
Hajj Business of Saudi Arabia!
সৌদি আরবের বিলাসিতার অনেকটাই যোগান দেই আমরা, গরীব দেশেরা
King Salman orders $15 million aid for Myanmar Rohingya refugees – ARAB NEWS
চিন্তা করতে পারেন কত বড় উদার মনের বাদশাহ ও শাসক হলে ১৫ মিলিয়ন ডলার অনুদান দিতে পারে সৌদি বাদশাহ ! ১৫ মিলিয়ন ইউ এস ডলার।
—————–
যারা জানেন না তাদের জন্য বলি ১ মিলিয়ন = ১০ লক্ষ, ১ বিলিয়ন = ১০০ কোটি। ১ ডলার = ৮৪ বাংলা টাকা
এখন নিজেরাই হিসাব করুন। এত্ত টাকা দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজিদের কত্ত কত্ত দিন চলে যাবে। ৯ লক্ষ রোহিঙ্গার প্রত্যেকে ১৪০০ টাকা করে পাওয়ার কথা। এত্ত টাকা দিয়ে কি করবে রোহিঙ্গারা ? বাপরে বাপ !
—————–
এটা একটা এলোমেলো পোস্ট যার ধারাবাহিকতার কিছু ঠিক নাই, এক লাইনের সঙ্গে পরবর্তী লাইনের কোন মিল নাই। তথ্য ও সংখ্যার হিসাব যারা মিলাতে চান তারা গুগল করে মিলিয়ে নিতে পারেন।
—————–
সৌদি আরবের বর্তমান রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে আব্দুল আজিজ ইবনে সৌদের মাধ্যমে। পৃথিবীর একমাত্র দেশ যার নাম একজন মানুষের নামে। তার বউয়ের সংখ্যা ছিল ২২ এবং তিনি ১০০ এর উপরে সন্তান জন্ম দেন যার মধ্যে ৪৫ জন ছেলে মানে প্রিন্স।
—————–
সৌদি রাজপরিবারের মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৫০০০ এর অধিক যার মধ্যে ২০০০ জন সরাসরি ক্ষমতাধর। সৌদি প্রিন্সদের সবাই সরকার থেকে মাসে ৫০০ থেকে ৩০০০ ডলার পর্যন্ত ভাতা পায়। এই ভাতা কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হয়।
—————–
বর্তমান সৌদি বাদশা সালমান ব্যক্তিগতভাবে ১৭ বিলিয়ন ডলারের মালিক। নিজেই হিসাব করুন কত টাকা হয়।
—————–
প্রিন্স আলওয়ালিদ বিন তালাল এর চেয়ে বেশী সম্পদের মালিক যিনি পৃথিবীর অন্যতম শীর্ষ ধনকুবের। তার ছেলে ইউরোপে পড়ে যার প্রাইভেট কার সোনায় মোড়ানো। প্রিন্সের নিজের ব্যক্তিগত বিমানটির অভ্যন্তরেও সোনার ঝলকানি। কি জানি, কেন তারা এত সোনার প্রতি আসক্ত !
