Patriotism
patriotism

So Called Patriotism

কথিত দেশপ্রেম না দেখিয়ে দেখানো উচিৎ সেখানে যেখানে তার ছিঁটেফোটাও নেই

এই জুতাটা কি ডিজাইনে তৈরি জানেন ? আমেরিকার পতাকার ডিজাইনে। এটা বিক্রিও হয় সেখানে। এতে তাদের দেশপ্রেম চাঙ্গে উঠে না। অনেক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আইসিসির ভাবনার সঙ্গে কোন দেশের ভাবনা নাও মিলতে পারে। বাংলাদেশের ব্র্যান্ড কালার তো সবুজ। সেটা তো আছে। আর এই সমস্ত ব্যাপার নিয়ে এত উত্তেজনার কি আছে ? পাপন সাহেব যথার্থই বলেছেন যারা এই জার্সি পাকিস্তানের মনে করছেন তাদের পাকিস্তান গিয়ে থাকা উচিৎ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এমনকি ভারতও জাতীয় পতাকার রং প্রাধান্য দিয়ে জাতীয় দলের জার্সি তৈরি করে না। বাংলাদেশও অতীতে অনেকবারই খেলেছে লাল-সবুজের মিশ্রণহীন জার্সি পরে।

দেশপ্রেম ভাল, তবে উগ্র দেশপ্রেমকে এখন মানবতাবিরোধী হিসাবে দেখা হয়। এখন চলুন কিছু বিষয়ে আমাদের অদ্ভূত কিছু মিল দেখি পাকিস্তানের সঙ্গে। আমাদের দেশপ্রেম তখন চাঙ্গে উঠে না বরং যে যার মত করে সুযোগ নেয়।

  • দূর্নীতি, ঘুষ, অদক্ষতা, স্বজনপ্রীতি, কমিশন খাওয়া, কম টাকার জিনিস বেশী দিয়ে কেনা, লুটপাট, তছরুপ এসব পাকিস্তানে হয় ভয়ংকর মাত্রায়, বাংলাদেশেও হয় একই মাত্রায় । আমাদের দেশপ্রেম তখন কেন চাঙ্গে উঠে না ?
  • পাকিস্তানে নানান ফর্মে ব্লাসফেমী আইন আছে। আমাদের দেশেও ব্লাসফেমীর স্টাইলে অনেক আইন ও তার অপপ্রয়োগ আছে। আমাদের দেশপ্রেম তখন কেন উপছে পড়ে না ?
  • পাকিস্তানের মানুষ ও সমাজ ভিন্নমত, ভিন্ন বিশ্বাস ও কারো ব্যক্তিগত মানবাধিকার কে সম্মান ও শ্রদ্ধা করে না। আমাদের দেশেও একই অবস্থা, দিনে দিনে এটা বাড়ছে এদেশের সমাজে। এক্ষেত্রে এত মিল থাকার কারনে কোন লজ্জা লাগে না ?
  • পাকিস্তানের একটা বড় অংশ মানুষ ভারত বিদ্বেষী, আমাদের দেশেও সে সংখ্যাটা কম নয়। ভারতে কোন জঙ্গি হামলা হলেও পাকিস্তানের অনেক মানুষ খুশী হয়। আমাদের দেশেও সে গোত্রের অনেক মানুষ আছে। সমাজের এই সাদৃশ্যের জন্য নিজের বিবেক চাঙ্গে উঠে না ?
    .
  • পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তাদের দেশের ধর্মীয় নেতারা একটা বড় ফ্যাক্টর। তাদের ইশারায় সেখানে অনেক কিছুই হয়। আমদের দেশেও সে আশংকা দিন দিন প্রকট হচ্ছে। এই মিলের জন্য কোনদিন কোন প্রতিবাদ করেছেন ?
  • পাকিস্তানের অনেক মানুষ নানান ফর্মে বিভিন্ন ধর্মকে অবমাননা করে। বাংলাদেশেও রোহিঙ্গা মৌলভী মুসলিমদের পবিত্র কোরআন শরীফ কেটে সেখানে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা খেয়েছে। প্রতিবাদ করেছেন কোনদিন কোরানের এত বড় অবমাননার ? একেতো কোরআন কে কেটে ক্ষত বিক্ষত করল, আবার সেখানে নেশার দ্রব্য পাচার করল। এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে ? অথচ এমন সব ব্যাপারে নীরব থাকলেও পাকিদের মত অনেক তুচ্ছ ব্যাপারে আপনাদের চিল্লানোতে গলা ভেঙ্গে যায়।
  • পাকিস্তানের অনেক ওয়াজী উগ্র, হিংসাত্মক, বিদ্বেষমূলক, নারীকে অবমাননা করে বক্তব্য দেয়। বাংলাদেশেও সরকারী পর্যায়ে সম্প্রতিক সময়ে কয়েকজন নামকরা ওয়াজীকে এই সমস্ত বিষয়ের কারনে সতর্ক করা হয়েছে। বাস্তবে সেটা কোন পর্যায়ে তা আপনারাও জানেন। এত মিল পাকিস্তানের সঙ্গে। দেশপ্রেম চাঙ্গে উঠে না ?
  • পাকিস্তানের এক বড় সংখ্যক মানুষ নেশাখোর। বাংলাদেশের অনেক তরুণ-যুবক, যুবতীরা নেশায় আক্রান্ত। স্থলপথ, আকাশপথ, জলপথ শেষ করে ইয়াবা কারবারীরা নতুন এক পথ আবিষ্কার করেছে, পায়ুপথ। ঘেন্না করে না আপনাদের পাকিস্তানের মত এত নেশা করতে ও তা সরবরাহ করতে ?
  • জঙ্গি, জঙ্গি মানসিকতার অসংখ্য মানুষের জন্য পাকিস্তানের বিশ্বব্যাপী নামডাক। জঙ্গি দমনে আমাদের পুলিশের একটু বেশী সফলতা থাকলেও আমদের দেশে অসংখ্য জঙ্গি সমর্থক আছে। কেন ভাই ? এদেশে এমন মিল কেন থাকবে ?

সামান্য কয়েকটা বললাম। এমন অসংখ্য নিকৃষ্ট মিল পাবেন পাকিস্তানের সঙ্গে এদেশের মানুষ ও সমাজের।

দেশপ্রেম শুধু পতাকা, জাতীয় সংগীতে সীমাবদ্ধ না রেখে নিজেদের বিবেক সংশোধন, সততা, নায্যতা, মানবতার জন্য ব্যবহার করুন। তাহলে দেখবেন একদিন আপনিও সোনার বাংলায় সোনার মানুষ হয়ে গর্ব করবেন।

Related Posts

Is 3 million martyrs real?

What was the number of martyrs in the 1971 Liberation War?

The claim of 3 million martyrs is entirely unrealistic – there’s no logical basis toRead More

1971 war martyrs

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত? ৩০ লক্ষ নাকি ২ হাজার?

৩০ লক্ষ কথাটা পুরোটাই অবাস্তব বয়ান, কোন যুক্তিতেই এটা মানা যায় না। আবার ২/৩ হাজারRead More

Development of Human Values

Human Resource Development Is More Crucial Than Infrastructure

In Bangladesh, the government, bureaucrats, and laborers often boast about the country’s development by showcasingRead More

Comments are Closed