
Save the Tigers, Save the Nature !
দেশের বাঘগুলোকে বাঁচতে দিন, ওরাও পরিবেশের অংশ, আমাদের গর্বের স্বারক
বাঘ আমার সবচেয়ে প্রিয় পশু। একসময় মনে করতাম এবং সঙ্গে গর্বও করতাম এই ভেবে যে এই টাইগার শুধু বাংলাদেশ ও ভারতের সুন্দরবনেই আছে, আর কোথাও নেই। কিন্তু এক সময় সেই ভুল ভাঙে। অনেক প্রজাতি ও জায়গার বিলুপ্তও হয়ে গেছে, যেমন কাস্পিয়ান টাইগার। এক সময় তুরস্ক, ইরানেও অনেক বাঘ ছিল। এখন নেই। বর্তমানে ভারতে সবচেয়ে বেশী বাঘ আছে। আরো আছে বাংলাদেশ, ভূটান, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া এসব দেশে। ধারনা করা হয় লাওস, ভিয়েৎনাম, মায়ানমার, চীন এসব দেশে মানুষের অত্যাচারে মরতে মরতেও কিছু এখনো টিকে আছে। বাঘ এমন একটি প্রাণী যা যে কোন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। সাইবেরিয়ার কঠিন বরফে যেমন বাঘ আছে আবার তেমনি ভারতের তীব্র গরমেও আছে। ওদিকে ভূটানের সুউচ্চ পাহাড়ে আছে, আবার এদিকে বাংলাদেশের চরম প্রতিকূল লোনা পানিতেও আছে। বাঘ কিন্তু সিংহের চেয়ে বেশী বড় ও হিংস্র। সিংহকে পশুর রাজা বলা হলেও তারা দল বেঁধে ছাড়া কম শিকার করে, অন্যদিকে বাঘ একাই একটি বড় গরুর মতো গয়ালকে একা কুপোকাত করে দেয়।
আমার ধারনায় বাঘের জন্য সবচেয়ে প্রতিকূল পরিবেশ আমাদের সুন্দরবন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সুন্দরবনের বাঘ আকারে সবচেয়ে ছোট। অন্য অঞ্চলের বাঘ সাধারনত মানুষকে শিকার না করলেও সুন্দরবনের বাঘ সুযোগ পেলেই করে। এখানে খাবারের অভাব প্রকট। শিকারের আকৃতি ছোট, হরিন, বানর, শুয়োর সব ছোট ছোট। পরিমানেও কম। মিঠা পানি নেই বললেই চলে। মানুষের অত্যাচারে হরিন ও বাঘ কোনঠাসা। এমন পরিবেশে এখনো যে কিছু বাঘ টিকে আছে এই আমাদের কপাল।
সুন্দরবনের মতো চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বাঘের আকার ক্রমেই ছোট থেকে আরো ছোট হচ্ছে, আসলেই ছোট। একসময় সমগ্র বাংলাদেশেই বাঘ ছিল, মানুষের কারনে তা কোনঠাসা হতে হতে সুন্দরবনেই কিছুটা টিকে আছে এখনো। সুন্দরবনের বাঘ নিয়ে তেমন কোন গবেষণাই হয়নি এখনো। ছবি, ভিডিও হাতেগোনা কয়েকটি মাত্র। আপনারা অনলাইনে যে বাঘের ছবি দেখেন তার ৯৯.৯৯% অন্য দেশের। এখন এসে ভাবি এক সময়ের আমার সেই গর্বের পশুটি এই দেশে বিপন্ন। আমাদের পরিবেশ মন্ত্রনালয়ের এক অতিরিক্ত সচিব আবার বলেছেন “বাঘ না থাকলে কি হয় ? অনেক দেশেই তো বাঘ নেই !” এই যখন অবস্থা তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর, সাহসী, ক্ষিপ্র, হিংস্র, শক্তিশালী শিকারীকে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ছাড়া শেষ রক্ষা হবে ?
Related Posts

সি সেকশান বা সিজারিয়ান প্রক্রিয়ায় বাচ্চা জন্মদানে বিবর্তন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে
বিবর্তনবাদ তত্ত্ব বলছে যে, মানুষ আর পথিবীর বুকে চরে বেড়ানো অন্যান্য বাদঁর কিংবা বন-মানুষেরা অনেকRead More

বিবর্তন তত্ত্বের মাধ্যমে আবিষ্কৃত সব কিছুর সুবিধা নিয়েও দিনশেষে তারা বলেন বিবর্তন মিথ্যা
বিবর্তন কি তা গত দুইটা বছরের দিকে তাকালেই তা স্পষ্ট। করোনা ভাইরাস যে পরিমান মিউটেশনRead More

অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তি চাই। শিক্ষা ও জ্ঞান বিস্তারের বিনিময়ে হাতে বেড়ি নয় !
অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তি চাই। ধর্ম আর বিজ্ঞান দুইটা দুই জিনিস। কোনটার সঙ্গেRead More
Comments are Closed