—————–
ছবিতে যে প্লেনটি দেখছেন সেটি সৌদি রাজকীয় প্লেন। সৌদি বাদশা গত বছর ২০১৭ সালের মার্চে ইন্দোনেশিয়া ভ্রমনের সময়কার ছবি এটি। এর যে সিঁড়ি সেটা সাধারন সিঁড়ি নয়। এস্কেলেটর মানে চলন্ত সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে নামার কষ্টটাও যেন না করতে হয় সৌদি বাদশাদের ! মাঝপথে সে চলন্ত সিঁড়ি থেমে গিয়েছিল ইন্দোনেশিয়ায়। এটি বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল। সার্চ দিলেই পাবেন ভিডিওসহ। এই সফরে তার সঙ্গী হয়েছিল মোট ১৫০০ জন। তার মধ্যে ৮০০ জন ছিল তার ব্যক্তিগত ভৃত্য মানে চাকর চাকরানী। তার সঙ্গে খাট পালং সহ মোট ৪৫ টনের মত জিনিসপত্র ছিল। ১ টন মানে প্রায় ৩০ মন বা ১২০০ কেজি। ৪৫ টন ? বড় ৩-৫ টি ট্রাক লাগবে সেগুলো বহন করতে। এক সফরে বেশ কয়েকটি বিমান লাগে তার এবং খরচ হয় ১০০০ কোটি টাকার বেশী। ( রোহিঙ্গাদের জন্য সাহায্য দেয় ১২০ কোটি টাকা )। ব্যাপার না ! আপনি প্রতিদিন রেস্টুরেন্টে খান ১০০০ টাকার, ভিক্ষুককে কি ১০০ টাকা দেন ? নাকি ১/২ টাকা দেন? ব্যাপার আছে, আপনার টাকা আপনার কষ্টে উপার্জিত ব্যাক্তিগত কিন্তু সরকারের টাকা দেশের জনগনের। সৌদির ক্ষেত্রে প্রকৃতির অফুরন্ত তেল।
.
আমাদের দেশের সরকার প্রধান বিদেশে যান ১০০ জন সঙ্গী নিয়ে, তাই আমরা সমালোচনা করে কুল পাই না। তাও তিনি যান প্লেনের অন্য যাত্রীদের সঙ্গে শেয়ার করে। এক সফরের জন্য একটা আলাদা প্লেন খুব কমই হয় আমাদের সরকার প্রধানের জন্য।
—————–
অনুবাদ করতে ভাল্লাগছে না। ইংরেজীতে পড়ুন অথবা গুগল ট্রান্সেলেটরে অনুবাদ করে নিন বাংলায়
When money is just a footnote
“Money can’t buy you love” but it can surely buy a royal life.
Well, some people take luxury to a whole new level.
Buying a Lamborghini is itself a big deal, but what about a gold plated beast in your garage?
Saudi billionaire Turki Bin Abdullah has a fleet of cars – Rolls-Royce Phantom Coupe, Mercedes jeep, Lamborghini Aventador Super Veloce and gold Bentley.
All of the exotic motors are wrapped in gold vinyl, with a model for every occasion.
—————–
Flight for falcons
What is the weirdest check-in baggage you have ever heard?
Recently Saudi prince was in the news as he booked individual seats for each of his 80 falcons. You read it right.
He was flying in United Arab Emirates and the airlines took special care of the prince’s priced possessions.
—————–
Golden toilet as a wedding gift
Saudi Arabia’s king Abdullah gifted a golden toilet on his daughters wedding.
The toilet was completely fitted with gold furnishings including this golden commode and the golden bidet in the background.
—————–
Diamond ring? No, car
Buying a luxurious Mercedes Benz is not enough for Prince Al Talal bin Abdul Aziz, so he crusted some diamond all over the car for his 38th birthday.
You read it right, that’s a diamond studded car.
—————–
Kim Kardashian ‘is offered $1million to spend an evening partying with Saudi Arabian prince’
আমেরিকার প্রখ্যাত রিয়েলিটি শো উপস্থাপিকা কিম কার্দাশিয়ান কে ১ মিলিয়ন ডলার দিয়েছিল এক সৌদি প্রিন্স তার জন্মদিনে সন্ধ্যায় শুধু তার উপস্থিত থাকার জন্য। ১ মিলিয়ন ডলার। সৌদি রোহিঙ্গা রিফিউজিদের জন্য কিন্তু এর চেয়ে অনেক বেশী দিয়েচে, এর দেড় গুন মানে ১.৫ মিলিয়ন ডলার!
