
Pakistan's Support to India during Corona Outbreak
এগিয়ে যাক মানবতা, জয় হোক ভালবাসার; ঘৃনা, বিদ্বেষ, হিংসার চাষ নিপাত যাক
পাকিস্তান ও ভারত সরকার আজন্ম একে অন্যকে শত্রু জ্ঞান করেছে, অকারনে অনেক যুদ্ধ করে অনেক মানুষ হত্যা করেছে, ঘৃনা, বিদ্বেষ ছড়িয়েছে। দুই দেশের সরকার এবং কিছু মানুষও একে অপরকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়।
কিন্তু একটা অসাধারন জিনিস ঘটছে এখন পাকিস্তানে। করোনার দুর্যোগে ইন্ডিয়া যখন নাস্তানাবুদ তখন পাকিস্তানের সর্বোচ্চ টুইটার ট্রেন্ড হচ্ছে- “পাকিস্তান ইন্ডিয়ার পাশে আছে”- #PakistanstandswithIndia. এই ট্রেন্ড এখন টুইটার ছাড়িয়ে ফেসবুকেও চলে এসেছে। পাকিস্তানের টুইটারে এখন সর্বোচ্চ ট্রেন্ড এটাই। যদিও করার ক্ষমতা বা সামর্থ্য নেই, কিন্ত ইতিহাস বিবেচনা করলে এটা অনেক মাইল হাঁটার সমান।
পাকিস্তানের অনেক সংস্থা এগিয়ে আসতে চেয়েছে ভারতকে অক্সিজেন দিয়ে সাহায্য করার আর্জি নিয়ে। #IndiaNeedsOxygen #PakistanstandswithIndia #IndianLivesMatter লিখে টুইটার, ফেসবুকে সার্চ করলেই বুঝবেন। তাদের বিভিন্ন সমাজসেবী সংগঠনও ভারত সরকারকে এ্যাম্বুলেন্স আর ভলান্টিয়ার দিয়ে সাহায্য করতে ইচ্ছুক বলে চিঠি লিখেছে। সীমান্তের গুলি-গোলা, জঙ্গী হামলা বা পূর্বের বিভিন্ন যুদ্ধকে বাদ দিয়েও যে দুই দেশের মানুষের মধ্যে সখ্যতা আছে, মানুষের মধ্যে মানবিকতা যে আজও বিদ্যমান এর থেকে ভালো নজির আর হতেই পারেনা।

এমনকি ভারতের নিজদের যখন ট্রেন্ডিং টপিক তাদের ক্রিকেট ঈশ্বরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তখন পাকিস্তানের ট্রেন্ডিং টপিক ভারতের পাশে থাকা, ভারতের জন্য অক্সিজেন দেওয়া। এগিয়ে যাক মানবতা, জয় হোক ভালবাসার; ঘৃনা, বিদ্বেষ, হিংসার চাষ নিপাত যাক।
ধন্যবাদ পাকিস্তান ❤️
বাংলাদেশের ঘৃনা চাষীরা অবশ্য ভারতের মানুষের এমন নাস্তানাবুদ হতে দেখে ও মৃত্যু দেখে খুশি হচ্ছে ! কিন্তু এরা কখনোই বোঝেনা নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না।
বাংলাদেশের মানুষ তো টুইটার তেমন ব্যবহার করে না, আর ফেসবুকেও যারা আছে তাদের বেশীরভাগেরই মান, মনন, মানবিকতা উঁচু নয়।
Related Posts

Was this unexpected victory of Shibir in the DUCSU election actually expected?
At Dhaka University, Shibir is winning simply by securing votes – that’s the reality. AcrossRead More

ডাকসু নির্বাচনে শিবিরের এই অপ্রত্যাশিত বিজয় কি প্রত্যাশিতই ছিল?
ঢাকা ইউনিভার্সিটিতে শিবির ভোট পেয়েই জিতছে, এটাই বাস্তবতা। বাংলাদেশের সবক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু না কিছু ভুলRead More

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল
২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More
Comments are Closed