
Dhaka to Kolkata by Plane, 1500 TK
১৫০০ – ২০০০ টাকায় ঢাকা থেকে কোলকাতা, তাও প্লেনে ! কিভাবে যাবেন ?
ঢাকা থেকে যারা কোলকাতা যেতে চান তারা সাধারনত ৩ টি পথ বেছে নেন। ঢাকা থেকে সড়কপথে বেনাপোল হয়ে বাসে, ঢাকা থেকে ট্রেনে দর্শনা হয়ে কোলকাতা এবং ঢাকা থেকে প্লেনে কোলকাতা। সড়ক ও রেলপথে সময় লাগে প্রায় ১২-২০ ঘন্টা। খরচও কম বেশী ২০০০ টাকার উপরে। দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমন। প্লেনে ৩০ মিনিটে যাওয়া যায় কিন্তু খরচটা ৫০০০ টাকার উপরে সাধারনত। সড়কপথে গেলে ফেরীঘাটে দীর্ঘ জ্যাম থাকলে তো মরেছেন! বেনাপোল ও পেট্রাপোল বর্ডারে দীর্ঘ লাইনে ঘুষ দিয়ে কত ঝামেলা পেরিয়ে ঢুকতে হয়। বর্ডারে ঘুষ গ্রহন ওপেন সিক্রেট। বিশেষ করে ফেরার পথে । আপনার লাগেজে কাস্টমস ট্যাক্স দেয়ার মত পণ্য থাক বা না থাক আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকা দিতেই হবে দুই পারেই। প্রকাশ্যেই নেয় তারা।
এক্ষেত্রে আপনি যেতে পারেন খুব সহজ একটা ট্রিক্স করে। আপনাকে প্রস্তুতি নিতে হবে ১ মাস আগেই। সবার প্রথমে করে নিবেন প্লেনের টিকিট, আগরতলা টু কোলকাতা। ১০ – ৩০ দিন আগে টিকিট করলে ১০০০ – ১২০০ রুপিতে পেয়ে যাবেন আগরতলা টু কোলকাতা টিকিট। প্লেনে যেতে সময় লাগবে ৫০ মিনিটের মত। প্লেনের সময় নিবেন সন্ধ্যার দিকে। বিকাল ৫ টা থেকে রাত ১০ টার মধ্যে। টিকিট করার ক্ষেত্রে আমার পছন্দের সাইট cleartrip.com । এখানে মাঝে মাঝে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় প্লেনের টিকিট ও হোটেল বুকিং এ। আমি গতবছর ৫২০০ রুপির টিকিট পেয়েছিলাম ৫২ রুপিতে মাত্র। আর নিয়মিত টিকিট কাটলে হোটেল বুকিং এ পেয়ে যাবেন ডিসকাউন্ট। আরো কিছু ইন্ডিয়ান সাইট আছে চমৎকার। makemytrip.com, yatra.com এগুলোও দেখতে পারেন। সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইটেও দেখতে পারেন দাম। spicejet.com, goindigo.in বা অন্য এয়ারলাইন্স এর সাইট থেকেও দেখবেন দাম। ১০ – ৩০ দিন বা আরো বেশী আগে নিলে আগরতলা থেকে কোলকাতা প্লেন টিকিট পেয়ে যেতে পারেন ১০০০ রুপিরও কম দামে! ( আগরতলা-ঢাকা-কোলকাতার বাস ভাড়া ১৮০০+ রুপি, সময় লাগে ২০-৩০ ঘন্টা ! বাসে যাওয়ার যুক্তি কি সেটা মাথায় আসে না! ) প্লেনের টিকিট করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন। দেখবেন ৫০-৬০ রুপির ব্যবধানে ১৫ কেজির চেক-ইন লাগেজ না নেয়ার বা নেয়ার অপশন থাকে অনেক সময়। তবে ৫০ রুপি বেশী দিয়ে ১৫ কেজির চেক-ইন লাগেজ নেয়াটাই বুদ্ধিমানের কাজ যদি আপনার চেক-ইন লাগেজ থাকে। একই পথে ফিরলে রিটার্ণ টিকিটও করে নিবেন।

