
Armstrong's Moon Landing
নীল আর্মস্ট্রং কি পৃথিবীতে ফিরে ধর্ম পরিবর্তন করেছিলেন ?
নীল আর্মস্ট্রং কি চাঁদে কোন সুমধুর সঙ্গীত শুনেছিলেন বা পৃথিবীতে ফিরে ধর্ম পরিবর্তন করেছিলেন ?
নীল আর্মস্ট্রং, চাঁদের বুকে পা দেওয়া প্রথম মানুষ। বাংলাদেশে লক্ষ মানুষের সামনে মঞ্চে বসে কিছু মানুষ এখন পর্যন্ত এই ২০২০ সালে এসেও তার সম্পর্কে মিথ্যাচার করে – তিনি চাঁদে ধর্মীয় সুমধুর শব্দ শুনেছেন এবং পরে তার ধর্ম পরিবর্তন করেছেন। লক্ষ মানুষ সেটা বিশ্বাস করে তৃপ্তির ঢেকুর নিয়ে বাড়ি ফেরে। কি দরকার এই সমস্ত মিথ্যাচারের ?
চাঁদে কোন বাতাস নেই। সুতরাং চাঁদে কোন শব্দ শোনা অসম্ভব। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখুনঃ
Can People Hear Sound on the Moon? : Audio & Sound –
নীল আর্মস্ট্রং নিজেও এই মিথ্যাচারের জবাব দিয়েছেন অনেকবার। তার জীবনীগ্রন্থ, প্রশ্ন-উত্তর সবখানে তিনি এই ভন্ডদের এই দাবী অস্বীকার করেছেন। মালয়েশিয়াতে হওয়া গ্লোবাল লিডারশিপ ফোরাম ২০০৫ এ সেপ্টেম্বর মাসে নীল আর্মষ্ট্রং অংশগ্রহণ করেন। ৬ সেপ্টেম্বর তারিখে মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক “স্টার মালয়েশিয়া” তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে। এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ৭ ই সেপ্টেম্বর ২০০৫ তারিখে। স্টার মালয়েশিয়ার আর্কাইভ লিংকে সেই নিউজটি পাবেন এখানেঃ https://www.thestar.com.my/news/nation/2005/09/07/armstrong-recalls-moon-landing
নীচ থেকে ২য় প্যারাটা পড়ুন। তিনি তার সম্পর্কে এই শব্দ শোনা ও পরে ধর্ম পরিবর্তনের কথা স্পস্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ব্যাপারটা এমন, তার নিজের সম্পর্কে তার চেয়ে বেশী জানে বাংলাদেশের বক্তারা ! আমারিকা সরকারের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যও আছে এই প্রপাগান্ডাকে মিথ্যা বলে।

এখন বলুন বাংলাদেশের স্টার বক্তারা আর কতদিন এই মিথ্যা গল্প ফাঁদবে ? এই গল্পের মতো শত শত মিথ্যা গল্প তারা ফাঁদে বিজ্ঞান ও বিজ্ঞানীদের সম্পর্কে। কি দরকার এই মিথ্যাগুলো বলে তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষকে বোকা বানানোর ?
Related Posts

ফেবু মুমিনদের সহজ সরলতা, কুযুক্তি ও শেষে চাপাতির কোপ !
ফেসবুকীয় মুমিন মানেই ‘ছাগল” অন্যকথায় ছাগু (ফেসবুক আবার তাদের সম্মানার্থে ছাগু সরাসরি লিখলে গোস্বা করেRead More

ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার পশ্চাৎযাত্রা
বাংলাদেশে সাইন্সের স্টুডেন্টদের অবস্থা খুবই শোচনীয়। সারাবছর বিজ্ঞানের জাহাজ মাথায় নিয়ে ঘুরবে, কিন্তু বিশ্বাস করবেRead More

সি সেকশান বা সিজারিয়ান প্রক্রিয়ায় বাচ্চা জন্মদানে বিবর্তন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে
বিবর্তনবাদ তত্ত্ব বলছে যে, মানুষ আর পথিবীর বুকে চরে বেড়ানো অন্যান্য বাদঁর কিংবা বন-মানুষেরা অনেকRead More
Comments are Closed