
Coronavirus: A Doctor's Story
২০২০ঃ করোনাভাইরাস জন্ম দিলো অনেক ইতিহাস, এক নারী ডাক্তারের ভাষায় দেখুন তার একটু
হাসপাতালে যাওয়ার পথে রাস্তার দিকে দেখতে দেখতে যাই। শত ভীড়, কোলাহল আর জ্যাম পাড়ি দিয়ে যেসব পথগুলো দিয়ে যেতাম, সেসব এখন অনেকটাই নির্জন। হাসপাতালের সামনেও লোকসমাগম কম, কিন্তু ভিতরের চিত্র একেবারেই আলাদা। প্রায় সববেডেই ভর্তি রোগী। জরুরি বিভাগে কিছুক্ষণ পরপরই রোগী আসছে। প্রাত্যহিক রোগগুলিও যে থেমে নেই। যখনই কেউ জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে আসে আমার ভিতরটা কেঁপে উঠে। রোগীর লোকদের বাসা কোথায় জানতে চাইলে কেমন যেন রেগে যায়, অনেকে বিরক্ত হয়। সবাই বোঝাতে চায় তাদের করোনা নেই। অনেকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় তাদের করোনা হতেই পারে না!

রোগীরা আসে দূরদূরান্ত থেকে। ভীতসন্ত্রস্ত তাদের চাহনি! খেয়াল করলাম তারা সবাই মাস্ক পরা। ভালো লাগে দেখে যে তারা এখন অনেকটাই সচেতন, কিন্তু মাস্কটা যে কাপড়ের সেই সাধারণ মাস্ক! ধূলোবালি থেকে কিছুটা মুক্তি দিলেও করোনাকে কখনই এসব ঠেকাতে পারবে না। কত নিরীহ মানুষগুলা, সবাই বাঁচতে চায় কিন্তু বাঁচার সামর্থ্য থেকেও নেই! যে মাস্কটা সত্যিকারেই কার্যকর সেটা তাদের জন্য অনেকই দামী। আর এখনতো বাজারে আবার নকলের রাজত্ব। নকলের আড়ম্বরে প্রবল প্রতাপশালী প্রজারা!
আমার বেতনে দুটো পিপিই, দুটো মাস্ক, দুটো গগোলস কিনেই আমি ক্ষান্ত। আর মাস্কটা আসল কিনা নকল, তা ভাবতে ভাবতে আমি ক্লান্ত! কোন বাড়তি অনুদানের আশায় কাজ করিনা। কোন যোগ্য প্রতিদানের ভাষাও আমি চিনিনা। কর্মক্ষেত্রে শুধু উপযুক্ত নিরাপত্তা চাই। বিষবাষ্পে আমি নীল হতে চাইনা। চাই শুধু পর্যাপ্ত করোনা প্রতিরোধক। রুখে দিতে চাই অদৃশ্য সেই দানবকে।
জানি এই ভয়াল কালোরাত ছাপিয়ে একদিন ভোরের আলো ঠিকই আসবে। শুধু সেটা দেখার জন্য আমি, আমরা থাকব কিনা জানিনা! অসীম শক্তিধর একজন উপর থেকে সব দেখছেন। শেষের শুরুটা পরম আদর নিয়ে তিনিই টানবেন। এটাই আমার বিশ্বাস।
[ ডা. জোহরাফ মুনা ]
Related Posts

Human Resource Development Is More Crucial Than Infrastructure
In Bangladesh, the government, bureaucrats, and laborers often boast about the country’s development by showcasingRead More

What is the main purpose of people coming to Earth?
Many people are confused by this question. In the swing of this wandering, they tryRead More

নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ?
Is Prophet Muhammad the greatest human of all time? কিছু মুমিন দাবী করে বিধর্মী বড়Read More
Comments are Closed