
Gimli Glider
Gimli Glider: যেভাবে রক্ষা পেয়েছিল এয়ার কানাডার ৬৯ জন যাত্রীর জীবন
মানুষ পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। এজন্য দেখবেন ফেসবুকের লুক, ফিচার একটু পরিবর্তন করলেই চারিদিকে হাহাকার পড়ে যায়। জীবনেও তাই, মানুষ অবচেতন মনেই নতুন কিছুকে আয়ত্ব করতে চায় না। যার প্রমান এয়ার কানাডার ফ্লাইট ১৪৩, যাকে Gimli Glider বলা হয়।
জুলাই ২৩, ১৯৮৩। এয়ার কানাডার বোয়িং ৭৬৭-২৩৩ নিয়ে রওনা দেন ১৫০০০ ঘন্টার অভিজ্ঞ পাইলট বব পিয়ারসন। ফ্লাইটটি মূলত অটোয়া থেকে এডমন্টন যাওয়া আসা করে। গ্রাউন্ড থেকে ফুল ফুয়েল লোড করেই বিমান ছাড়া হয়। কিন্তু ঐদিন মাঝ আকাশে হঠাৎ বিমানের ফুয়েল ফুরিয়ে যায় হঠাৎ। এমনটা তো হওয়ার কথা নয়। স্বাভাবিক ভাবেই ইঞ্জিন যায় বন্ধ হয়ে। তবে বিমানের ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ হয়ে গেলেও হঠাৎ নীচে পড়ে না। পাইলট বব পিয়ারসন ৪২০০০ ফুট উঁচু থেকে নীচে পড়তে পড়তে ১২০ মাইল দূরের উইনিপেগে বিমান নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৬৯ জন মানুষের জীবন তার হাতে, তার নিজের জীবনও মূল্যবান। ১২০ মাইল দূরে নেয়া সম্ভব না ভেবে নিকটে ম্যানিটোবার গিলমি বিমানবন্দরে ইমারজেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন যেখানে কোন রেসকিউ এর ব্যবস্থা ছিল না। তাও রিস্ক নিলেন। প্রবল বেগে বিমান নীচে পড়ছে, সামনেও আগাচ্ছে, যাত্রীদের চিৎকার, জীবনের শেষ দিন!
কিন্তু না, দক্ষ পাইলট চিৎকাৎ করে বিমান ল্যান্ড করালেন, বিমানের ক্ষতি হলেও ১০ জনের সামান্য ইনজুরি নিয়ে ৬৯ জন যাত্রীর সবাই বেঁচে যান। এ এক অবিষ্মরনীয় ঘটনা যা ইতিহাসে Gimli Glider নামে পরিচিত।
এই ঘটনা কেন ঘটেছিল ? কানাডায় তখন ছিল পাউন্ডের প্রচলন। হঠাৎ বিশ্বব্যাপী ম্যাট্রিক পদ্ধতির কেজি, মিটার, লিটারকে স্ট্যান্ডার্ড ঠিক করা হয়। কানাডার জন্য বোয়িং এর ঐ বিমানটিই ছিল প্রথম কোন লিটারে হিসাব করা ফুয়েলের বিমান। ঐযে প্রথমে বললাম মানুষ পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। গ্রাউন্ড মেইন্টেন্যান্সের এক ইঞ্জিনিয়ার এই বাঘড়াটা বাঁধিয়েছিলেন। ১ লিটার = ২.২ পাউন্ড। মানে ২২০০ পাউন্ডে ১০০০ লিটার। এখন যে বিমানে লোড করার কথা ছিল ১০০০ লিটার ফুয়েল তিনি সেখানে ১০০০ পাউন্ড লোড করে দিলেন, মানে ৫৪৫ লিটারের একটু বেশী। এই গাণিতিক ভুল ৬৯ জন মানুষের জীবন প্রায় নিয়েই নিচ্ছিল।
ছবিতে যাকে দেখছেন তিনি সেই ঐতিহাসিক পাইলট বব পিয়ারসন।
Related Posts

Sunlight: A Natural Medicine, Cultural Wisdom, and the Key to Healthy Longevity
For thousands of years, many civilizations have worshipped the sun as a deity – notRead More

সূর্যের আলো: প্রাকৃতিক ঔষধ, সাংস্কৃতিক শিক্ষা ও স্বাস্থ্যকর দীর্ঘায়ুর চাবিকাঠি
হাজার হাজার বছর ধরে অনেক সভ্যতা সূর্যকে দেবতা মানে; শুধু বৈদিক, পৌরাণিক, এবং সাংস্কৃতিক ঐতিহ্য,Read More

Protecting women is a man’s responsibility – this is a lesson rooted in evolutionary psychology
A common tendency across all societies is to take extra care of women. This isRead More
Comments are Closed