—————–
১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গিয়েছিলেন সৌদি আরবে আর যাওয়ার সময় উপহার হিসেবে সৌদি বাদশাহর জন্য তিনি নিয়েছিলেন একটি পারফিউম, যার মূল্য ছিলো এখনকার একশ পাউন্ড এর মত।
তবে সফরে বাদশাহ তাকে যা উপহার দিলেন তাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চক্ষু চড়কগাছ, কারণ সোনার তৈরি তলোয়ার থেকে শুরু করে ডায়মন্ড রিং- সবই ছিলো তাতে।
এরপর দেশে ফিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্ডার দিলেন তখন চলা বিশ্বযুদ্ধ শেষ হলে রোলস রয়েস ব্রান্ডের গাড়ি সৌদি বাদশাহকে পাঠাতে। সেটি কার্যকরও হলো সাত মাস পরেই।
—————–
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের গত বছর সৌদি সফরের সময় বাদশাহর দেয়া এক গাদা উপহারের মধ্যে ছিলো বিভিন্ন ধরনের সোনার তলোয়ার, ছুরি, চামড়ার তৈরি বুলেট রাখার বেল্ট, কোমরে আগ্নেয়াস্ত্র রাখার হোলস্টার, সোনার কারুকার্যময় পোশাক, মাথায় ব্যবহারের অনেকগুলো স্কার্ফসহ আরব ঐতিহ্যবাহী গার্মেন্ট, চামড়ার জুতো, পারফিউম ও শিল্পকর্ম। তবে সৌদি বাদশাহ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয়, তাঁর সফরসঙ্গী সবাইকেই একই ধরনের উপহার দিয়েছেন। মোট উপহারের মূল্য ছিল প্রায় ২০,০০০ কোটি টাকার মত।
[এখানে বলে রাখি, মার্কিন প্রেসিডেন্ট চাইলেই তার মন মতো উপহারগুলো নিজের কাছে রাখতে বা শিল্পকর্মগুলো তার অফিস বা বাসার দেয়ালে টাঙ্গাতে পারবেন না। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশী সরকারের কাছ থেকে পাওয়া ৩৯০ ডলারের বেশি মূল্যমানের কোন উপহার নিজের কাছে রাখতে পারেন না যুক্তরাষ্ট্রের সরকারের কেউ। তবে সরকারি কর্মকর্তারা বাজার মূল্যে সেটি কিনে নিতে পারেন যেমনটি করেছিলেন হিলারি ক্লিনটন ২০১২ সালে। মিয়ানমারের নেত্রী অং সান সু চির কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি মুক্তোর নেকলেস তিনি কিনে নিয়েছিলেন ৯৭০ ডলার দিয়ে ]
—————–
প্রেসিডেন্ট ট্রাম্প সৌদিতে ৩৫০ বিলিয়ন ডলার অস্ত্র বিক্রির চুক্তি করেছে । ৩৫০ বিলিয়র ডলার কিন্তু, মিলিয়ন নয়। আবার ক্যালকুলেটরে হিসাব করুন। বাংলাদেশের ৮ বছরের রাষ্টীয় বাজেটের সমান টাকা প্রায়।
—————–
সৌদি এক প্রিন্স তার মেয়ের বিয়েটে সোনার তৈরি জামাকাপড় উপহার দিয়েছিল।
—————–
সৌদি প্রিন্স তালাল এখন বন্দী। তাকে মুক্তি দেয়ার বিনিময়ে কর্তমান ক্রাউন প্রিন্স যে টাকা দাবী করেছেন তা ৬ বিলিয়র ডলার।
—————–
সৌদি আরবের বাদশাদের এই যে বিশাল বিলাসিতার খরচ তার অনেকটাই যোগান দেই আমাদের দেশের মত অনেক দেশ থেকে প্রতিবছর।
Related Posts

What was the number of martyrs in the 1971 Liberation War?
The claim of 3 million martyrs is entirely unrealistic – there’s no logical basis toRead More

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত? ৩০ লক্ষ নাকি ২ হাজার?
৩০ লক্ষ কথাটা পুরোটাই অবাস্তব বয়ান, কোন যুক্তিতেই এটা মানা যায় না। আবার ২/৩ হাজারRead More

Human Resource Development Is More Crucial Than Infrastructure
In Bangladesh, the government, bureaucrats, and laborers often boast about the country’s development by showcasingRead More
Comments are Closed