1971
1971 war martyrs

1971 war martyrs

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত? ৩০ লক্ষ নাকি ২ হাজার?

৩০ লক্ষ কথাটা পুরোটাই অবাস্তব বয়ান, কোন যুক্তিতেই এটা মানা যায় না। আবার ২/৩ হাজার এটাও খুবই অমানবিক একটা হিসাব। তবে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এদেশের মানুষের শ্রেষ্ঠ ত্যাগ, সর্বোচ্চ অর্জন, এটা নিঃসন্দেহ। ১৯৭১ এর পরের স্বাধীন বাংলাদেশের সরকারগুলো চাইলে নিরপেক্ষভাবে শহীদদের সঠিক সংখ্যা, মুক্তিযোদ্ধা, সহযোগী এদের সংখ্যা, নাম ধাম পরিচয় সব বের করা সম্ভব ছিল, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এই কাজ কেউ করেনি। এখনো এটা করা সম্ভব। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে এখনো অনেক জীবন্ত রেফারেন্স আছে। দরকার একটু ইতিহাসের সঠিক অনুসন্ধান। কিন্তু এই সময়ে, এতো উন্নত প্রযুক্তির সমাহারের সময়েও সরকার গত বছর জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা, আহতের সংখ্যা, নাম-ধাম পরিচয় কিছুই ঠিকমতো করতে পারেনি এই এক বছরেই, সেখানে তারা ১৯৭১ এর সঠিক তথ্য বের করবে? সেই যোগ্যতা, দক্ষতা ও মুরোদ তাদের হবে না। বরং এখানেও কোন আন্তর্জাতিক ক্ষ্যতিসম্পন্ন বিশেষজ্ঞের কাছে সাহায্য চাইতে হবে।

1971 war martyrs

এটা শুনতে খারাপ শোনালেও বাস্তব, বাংলাদেশের খুব কম মানুষই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেছিল। শুধুমাত্র আবেগী মানুষগুলোই সবসময় শোষন, অন্যায়ের বিরুদ্ধে নিজের বুক পেতে দেয়। সাড়ে ৭ কোটি মানুষের থেকে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে দেড় লাখেরও কম মানুষ। সেই সময়ের ৩ কোটি মানুষকেও যদি যুদ্ধ করার উপযুক্ত বয়সের ধরেন তবে পার্সেন্টেজে কত আসে সেটা? আপনি বেশীরভাগ মানুষকেই জিজ্ঞেস করলে পাবেন তাদের লতায় পাতায় জড়ানো চৌদ্দ দিকের আত্মীয়দের ভিতরে কেউ মুক্তিযুদ্ধ করেনি (আমার পরিবারে বাবার দিকে মুক্তিযুদ্ধের কমান্ডার আছেন, ফার্স্ট রিলেটিভ, মায়ের দিকে আছেন পাকিস্তানের মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ও অনেক মুক্তিযোদ্ধা, দুই দিকের অন্য সবাই ছিল সক্রিয় সহযোগী – সেটাও বলে রাখি)। আমার এতো বছরের জীবনে আমি মাত্র একজন লোকের সঙ্গে পরিচিত হতে পেরেছি যার পরিবারে একজন শহীদ আছেন, আমার ইউনিভার্সিটির একজন বড় ভাই, যারা মামা ছিলেন শহীদ ডাক্তার জহুরুল হক, যার নামে ঢাকা মেডিক্যাল কলেজে একটি হল আছে। এটা এই কারনে বলছি যে, আপনাদের অনেকের অভিজ্ঞতাই এমন হবে। ৩০ লক্ষ শহীদ হলে গড়ে প্রায় পরিবারেই কোন না কোন শহীদ থাকার কথা, প্রতি গ্রামেই গণকবর থাকার কথা (সেই সময়ে প্রায় সব পরিবারই ছিল যৌথ, দেশে পরিবারের সংখ্যাই হয়তো ছিল ৫০ লক্ষ বা সর্বোচ্চ ১ কোটি), তা কি আছে? নেই। আবার এটাও সত্য যেখানে হত্যা করা হয়েছে সেখানে কাউকে বাঁচিয়ে রাখা হয়নি, গনহারে হত্যা করা হয়েছে। এমন সংখ্যাও অসংখ্য। বিশেষ করে নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে গণহত্যার ধারাবাহিকতা চলেছিল। সেই হিসাবে আমার ধারনা শহীদের সংখ্যা হবে ২-৫ লক্ষ।

সেই সময়ে ঢাকায় কর্মরত কিছু বিদেশীর বরাতে সেই সময়ের ভয়াবহতার একটা নিরপেক্ষ বাস্তবতা অনুমান করা যায় –

  • সাইমন ড্রিং (The Daily Telegraph): ২৫ মার্চ রাতে ঢাকায় ৭,০০০+ মানুষ নিহত।
  • অ্যান্থনি মাসকারেনহাস (The Sunday Times): “পূর্ব পাকিস্তানে পরিকল্পিত গণহত্যা চলছে”।
  • রবার্ট পেইন (Massacre): শহীদের সংখ্যা ৫০,০০০+ হতে পারে বলে উল্লেখ করেন।
  • মার্কিন কূটনীতিক আর্চার ব্লাড তার “Blood Telegram”-এ লিখেছিলেন, “পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে, এবং আমরা নীরব দর্শক”।

War Crimes Fact Finding Committee (WCFFC) এর ২০০৮ সালে প্রকাশিত রিপোর্টে বলা হয়, শহীদের সংখ্যা ৩ থেকে ৫ লক্ষের মধ্যে হতে পারে। ধর্ষণের শিকার নারীর সংখ্যা ৪ লক্ষের বেশি, যার মধ্যে অনেকেই হত্যা বা আত্মহত্যার শিকার হন।

Genocides in 19's

৩০ লক্ষ শহীদের কথাটা হয়তো সেই সময়ের গণহত্যার ভয়াবহতা ও বাংলাদেশের মানুষের সীমাহীন ত্যাগের একটা প্রতীকী সংখ্যা যা অবেগনির্ভর। তবে যদি এই সংখ্যাটিকেই এদেশের শাসকেরা বাস্তব মনে করে তবে সেই শহীদদের স্বপ্ন একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তাদের তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে তো সেই ১৯৭১ সালের পর থেকে তার কোন লক্ষন কেউ দেখাতে পারেনি। এদেশের মানুষের ভাগ্যের তো কোন পরিবর্তন হয়নি।

১৯৭১ সালের শহীদ সংখ্যা নিয়ে বিতর্ক শুধু পরিসংখ্যানের নয়, এটি স্মৃতি, ন্যায়বিচার ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন। ৩০ লক্ষ শহীদের দাবি হয়তো প্রতীকী, কিন্তু ২/৩ হাজারের হিসাব অপমানজনক ও অগ্রহণযোগ্য। তথ্যনির্ভর গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন, যাতে শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে সম্মানিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম সত্য জানতে পারে।

Related Posts

Is 3 million martyrs real?

What was the number of martyrs in the 1971 Liberation War?

The claim of 3 million martyrs is entirely unrealistic – there’s no logical basis toRead More

Development of Human Values

Human Resource Development Is More Crucial Than Infrastructure

In Bangladesh, the government, bureaucrats, and laborers often boast about the country’s development by showcasingRead More

Purpose of life

What is the main purpose of people coming to Earth?

Many people are confused by this question. In the swing of this wandering, they tryRead More

Comments are Closed