A Real Hero

A Real Hero

মানবিক মানুষেরা নিজেদের কথা ভাবেন না, তাদের দূর্দশা কে দেখে ?

নারায়নগঞ্জের খোকন সাহার লাশ পড়ে ছিল বাসার সিঁড়ির উপর। ভাই/আত্মীয়স্বজন কেউ আসেনি লাশ সৎকারের জন্য। উপায়ন্তর না দেখে খোকন সাহার স্ত্রী ফোন করেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকারকে । মাকসুদুল আলম তখন আরেক ব্যক্তির লাশ দাফন করছিলেন মাসদাইর গোরস্থানে। তিনি বলেন ‘লাশটি দাফন শেষে আমি আসতেছি।’ খোকন সাহার কোন ছেলে নেই এবং ভাই/ আত্মীয়স্বজন কেউ মুখাগ্নি করতে রাজি হননি। তখন খোকন সাহার স্ত্রী কাউন্সিলর মাকসুদুল আলমকে বলেন – ভাই আপনি নিজেই মুখাগ্নি করে দিয়েন। মাকসুদুল আলম ও তার দলের অন্য সদস্যরা খোকন সাহার লাশ দাহ করলেন শ্মশানে।

ভদ্রলোক আপাদমস্তক ইসলাম ধর্মানুরাগী ধার্মিক হবার পরেও হিন্দুধর্মের মৃতদেহ হিন্দুধর্মের রীতি অনুযায়ী শ্মশানে সৎকারের বন্দোবস্ত করেছেন। মুসলিমদের মৃতদেহ তো সৎকার করেছেনই। লকডাউন ও সংকটময় পরিস্থিতির মধ্যেও তাঁর কর্মকাণ্ড অন্য দশজন মানুষ থেকে তাকে আলাদা করে উজ্জ্বল করেছে। মানবতার জন্য, মানুষের জন্য ধর্মীয় পরিচয়ের ঊর্ধে উঠে নিজের জীবনকে বিপন্ন করে তিনি যে কাজ চালিয়ে যাচ্ছেন তাকে অভিনন্দন বা প্রশংসা করলেও তাঁকে ছোট করা হবে। আমরা যা পারিনি, তিনি তা করেছেন। আমরা যা বলেও করিনি, তিনি না বলেও তা করেছেন।

তার স্ত্রীর করোনা ধরে পড়ে ১০ দিন আগে, তার জীবন বিপন্ন। কয়েকদিন আগে তার নিজের শরীরেও ধরা পড়ে করোনা। বাংলাদেশে কোটি কোটি অকাজের মানুষ, এমন কাজের মানুষ খুব কমই আছেন। তাদের বাঁচিয়ে রাখাটা খুব জরুরী।

Related Posts

DUCSU election 2025

Was this unexpected victory of Shibir in the DUCSU election actually expected?

At Dhaka University, Shibir is winning simply by securing votes – that’s the reality. AcrossRead More

DUCSU Election 2025 and Shibir

ডাকসু নির্বাচনে শিবিরের এই অপ্রত্যাশিত বিজয় কি প্রত্যাশিতই ছিল?

ঢাকা ইউনিভার্সিটিতে শিবির ভোট পেয়েই জিতছে, এটাই বাস্তবতা। বাংলাদেশের সবক্ষেত্রে ম্যানেজমেন্ট কিছু না কিছু ভুলRead More

15 February 1996 Election

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল

২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More

Comments are Closed