EHR & AI
Usages of ICT to stop Diseases

Usages of ICT to stop Diseases

করোনাভাইরাস মোকাবিলায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের অসামান্য সফলতা

দক্ষিন কোরিয়া, সিঙ্গাপুর, হংকং এবং স্পেশালি তাইওয়ান করোনাভাইরাস মোকাবিলায় সফল হয়েছে। তারা খুব দ্রুত সামাল দিতে পেরেছে ব্যপক সংক্রমন। এক্ষেত্রে তাদের যে বিষয়টা সবচেয়ে কাজে দিয়েছে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেয়া ও বিগ ডাটা রিসোর্স। করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি চিহ্নিত করার পরপরই সেটা ম্যাপিং করেছে, ইন্টারনেটে উন্মুক্ত করেছে, আশপাশের মানুষকে এস এম এস দিয়ে সতর্ক করেছে। মানুষের বায়োগ্রাফিক তথ্য, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, ভ্রমন সম্পর্কিত তথ্য তারা বিশ্লেষণ করতে পেরেছে দ্রুত। এতে তাদের খুব দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে। আর তাইওয়ান, হংকং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে। আগামী দিন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কথাটা যারা যত দেরীতে বুঝবে তাদের ততই পিছিয়ে থাকতে হবে।

গতবছর অনেক পরিকল্পনা করে আমি ও ওরাকল এক্সপার্ট, এ আই এর চিন্তার জগতে বাংলাদেশের পথিকৃৎ Mir Shajiduzzaman Nipun তথ্য প্রযুক্তি ডিভিশনের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করে বাংলাদেশে সংক্রামক ব্যাধি, ডেঙ্গু, কলেরা, ডায়রিয়া, চিকনগুনিয়ার মতো রোগের বিস্তার রোধে ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলাম। আমরা সরকারের সামান্য একটু পৃষ্ঠপোষকতা পেলে সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়ে হেলথ সেক্টরে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারতাম। বিশ্বের অনেক দেশই সেটা পেরেছে। আজ একটা EHR থাকলে, পাবলিক হেলথ ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থাকলে করোনা মহামারি ঠেকানো অনেক সহজ হয়ে যেত।

দুঃখের বিষয় হলো মন্ত্রনালয়ে গিয়ে যে আমলাতান্ত্রিক হাইকোর্টের সন্ধান জানলাম তাতে আমাদের মতো দিন আনে দিন খাওয়া আইটি কামলাদের পক্ষে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সম্ভব নয়। কোটি কোটি টাকা খরচ করে ১৩০০ অকাজের ফালতু এ্যাপ বানিয়ে জলে ভাসাতে পারে অনেকে, এখন যার কোন অস্তিত্বই নেই, আর আমরা সামান্য একটু আনুকূল্য পাইনা। পরে বুঝে গিয়েছি বিশ্বের অনেক দেশের অনেক মানুষের সঙ্গে, সংস্থার সঙ্গে, বড় বড় প্রতিষ্ঠান, কোম্পানির সঙ্গে কাজ করতে পারলেও বাংলাদেশে আমাদের কোন সুযোগ নেই। এখানে সিস্টেমের সঙ্গে অভিযোজিত হওয়ার সামর্থ্য আমাদের নেই।

Related Posts

Blood donation from family members and problems

What can be the problem if someone takes blood from his family member?

This is a frequently asked and very important question about blood donation. If you wantRead More

blood donation and close relatives

কেউ তার পরিবারের সদস্য থেকে রক্ত নিলে কি সমস্যা হতে পারে?

ব্লাড ডোনেশন সম্পর্কে এটা বহুল জিজ্ঞাসিত ও অত্যন্ত গুরত্বপূর্ন একটা প্রশ্ন। ছোট করে উত্তর শুনতেRead More

Splitting of the Moon and Islamic Myth

ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !

ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More

Comments are Closed