Coronavirus Hype

Coronavirus Hype

করোনাভাইরাস নিয়ে এতটা আতংকিত হবেন না, হাইপ ক্ষতি করতে পারে !

করোনাভাইরাস নিয়ে বেশী আতংকিত না থেকে সচেতন থাকা জরুরী। অনেকে একটা হাইপ তৈরি করে এই সুযোগে বোকা কিন্তু ধূর্ত বাঙালিদের থেকে ব্যবসা করতে চাইবে, যেমন ১/২ টাকার দামের মাস্ক এখন ২৫/৪০ টাকা।

আপনাকে কিছু আশার কথা শোনাই। এখানে কিছু পরিসংখ্যান দেখাবো যেটি ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখের হিসাবে প্রকাশ করেছিলো Chinese Journal of Epidemiology। বুঝতেই পারছেন ফেসবুক বা কোন সাংবাদিকের কল্পনাপ্রসূত পোস্ট নয়। তবে আমি কোন বিশেষজ্ঞ নই, আপনারা আপনাদের মতো করে সর্বোচ্চ সতর্ক থাকবেন।

✪ প্রথম আশার কথা হলো, করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে ০ থেকে ৯ বছরের কোন শিশু মারা যায়নি। শিশুদের ক্ষেত্রে করোনা সংক্রমন খুব রেয়ার।

✪ যারা মারা গেছেন তারা যে সবাই করোনাভাইরাসেই মারা গেছেন এর কোন নিশ্চিত প্রমান নেই। অধিকাংশ মানুষের অন্য অনেক শারীরিক সমস্যা ছিলো।

✪ ১০ থেকে ৪০ বছর বয়সীদের মাঝে মাত্র ০.২% (১০০০ জন মানুষে ২ জন) মানুষ মারা গেছেন তাও করোনার কারনে কিনা নিশ্চিত নয়। নিশ্চিত করোনা হিসাবে এই গ্রুপে ০% মানুষ মারা গেছেন।

✪ সবচেয়ে বেশী মারা গেছেন ৮০ বছরের উর্দ্ধের মানুষ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল।

✪ পুরুষের চেয়ে মহিলাদের মারা যাওয়ার ঘটনা কম।

✪ যারা মারা গেছেন তাদের আগে থেকেই হৃদরোগ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, ক্যান্সার, দুঃশ্চিন্তা এসব ছিলো।

✪ এর চেয়ে বরং সার্স করোনাভাইরাস, মার্স করোনাভাইরাস, ইবোলা অনেক বেশী ভয়ংকর ছিলো রোগী এবং মৃত্যুর অনুপাতে ।

✪ গরম আবহাওয়ায় বা গরম পড়া শুরু হলে এই করোনাভাইরাসের সংক্রমনের হার কমে যেতে পারে যদিও এটা পরীক্ষিত নয়, অনেক বিশেষজ্ঞ অনুমান করছেন মাত্র।

করোনাভাইরাসের সতর্কতার পাশাপাশি আমাদের এখন আসন্ন ডেঙ্গু থেকে পরিত্রানের উপায় বের করাও জরুরী।

Related Posts

Extreme Poverty in Bangladesh

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার

বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

All Works are Honorable

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন

আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

The War on Ukraine

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়

গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

Comments are Closed