Charity
Charity Work - Mass Awareness during Covid Pandamic

Charity Work

সবার জন্য মানুষ, মানুষের জন্য সবাই। মানবিক কাজের কোন ভেদাভেদ হয় না

Abdul Wahab Mamun এর সঙ্গে সামাজিক কাজের সম্পর্ক আমার বহুদিনের। ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে শীতের রাতে পত্রিকার প্রুফ রিডিং, মেকিং শেষে রাত ১১/১২ টার সময় ভ্যান ধরে ২০ কিলোমিটার দূরের বাড়ি ফেরা থেকে শুরু করে আরো কত সামাজিক কাজ করেছি আমরা।

সে ও তার বড় ভাই অনেক আগে থেকেই স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের সংগঠক। তার ভাই বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যকবার রক্ত দিয়েছেন যদিও কোন পত্রিকা তার দিকে নজর দেয়নি। একবার হানিফ সংকেতের ‘ইত্যাদি’র সঙ্গে যোগাযোগ করলে তারা একটা প্রতিবেদন করতে চেয়েছিলেন কিন্তু খরচ সহ অনেক ব্যাপারে সেটা আর বেশীদূর আগায়নি। ‘ইত্যাদি’র সমালোচনা করে সবার বিরাগভাজন হতে চাই না।

বর্তমানে কোভিডের সময় যে জিনিসটি সবচেয়ে কম হয়েছে তা হলো জনগনকে সচেতন করে কোভিড মোকাবিলায় সম্পৃক্ত করা। গত দেড় বছরেও কাজটা সঠিকভাবে হয়নি। যার কারনে জনগন মাস্ক পরে না, দূরত্ব মানে না, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাকে গুরুত্ব দেয় না। করোনায় মারা যাওয়াদের দাফন-কাফনের পাশাপাশি ‘সেবা’র শাহীন ভাই, মিজান ও মামুনের টীম বর্তমানে সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে। এতোদিন তাদের একটা হ্যান্ডমাইক ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক বন্ধু একটি হ্যান্ডমাইকের ব্যবস্থা করে হাজার মানুষের কাছে সচেতনার বানী পৌঁছে দেয়ার সুযোগ করে দিয়েছেন।

‘সেবা’য় শুরু হয়েছে বিনামূল্যের অক্সিজেন সেবাও। কেউ যদি শ্বাসকষ্টে ভুগে থাকেন, করোনাভাইরাস, কোভিডের কারনে মৃত্যুশয্যায় থাকেন তবে দেরী না করে সেবার সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন গ্রহনের জন্য। পারিবারিকভাবে আমাদের একটি অক্সিজেন সিলিন্ডার, কীট ও অক্সিমিটার দেয়াও সৌভাগ্য হয়েছে সেবাকে। সেটা দিয়েই অক্সিজেন সেবা শুরু, আশা করি এর পরিমান আরো বাড়বে অচিরেই। মামুন ও শাহীন ভাইকে অনুরোধ করবো একটি ইমেজ গ্রাফিক্স তৈরি করে ফেসবুকে প্রচার করতে, তাহলে সবাই ‘সেবা’র অক্সিজেন সেবার কথা জানতে পারবে।

Enamul Haque, উনার বাড়ি খুলনার পাইকগাছায়। স্বনামধন্য ব্যাংকার। ‘সেবা’র কার্যক্রমের কথা শুনে উনিও কিছু অনুদান পাঠিয়েছেন। ‘তারাভান’ ও ‘সেবা’র জন্য উনি আলাদা আলাদা করে অনুদান পাঠিয়েছেন। মানবিক কার্যমক্রমের কোন অঞ্চল, ভৌগলিক সীমারেখা, দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ হয় না। সবার জন্য মানুষ, মানুষের জন্য সবাই।

Related Posts

DUCSU election 2025

Was this unexpected victory of Shibir in the DUCSU election actually expected?

At Dhaka University, Shibir is winning simply by securing votes – that’s the reality. AcrossRead More

DUCSU Election 2025 and Shibir

ডাকসু নির্বাচনে শিবিরের এই অপ্রত্যাশিত বিজয় কি প্রত্যাশিতই ছিল?

ঢাকা ইউনিভার্সিটিতে শিবির ভোট পেয়েই জিতছে, এটাই বাস্তবতা। বাংলাদেশের সবক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু না কিছু ভুলRead More

15 February 1996 Election

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল

২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More

Comments are Closed