
Coronavirus: Rich-Poor Factors
করোনাভাইরাসঃ ধনীদের রোগ, এটা গরীবদের না খেয়ে মারার ফন্দি !
ভাই, গরীব মানুষের জন্য আপনার উদ্বেগ কে সম্মান দিয়েই বলছি, কোভিড তো ধনী গরীব বোঝে না। যার শরীরে প্রতিরোধ ক্ষমতা কম তার জন্য ভয়ংকর যন্ত্রনাদায়ক এটা, এমনকি মৃত্যুরও কারন হতে পারে। উপসর্গ নেই এমন যারা কোভিড বহন করছেন তারা বেশী বিপদজনক অন্যদের জন্য। যাদের নিজের ও পরিবারের কোভিড হওয়া ও স্বজনদের হাসপাতালের অভিজ্ঞতা, স্বজন হারানোর অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে অন্যের অসচেতনতা আপনার সচেতন চলাফেরা কে অকার্যকর করে দিতে পারে। এজন্য সবাইকেই স্বাস্থ্যবিধি ও দূরত্ব মেনে চলতে হবে, ধনী-গরীব বিষয় না। সব মানুষ যদি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি ও দূরত্ব মেনে চলতো তবে তো লকডাউন বা পরিবহন বন্ধের মতো অবস্থা নাও লাগতে পারতো।
ভারতের দিকে যদি তাকান তবে দেখবেন, সেখানে এখন গরীব মানুষদের হাহাকার চারিদিকে। কারন রাজনৈতিক সংস্কৃতির কারনে সেখানে প্রভাবশালী ও ধনীরা আগেই অক্সিজেন সিলিন্ডার বাসায় মজুদ করেছে, হাসপাতালের আইসিইউ/বেড বরাদ্দ নিয়ে নিচ্ছে। অনেকে দেশ ছেড়েছে/ছাড়ছে, অন্য অনেক ধনীরা তাদের নির্জন অবকাশ যাপন কেন্দ্রে গিয়ে স্বেচ্ছা বন্দিত্ব নিয়েছে।

আমাদের দেশের কোভিড পরিস্থিতি যদি খারাপ হয় তবে গরীব মানুষ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে। ভারতীয় স্ট্রেইন বলে কথা নয়, আমাদের দেশেও যে কোন মুহূর্ত্তে করোনা নিজের মিউটেশনের মাধ্যমে নতুন বিধ্বংসী কোন স্ট্রেইনের জন্ম দিতে পারে। সুতরাং সবার স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, হাত পরিষ্কার, টেস্ট ও কন্টাক ট্রেসিং, আইসোলেশান এগুলো মেনে চলা ও প্রয়োগের বিকল্প আপাতত আমাদের হাতে নেই।
যারা শপিং করতে যাচ্ছে ও যারা ঈদে বাড়িতে যাচ্ছে তাদের তো এর সঙ্গে জীবিকা জড়িত না। একবার এমন দলেবেঁধে শপিং না করলে বা ঈদে সবাই বাড়িতে না গেলে কি এমন ক্ষতি হবে ? সবাই মিলে সচেতন হলে কোভিড নিয়ন্ত্রন করা খুব বেশী কঠিন ছিল না, অনেক দেশ সেটা করেও দেখিয়েছে।
Related Posts

মায়ের গর্ভে সন্তান ও সেই ছবিটি হতে পারতো পৃথিবীর শ্রেষ্ঠতম ফটোগ্রাফি কিন্তু এখানে …
কয়েকদিন আগে এক বৃদ্ধ ভদ্রলোকের কথা জানলাম। তিনি আবার তথাকথিত এক বড় ধর্মীয় রাজনৈতিক দলেরRead More

বুগান্ডার জরুরী সেবা 999 নাম্বারের গল্প এটা ! অবিশ্বাস্য সেবার উদাহরণ !
অনেক গল্প আছে, তবে এটা সেগুলোর একটি মাত্র। জরুরী সেবা যে কতভাবে, আন্তরিকভাবে মানুষের সমস্যাRead More

ধর্ষণ ও যৌন নিপীড়নকে ঘিরে কিছু সাধারণ কল্পকাহিনী ও প্রকৃত বাস্তবতা বা ফ্যাক্ট
মিথ: যে কোন সময় একা বাইরে যাবেন না। গভীর রাতে বাইরে, অন্ধকার গলিপথে মহিলারা সবচেয়েRead More
Comments are Closed