A Real Hero

A Real Hero

মানবিক মানুষেরা নিজেদের কথা ভাবেন না, তাদের দূর্দশা কে দেখে ?

নারায়নগঞ্জের খোকন সাহার লাশ পড়ে ছিল বাসার সিঁড়ির উপর। ভাই/আত্মীয়স্বজন কেউ আসেনি লাশ সৎকারের জন্য। উপায়ন্তর না দেখে খোকন সাহার স্ত্রী ফোন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকারকে । মাকসুদুল আলম তখন আরেক ব্যক্তির লাশ দাফন করছিলেন মাসদাইর গোরস্থানে। তিনি বলেন ‘লাশটি দাফন শেষে আমি আসতেছি।’ খোকন সাহার কোন ছেলে নেই এবং ভাই/ আত্মীয়স্বজন কেউ মুখাগ্নি করতে রাজি হননি। তখন খোকন সাহার স্ত্রী কাউন্সিলর মাকসুদুল আলমকে বলেন – ভাই আপনি নিজেই মুখাগ্নি করে দিয়েন। মাকসুদুল আলম ও তার দলের অন্য সদস্যরা খোকন সাহার লাশ দাহ করলেন শ্মশানে।

ভদ্রলোক আপাদমস্তক ইসলাম ধর্মানুরাগী ধার্মিক হবার পরেও হিন্দুধর্মের মৃতদেহ হিন্দুধর্মের রীতি অনুযায়ী শ্মশানে সৎকারের বন্দোবস্ত করেছেন। মুসলিমদের মৃতদেহ তো সৎকার করেছেনই। লকডাউন ও সংকটময় পরিস্থিতির মধ্যেও তাঁর কর্মকাণ্ড অন্য দশজন মানুষ থেকে তাকে আলাদা করে উজ্জ্বল করেছে। মানবতার জন্য, মানুষের জন্য ধর্মীয় পরিচয়ের ঊর্ধে উঠে নিজের জীবনকে বিপন্ন করে তিনি যে কাজ চালিয়ে যাচ্ছেন তাকে অভিনন্দন বা প্রশংসা করলেও তাঁকে ছোট করা হবে। আমরা যা পারিনি, তিনি তা করেছেন। আমরা যা বলেও করিনি, তিনি না বলেও তা করেছেন।

তার স্ত্রীর করোনা ধরে পড়ে ১০ দিন আগে, তার জীবন বিপন্ন। কয়েকদিন আগে তার নিজের শরীরেও ধরা পড়ে করোনা। বাংলাদেশে কোটি কোটি অকাজের মানুষ, এমন কাজের মানুষ খুব কমই আছেন। তাদের বাঁচিয়ে রাখাটা খুব জরুরী।

Related Posts

Extreme Poverty in Bangladesh

একটি অর্ধ শতক পার করা দেশ ও ভাতের অধিকার

বাড়িতে এক নারী তার দুই ছোট শিশুকে নিয়ে প্রহর গুনছে কখন শিশুদের বাবা রাতে টিউশুনিRead More

All Works are Honorable

কোন কাজই ছোট না, সব কাজকেই সম্মান করতে শিখুন

আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নয় বছর বয়সে তার মাকে হারান। খুব অল্প বয়সেই দরিদ্রRead More

The War on Ukraine

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধ ও পুতিনের নৈতিক পরাজয়

গতকাল ঢাকার এক লোকাল বাসে যাচ্ছিলাম পল্টন। আমার পাশে বসা এক তরুণ। সে রাজনৈতিক আলাপRead More

Comments are Closed