
Unhealthy Society
যৌন অবদমনে ভোগা এক ভয়াবহ যৌন বিকারগ্রস্ত অসুস্থ সমাজের মানুষ …
মালয়েশিয়া, আমেরিকা, মরিশাস … বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশীরা বন্ধুত্বের প্রস্তাব দিয়ে তাকে ফোন দিচ্ছেন। যৌন অবদমনে ভোগা এক ভয়াবহ যৌন বিকারগ্রস্ত অসুস্থ সমাজের এই মানুষগুলো পৃথিবীর যে প্রান্তেই যান, তারা তাদের জন্মের স্বার্থকতা রক্ষা করেন !
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইড ও তাঁর সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২৭০০ পুরুষের উপর সম্প্রতি এক গবেষণা করেন। এতে দেখা গিয়েছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী। তবে, সুযোগের অভাবেই নিজের মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে।
আমাদের দেশে এই ধরনের মনোবাসনা চরিতার্থ করতে প্রায় অনেকেই সক্ষম। এরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। একবার জেনে নিই এইসমস্ত অশালীনতার ফলাফল কী হতে পারে। মানসিক ভারসাম্যহীনতা। আত্মহত্যা। বিষন্নতা। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার অভাব। হীনমন্যতা। নিজেকে অশুচি মনে করা। লেখাপড়ায় অনীহা। সন্দেহপ্রবণতা। যৌনবিকৃতি। সুস্থ যৌন জীবনে অনিচ্ছা।
যৌন কামনা থাকা পাপ নয়৷ কিন্তু কারও ইচ্ছের বিপরীততে গিয়ে এই সমস্ত বাসনা চরিতার্থ করা বা করতে চাওয়া একদমই সঠিক পন্থা নয়। সেটা অপরাধ, জোর করা মানেই ধর্ষণ।
Related Posts

যে সমাজ একটি সত্যজাত শিশুকে নাম দিয়েছে ‘জারজ’ সেই সমাজই বরং ‘জারজ’
প্রত্যেক বাবা-মা’র উচিৎ তাদের সন্তানদের এই শিক্ষা দেয়া যে অনেক ব্যাপারে সমাজকে থোড়াই কেয়ার করবেRead More

নারীর ছোট পোশাক কি ধর্ষণের জন্য দায়ী ? যারা দায়ী করেন তারা আসলে কারা ?
Rape is NOT an act of sex, it is an act of VIOLENCE.Real men don’tRead More

বাল্যবিবাহের পক্ষে কথা বলা, আন্দোলন করা মূলত ইতর প্রকৃতির মানুষের কাজ
বাংলাদেশে বাল্যবিবাহের পক্ষে কথা বলার মতো অসংখ্য মানুষ আছে, এমনকি কিছু মানুষ আন্দোলনও করেছে। এরাRead More
Comments are Closed