Hominins
Hominins Family

Hominins Family

পৃথিবীতে আমাদের চেয়ে বেশী সময় ধরে দাপিয়ে বেড়িয়েছে মানুষের একাধিক প্রজাতি

আমরা যারা প্রচুর মিথ্যা ইগো নিয়ে দাবী করি আমরাই দুনিয়ার শ্রেষ্ঠ ও আমাদের সেবার জন্য অন্য সব জীব – তারা জানিই না এই পৃথিবীতে আমাদের চেয়ে বেশী সময় ধরে দাপিয়ে বেড়িয়েছে আমাদের মতোই মানুষের একাধিক প্রজাতি। তাদের অনেকে আমাদের চেয়ে শারিরীক ও কর্মদক্ষতায় এগিয়ে ছিল। ধারনা করা হয় আমরা আমাদের কূটকৌশল, প্রতারনা, ফাঁদে ফেলে তাদের সবাইকে নিঃশ্চিহ্ন করে দিয়েছি। আবার এমনও ধারনা আছে অন্যদের সঙ্গে আমদের পরিবার গঠন হয়ে সংকর হয়েছে। তবে এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে পৃথিবীর বয়সও মাত্র ৫-১০ হাজার বছর নয়, আর মানুষও মাত্র ৫-৬ হাজার বছর আগে পৃথিবীতে আসেনি। খালি চোখেই, কমন সেন্সেই বিষয়গুলো বোঝা সম্ভব। অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, আমেরিকার আদিবাসী, সেন্টিনেলি দ্বীপের মানুষের দিকে তাকালেই বোঝা যায়। আপনি রুপকথায় বিশ্বাস করলে আপনার এটা বিশ্বাস করাও কর্তব্য যে পৃথিবীর বয়স মাত্র ৫-১০ হাজার বছর ও মানুষ এসেছে মাত্র ৫-৬ হাজার বছর আগে। তারা আবার এসেছে এমন পোশাক-পরিচ্ছেদ পরা আধুনিক মানুষ হয়ে, হাস্যকর না !

১. হোমো ইরেক্টাস হলো পৃথিবীর বুকে দীর্ঘ‌তম সময় ধরে বসবাসকৃত মানুষ প্রজাতির নাম। এরাই প্রথম আগুন ও অস্ত্রের ব্যবহার শেখে।

২. নিয়ার্ন্ডার্থালরা সার্ভাইভ করেছে বরফ যুগে সর্ব‌বৃহৎ হাতিদের (ম্যামথ্‌) সাথে।

৩. হোমো লিউজনেন্সিস ২০১৯ সালে সদ্য আবিষ্কৃত একটি মানুষ প্রজাতি।

৪. সেপিয়েন্স হলো বর্ত‌মান পৃথিবীর মানুষ অর্থা‌ৎ আমরা। আমাদের প্রচুর ইগো। আমরা নিজেদের সেরা মনে করি এবং উল্টা‌পাল্টা‌ গল্পে বিশ্বাস করি।

৫. ডেনিজোভারা বাস করেছে সেপিয়েন্স আর নিয়ার্ন্ডার্থালদের পাশাপাশি, শুধুমাত্র একটি আঙুলের দ্বারা এদের আবিষ্কার হয়েছে।

৬. সবচেয়ে ছোটখাটো মানুষ হলো হোমো ফ্লোরিয়েন্সিস। যাদেরকে ‘হবিট’ও বলা হয়।


In fact, until about 50,000 years ago, our planet was home to at least six different species of humans.

Hominins Family:

✍ HOMO ERECTUS
Nickname: Upright Man
Location: All over Asia
Survival: 2 million to 50,000 [50,000 years ago]
Characteristic: The longest surviving human species.
Strength: First to use fire and make hunting weapons.
Weakness: They made the same weapons for hundreds of years.

✍ HOMO NEANDERTHALENSIS
Nickname: Neanderthal Man
Location: Europe and Western Asia
Survival: 400,000 to 30,000 [50,000 years ago]
Strength: Resistant to ice-age climate. Look after the old and the disabled.
Weakness: Terrible at public relations. Favorite butt of cartoon jokes.

✍ HOMO LUZONENSIS
Nickname: Man from Luzon Island
Location: Luzon, Philippines
Survival: 700,000 t0 50,000 [50,000 years ago]
Characteristic: The new kids on the block, discovered only in 2019.
Strength: Adapted to tropical forests.
Weakness: Total lack of public relations.

✍ HOMO DENISOVA
Nickname: The Denisovans
Location: Siberia, East Asia
Survival: 300,000 to 50,000 [50,000 years ago]
Characteristic: The mystery man, originally identified from just one fossilized finger.
Strength: Very sociable. Slept around with Sapiens and Neanderthals
Weakness: Stuck their fingers into strange places.

✍ HOMO SAPIENS
Nickname: Wise Man
Location: Everywhere, even on the moon
Survival: 300,000 to right now. [50,000 years ago]
Characteristics: Think they’re smarter than everybody else.
Strength: Good at making tools. From toothbrushes to intercontinental nuclear missiles.
Weakness: Huge ego. Often to believe nonsense.

✍ HOMO FLORESIENSIS
Nickname: Flores Man, The “Hobbit”
Location: Island of Flores, Indonesia
Survival: 800,000 to 50,000 [50,000 years ago]
Characteristics: Dwarf species. About 1 meter tall and weighing 25 kg.
Strength: Hunted the island’s dwarf elephants and giant lizards.
Weakness: Stay at home type. Never left the island.

[ Source: ‘Sapiens A Graphic History The Birth of Humankind’ – Yuval Noah Harari, David Vandermeulen, Daniel Casanave. ]

পৃথিবীটা সকলের। একটা পিঁপড়ারও যেমন, তেমনি মানুষের। সবার বেঁচে থাকার অধিকার আছে। দূর্ঘটনাবশত মানুষ একটু বেশী গাণিতিক দক্ষতা অর্জন না করলে হয়তো আজও আমাদের বনে বাঁদাড়ে লড়াই করে টিকে থাকতে হতো।

Related Posts

Blood donation from family members and problems

What can be the problem if someone takes blood from his family member?

This is a frequently asked and very important question about blood donation. If you wantRead More

blood donation and close relatives

কেউ তার পরিবারের সদস্য থেকে রক্ত নিলে কি সমস্যা হতে পারে?

ব্লাড ডোনেশন সম্পর্কে এটা বহুল জিজ্ঞাসিত ও অত্যন্ত গুরত্বপূর্ন একটা প্রশ্ন। ছোট করে উত্তর শুনতেRead More

Splitting of the Moon and Islamic Myth

ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !

ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More

Comments are Closed