
The role of the family in sex education
শিশু, কিশোর, তরুণদের সঠিক যৌন শিক্ষাটা শুরু হোক পরিবার ও বিদ্যালয় থেকে
আমি যখন ক্লাস নাইন বা টেনে পড়ি তখন বিবিসি বাংলা সার্ভিস একটা অনুষ্ঠান করতো শরীর ও সম্পর্ক। তখনকার দিনে আমরা বলতে গেলে তেমন কিছুই জানতাম না প্রজনন স্বাস্থ্যের, যাও জানতাম তাও ভুলে ভরা। স্কুল সহশিক্ষার না হওয়ায় মেয়েদের বিষয়ে জানা তো দূরে থাক, লজ্জায় লাল হয়ে যেতাম শারীরিক সম্পর্ক জাতীয় শব্দ শুনলেও। সেই সময় বিবিসি কিছু বই বিতরন করেছিল। বইটা ছিল খুবই উপকারী। একটা শিশু কত ভুল, অনিরাপদ ও অস্বাস্থ্যকর যৌনশিক্ষা নিয়ে বেড়ে উঠে আমাদের সমাজে তা জরিপ করলেও বোঝা যায়। যৌনশিক্ষাকে একটা ট্যাবু হিসাবে ধরা হয়।
আজ যে প্রশ্ন সামনে এসেছে, বিকৃত যৌনাচার, ফরেন বডির ব্যবহার এগুলো কি হুট করে চলে এসেছে ? বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ এমনকি বয়স্করা পর্যন্ত জানে না কোন ধরনের যৌনতা তাদের জন্য ক্ষতিকর, কে ক্ষতিকর বা কোনটি টোটালি এ্যাভয়েড করতে হবে। যৌনতা ও যৌনশিক্ষা যে আর দশটা সাধারন জিনিসের মতো মানুষের জীবনের অংশ এই ধারনা ও শিক্ষাটা মানুষ পায় এমন কিছু সোর্স থেকে যারা এই ব্যাপারে প্রায়ই অশিক্ষিত। এখনো অনেক ছেলে মনে করে ভীড়ের মধ্যে মেয়েদের বক্ষে স্পর্শ করলে সে যদি কোন প্রতিবাদ না করে তবে বুঝতে হবে সে এটা এনজয় করছে। এগুলো মানুষ শেখে বাসার দায়োয়ান, মিস্ত্রী, বন্ধু বা এলাকার নাম উল্লেখ করা যাবে না এমন প্রতিষ্ঠানের কিছু লোক, এমন মানুষজনের কাছে।
বাবা-মা ও পরিবারের সদস্যদের হওয়া উচিৎ ছিল শিশু, কিশোর, তরুণদের সবচেয়ে কাছের বন্ধু। সেটা তারা হতে পারেনি। সঠিক যৌনশিক্ষাটাও হওয়া দরকার পরিবার ও স্কুল থেকে। সেটা হয়না বলে তারা বিকৃত পথ বেছে নেয়, জীবন সংহারের পর্যায়ে যাওয়াকেও অনৈতিক ও অপরাধজনক মনে করে না। বেশীরভাগ মানুষ মনে করে উন্নত বিশ্ব মনে হয় অবাধ যৌনতার লীলাভূমি। আসলে তা নয়, সেখানে চাইলেও একজন বাঙালি সহজে কোন মেয়ের যৌন সঙ্গ পাবে না। তারাও পায় না। পেলে এতো এতো টয়, ফরেন বডি, ডিলডো এসব মার্কেটে বিক্রি হতো না দেদারসে। সেখানে যেটা হয় প্রাপ্তবয়স্ক মানুষ অন্যকে ক্ষতি না করে, অন্যের সঙ্গে প্রতারনা না করে কে কার সঙ্গে ঘুরছে, শুতে যাচ্ছে তাতে অন্য কারো মাথাব্যাথা নেই।
এই সম্পর্কে কিছু ‘শব্দ বোমা’ ফাটিয়েছেন কানাডা প্রবাসী স্বাস্থ্যকর্মী রোজী পপি। আপনারা “তোরা সব মনে মনে ভয়ে ভয়ে ঘুমাস। রোজি পপি” এই নামে ইউটিউবে সার্চ দিয়ে তার ভিডিওটি দেখতে/শুনতে পারেন।
Related Posts

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন – বি এন পি যেভাবে গনতন্ত্র ধ্বংস করেছিল
২০২৪ এর ঐতিহাসিক গণ-অভভুত্থানের আগে ১৯৯০ সালে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র বিকাশের যেRead More

This Religious Frenzy Must End Now – Walk the Path of Civilization
Bangladesh’s society has changed dramatically over the past 20–30 years. One of the most destructiveRead More

স্বৈরাচার যখন দানব হয়ে যায় তখন মানুষের লাশের গন্ধ তাদের কাছে প্রিয় হয়
আমি আওয়ামী লীগের কোন পর্যায়ের কমিটির কখনোই কেউ ছিলাম না, এখনো নেই। আওয়ামী লীগ বাRead More
Comments are Closed