস্তানের এক সমাজসেবা সংগঠন ৫০ টি এ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক পাঠাতে চেয়েছে, পাকিস্তানের মানুষ ভারতের পাশে থাকার আকুতি জানিয়েছে। ভারতের সরকারকেও মিথ্যা অহমিকা ভুলে সবার সাহায্য নিতে হবে। মানুষই মানুষকে বাঁচাবে। মিথ্যা অহংকারের অন্তরালে কি অর্জন করেছেন তা আমরা অশ্রু দিয়ে দেখতে পাচ্ছি।
এরপরেও কিছু ঘৃনাচাষী আছে আমদের মতো কিছু দেশে যারা ভারতের মানুষের অধিক আক্রান্তের সংখ্যায় আনন্দিত হয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবে, নিশ্বাস নিতে না পেরে অসহায় মৃত্যুর সংখ্যা বাড়লে তারা উল্লসিত হবে। মনে রাখবেন এরা আপনার, আমার, দেশ, মানবতা, বিশ্বের সবচেয়ে বড় শত্রু।
বেঁচে থাক মানুষ, জয় হোক ভালবাসার। ইন্ডিয়ার মানুষের জন্য সমবেদনা, বিশ্বের সকল পীড়িত মানুষের জন্য সমবেদনা।
যারা বলেন কোভিড বড়লোকের রোগ তারা ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে একবার দেখে আসুন সেখানে কাদের আর্তনাদে বাতাস ভারী হচ্ছে, ভারতের দিকে তাকান, সেখানে কারা হাসপাতালের পাশে রাস্তার ফুটপাতে শয্যা পেতে আছে। ভারতের অনেক ধনীরা ইউকে, দুবাই এর শেষ ফ্লাইটে ২/৩/৫/১০ গুণ বেশী দামে টিকিট কেটে দেশ ছেড়েছে বাঁচার জন্য। ভাইরাস কোন ধনী, গরীব, মুসলমান, হিন্দু, সৎ, দূর্নীতিবাজ কিছু বোঝে না। প্রতিটা জীবনই মূল্যবান। বিশ্বের সবারই এখন অন্য সবার সাহায্য প্রয়োজন।
#IndiaNeedsOxygen
#BangladeshStandswithIndia
#IndianLivesMatter
#BeHumaneFirst
#HumanityFirst
#StandUnitedAgainstHatred
সংযোজনঃ
মানুষ বৈচিত্রময়, আর এই বৈচিত্রই মানুষের সৌন্দর্য। মানুষের মত ভিন্নমত থাকবে, সেটাই স্বাভাবিক। তবে যে সমস্ত ইতর প্রাণীগুলো অন্য কোন দেশের, ধর্মের, জাতির মানুষের অমঙ্গল, রোগ, শোক, মৃত্যু কামনা করে ও খুশি হয় তাদের মতামত দেয়ার যোগ্যতাই নেই, কারন তারা তো মানুষ নয়।
Related Posts

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল
২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More

This Religious Frenzy Must End Now – Walk the Path of Civilization
Bangladesh’s society has changed dramatically over the past 20–30 years. One of the most destructiveRead More

স্বৈরাচার যখন দানব হয়ে যায় তখন মানুষের লাশের গন্ধ তাদের কাছে প্রিয় হয়
আমি আওয়ামী লীগের কোন পর্যায়ের কমিটির কখনোই কেউ ছিলাম না, এখনো নেই। আওয়ামী লীগ বাRead More
Comments are Closed