Enjoy the Science
বিজ্ঞান হোক আনন্দের উৎস। বিজ্ঞান পৌঁছে যাক ঘরে ঘরে
অন্য সকল মহাকাব্যের মতই বিজ্ঞানের গল্পও শুরু হয় “সে অনেককাল আগের কথা” দিয়ে। সেই প্রাচীনকালে, মানুষ যখন চিন্তা করার সক্ষমতা অর্জন করেছে; তখন থেকেই নিরবচ্ছিন্নভাবে প্রকৃতিকে বুঝতে চেয়েছে, ব্যাখ্যা করতে চেয়েছে। মানবপ্রজাতির সেই প্রচেষ্টার ধারাবাহিক যাত্রাতেই, ধীরে ধীরে আমরা আজকের বিজ্ঞানসম্মত চিন্তাগুলোতে উপনীত হয়েছি।
আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, এই যাত্রা সম্ভব হয়েছে পরিচিত ধারণার বাইরে বের হয়ে নতুন চিন্তা করতে সক্ষম হওয়া ব্যক্তিদের জন্য। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আর দুই, যাত্রা শেষ হয়ে যায়নি। একজনের পর একজন নতুন চিন্তার মশাল বহন করেছেন বলেই আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আমাদের প্রজন্মকে আরো বেশি করে বিজ্ঞানঘেঁষা হতে হবে, আরো বেশি করে বিজ্ঞানচর্চা করতে হবে।
বিজ্ঞানকে চলতে হবে বিজ্ঞান স্বীকৃত গতিতে, তাকে চলতে দিতে হবে সেই প্রক্রিয়াতে। অন্য কে কি বলছে বা কোথায় কি লেখা আছে তাকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে হবে সামনে। একটি শক্তিশালী গ্রুপ যেমন চায় এদেশের শিক্ষার্থীদের বিবর্তন শিক্ষা থেকে দূরে রাখতে, অন্য অনেকেই আছেন যারা তাদের নিজস্ব ধারনাকে চাপিয়ে দিতে চাইবে আপনার উপর। এগুলো গ্রহন করলে বা গোনায় ধরলে বিজ্ঞান এগিয়ে যেতে পারবে না।
আপনাকে হয়তো কেউ একজন বলতে চাইবে ৬০ ফুট লম্বা মানুষের কথা, কিন্তু সেটাকে বিজ্ঞান, যুক্তি ও বাস্তবতার নিরিখে দেখার যোগ্যতা আপনার অর্জন করতে হবে। ৬০ ফুট কেন, ১৫/২০ ফুট লম্বা মানুষ হওয়াও যুক্তি, বাস্তবতা ও বিজ্ঞানের নিরিখে কখনো সম্ভব না, হতে পারে সর্বোচ্চ ৬/৭/৮/৯ ফুট। বিজ্ঞানপ্রেমী মানুষ এগুলোকে স্রেফ কল্পকাহিনী বলে মজা পেতে পারে কিন্তু এটাকে বাস্তব বলে ধরে নিতে পারে না। আগে বরং মানুষের গড় উচ্চতা কম ছিল, বিবর্তনের ধারায় যা দিন দিন বাড়ছে। যত চাপ আসুক, বাঁধা আসুক বিজ্ঞানকে এগিয়ে যেতে হবে মানবতার কল্যানে, একটি সুন্দর আগামীর জন্য, একটি চলমান বাস্তবতাকে মানুষ ও প্রকৃতির জন্য কাজে লাগাতে।
[ ছবিঃ উইকিমিডিয়া কমনস, CC0 ]
Related Posts
What can be the problem if someone takes blood from his family member?
This is a frequently asked and very important question about blood donation. If you wantRead More
কেউ তার পরিবারের সদস্য থেকে রক্ত নিলে কি সমস্যা হতে পারে?
ব্লাড ডোনেশন সম্পর্কে এটা বহুল জিজ্ঞাসিত ও অত্যন্ত গুরত্বপূর্ন একটা প্রশ্ন। ছোট করে উত্তর শুনতেRead More
ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !
ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More
Comments are Closed