LGTBQIA2S+
LGTBQIA2S+ Rights

LGTBQIA2S+ Rights

সেই সন্ধ্যার কথা ভাবলে এখনো আমি ভয়ে চুপসে যাই

এ মাসের শুরু থেকে রাত ১০/১১টার পরে মেট্রো ট্রেন ভরা থাকে যাত্রীতে। বেশীরভাগই সমপ্রেমী কাপল। কেউ কারো পেট, মুখ স্পর্শ করে আনন্দ নিচ্ছে/দিচ্ছে, অন্যকেউ আর একজনের কোলের উপরে বসেছে। এমন দেখতে হচ্ছে প্রায়ই। পরে বুঝলাম এখন প্রাইড মাস চলছে। মানে এখন মাসটি সমপ্রেমীদের জন্য উৎসর্গ করা। LGTBQIA2S+ দের রংধনু পতাকার ডিজাইন অনেকের শরীরে, জামায়, হাতে। LGTBQIA2S+রাও যে সমাজের অংশ এবং সমাজে তারাও সাধারন মানুষের মতো যে চলতে পারে এ উপলক্ষে অন্যদের সচেতন করতেই মূলত তাদের নিয়ে একটি মাস।

একসময় খ্রিস্টানরা সমপ্রেমের তীব্র বিরোধীতা করেছে, অনেককে হত্যাও করেছে ঠিক যেমনভাবে তারা বিখ্যাত বিজ্ঞানী গালিলিওকেও হত্যা করেছিলো যিনি প্রথমে প্রমান দিয়ে দেখিয়েছিলেন পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্র। খ্রিস্টান চার্চ সেদিন তার সেই আবিষ্কার মেনে তো নেয়ইনি বরং তাকে হত্যা করেছিলো ঈশ্বরের বানীর বিপরীতে বলায়। কিন্তু আজ খ্রিস্টান চার্চগুলোর অন্য কোন উপায় নেই, তারা এখন সমপ্রেমীদের শুধু স্বীকারই করে নিচ্ছে না, তাদের জন্য আলাদা উৎসবও করছে। দেখেন, তাদের নামফলকে সেটা উল্লেখ করে রেখেছে।

LGTBQIA2S+ Rights Church

অনেকে মনে করে থাকেন সমপ্রেম মানুষের বিকৃত রুচির ফল। কিন্তু আসলে তা নয়। মানুষের জন্মের সময় কোন এক বিশেষ মিউটেশানের কারনে মানুষের শারীরিক কিছু পরিবর্তন আসে, যার কারনে একজন পুরুষ একজন পুরুষকে, একজন নারী অন্য একজন নারীকে, আবার অনাকে একই সঙ্গে পুরুষ, নারী দুইটাকেই পছন্দ করে। আবার শতকরা একজন আছেন এসেক্সুয়াল যাদের কোন সেক্সের অনুভূতিই আসে না। তারপরে আছে ট্রান্সজেন্ডার। বাংলাদেশের সমাজে এদের অনেক অভিশপ্ত জীবন কাটাতে হয়। সামাজিক, পারিবারিক কারনে অনেককে নামকাওয়াস্তের বিয়েও করতে হয়, সন্তানও হয় অনেকের কিন্তু মানসিকভাবে মেনে নিতে পারে না তার স্ত্রী বা স্বামীকে। শত শত মানুষ আছে এমন, আমরা তাদের খোঁজ রাখি না। এগুলো সবই মানুষের শারিরীক কারনে হয়, কারো বিকৃত রুচির ব্যাপার না।

সমপ্রেমীদের অধিকার নিয়ে লেখার কারনে আমাকে হামলা করা হয়েছিলো, আমার শরীরে চিরস্থায়ী ক্ষতি করে দিয়ে গেছে এক ইসলামী মৌলবাদী।

আমাকে যদি বলা হয় এক লক্ষ টাকা দিবে, কোন ছেলের সঙ্গে শুতে হবে। আমি কখনোই রাজী হবো না, আমার গা গুলাবে এই কথা ভাবলে। তেমনি একজন সমপ্রেমীকেও বিপরীত লিঙ্গের কারো সঙ্গে শুতে বললে তারও গা গুলাবে। কিন্তু মানুষ এই বিষয়টাকে মেনে নিতে পারে না। মানুষের এই কমন সেন্সটুকু নেই যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কে কার সঙ্গে থাকবে, খাবে, ঘুরবে, সংসার করবে, শোবে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। ইসলাম বলেছে সমপ্রেমীদের হত্যা করতে, কি বর্বর এই ধর্মগুলো। খ্রিস্টিয়ানিটি ভায়োলেন্ট চরিত্র থেকে বের হয়ে আসতে পারলেও ইসলাম পারেনা। তাদের অনুভূতির কারেন্ট আবার অনেক তীব্র।

LGTBQIA2S+ Rights HP

শুধু কি মানুষ? না, অন্য অনেক প্রাণীদের ভিতরেও এমন সমপ্রেমের বৈশিষ্ট্য দেখা যায়। এমন শতাধিক প্রজাতি সনাক্ত করা গেছে। এই বিষয় নিয়ে আগে কয়েকবার লিখেছি আমি। এমনকি শুধু এই সমপ্রেমীদের অধিকার নিয়ে লেখার জন্য আমাকে এক মৌলবাদী জঙ্গি আক্রমন করে হত্যার চেষ্টাও করেছিলো, আমার শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতি করে দিয়েছে উক্ত জঙ্গি যার কুফল আমি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি, হয়তো সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। তার কথা ছিলো আমি কেন ইসলামের বিরুদ্ধে লিখেছি! আমি প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারিনি, তাহলে গণপিটুনি বা আগুনে পুড়িয়ে আমাকে মারতো উন্মত্ত জনতা, এ বিষয়ে লিখেছি জানলে তারা সবাই জিহাদী জোসে ঝাপিয়ে পড়তো। সেই সন্ধ্যার কথা ভাবলে এখনো আমি ভয়ে চুপসে যাই, অন্য দুইজন মানুষের কারনে আমি জীবনে বেঁচে ফিরেছিলাম সেদিন। ক্ষুদ্র একটা শারিরীক বৈশিষ্ট বহন করা গোত্রদের নিয়ে লিখলেও এই উন্মাদদের উন্মত্ততা বেড়ে যায়। দুনিয়ার সবাই পরিবর্তন, আধুনিকায়নের পথে হাঁটলেও এরা হাঁটে না। এটাই ইসলামী মৌলবাদীদের চোখে তাদের তথা তাদের আল্লার সফলতা যে আল্লার (মোহাম্মদের) বলা কথার বাইরে কেউ কিছু বললে তাদের জীবনকে তারা নরকে পরিনত করে দেয়, তাদের মূর্খতার এমন শক্তি।

Related Posts

attacks over blasphemy claim in Bangladesh

How much longer will the Muslim extremists in Bangladesh continue to oppress Hindus?

Ever since I became aware of the world around me in Bangladesh, I’ve witnessed violenceRead More

vandalism against minority Hindus by Islamic extremists

বাংলাদেশের মুসলিম উগ্রবাদীরা হিন্দুদের উপর আর কতো অত্যাচার চালাবে?

বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি, ইসলাম ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের নবীকে অবমাননারRead More

Fundamentalist Persecution of Atheist in Bangladesh

The Uncertain Lives of Freethinkers in Bangladesh: Fundamentalist Persecution of Atheist and Secular Bloggers

Over the past decade, freedom of expression in Bangladesh has been severely restricted, especially forRead More

Comments are Closed