এবার যাত্রার ৩/৪ দিন আগে বা ঐ দিন ঢাকা থেকে আখাউড়া ট্রেনের টিকিট কেটে নিন। সিলেট, চট্টগ্রামগামী সব ট্রেনই আখাউড়া হয়ে যায়। ট্রেনের ভাড়া ১০০-৩০০ টাকার মধ্যে পড়বে। সময় লাগবে ২/৩ ঘণ্টার মত। সকালের দিকের কোন ট্রেনে টিকিট কেটে নিবেন।
তাহলে নির্দিষ্ট দিনে চলে যান আখাউড়া। রেল স্টেশন থেকে বর্ডার যেতে পারবেন সহজেই কোন সিএনজি, ইজি বাইকে। সেখান থেকে লাইন ছাড়াই পার হয়ে যান বর্ডার সহজে। ওপারেই কিছু দূরে আগরতলা। এবার সকাল ১০/১১ টা থেকে বিকাল পর্যন্ত ঘুরে বেড়ান ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। আগরতলায় দেখার মত আছে অনেক কিছুই। যদি আগরতলার সব দর্শনীয় স্থান দেখতে চান তবে একদিন আগেই সেখানে যেতে পারেন।
আগরতলা দেখা শেষে ১/২ ঘন্টা হাতে সময় নিয়ে ঢুকে পড়ুন আগরতলা এয়ারপোর্টে। এবার কোলকাতার প্লেনে চেপে বসুন।
আপনি যদি দিল্লী, মুম্বাই, চেন্নাই যান তবে কখনো ঢাকা টু দিল্লী, ঢাকা টু মুম্বাই, ঢাকা টু চেন্নাই এমন টিকিট করবেন না। এতে আপনার খরচ অনেক বেড়ে যাবে। অবশ্য ইন্ডিয়ার অনেক এয়ারলাইন্স এখন কম খরচ নিচ্ছে আগের তুলনায়। প্রথমে যান আগরতলা বা কোলকাতা। এরপর আগরতলা টু দিল্লী বা কোলকাতা টু দিল্লী এমন টিকিট কিনবেন। ১০ – ৩০ দিন আগে টিকিট নিতে পারলে ভারতের ভিতরে প্লেন ভাড়া অনেক কমে পাবেন। হয়ত তখন দেখবেন আগরতলা টু কোলকাতা পড়বে ৫০০ রুপির মতো। কোলকাতা টু দিল্লী পড়বে ২০০০-২৫০০ রুপি। কোলকাতা টু দিল্লী প্রায় ২.৫ ঘন্টার ফ্লাইট। আর ঢাকা থেকে কক্সবাজার ৩০ মিনিটের ফ্লাইট। ২.৫ ঘন্টার ফ্লাইটে দিতে হয় ৩০০০ টাকা আর ৩০ মিনিটের ফ্লাইটে আমাদের দিতে হয় ৭০০০ টাকা! আবার কোন এয়ারলাইন্সের প্রধান নির্বাহী যেনো বলছিলেন বাংলাদেশের ভিতরে প্লেন ভাড়া নাকি সবচেয়ে কম! এই অনায্য ও অস্বাভাবিক ভাড়ার কারনে এখনো আমার বাংলাদেশের ভিতরে কখনো প্লেনে উড়ার সৌভাগ্য হয়নি যদিও ইন্ডিয়াতে আমি অনেকবার উড়েছি।
যাত্রা হোক শুভ। এখই খরচে বা কম খরচে ২ টা প্রদেশের রাজধানী দেখুন ঝামেলা এড়িয়ে। কোলকাতার পাশাপাশি আগরতলাও হয়ে গেলো ঘোরা।
Related Posts

অপেশাদার মানুষের মাধ্যমে তৈরি অরক্ষিত বিদ্যুৎ লাইনের জন্য আর কত প্রাণ যাবে ?
সাম্প্রতিক সময়ের কয়েকটি সংবাদ শিরোনামঃ “ভাত খেতে রান্নাঘরে ঢুকতেই বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু”“চাটমোহরে ফ্যান চালুRead More

বজ্র আঁটুনি, ফস্কা গেরো ! এই দেশের সেকেলে সিস্টেম ‘শক্তের ভক্ত, নরমের জম’
আমার ইস্টার্ণ ব্যাংকের একটা প্রিপেইড এ্যাকোয়া মাস্টারকার্ড আছে যেটা দিয়ে একজন মানুষের বছরে ভ্রমনের জন্যRead More

চারপাশে দুর্নীতির মেলা বসছে – তা নিয়ে ওনাদের সমস্যা নাই, যতো সমস্যা মেয়েদের ড্রেস নিয়ে
কে কি পোশাক পরবে, কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে বিয়ে করবে, কার সঙ্গে শোবে এগুলোRead More
Comments are Closed